শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকার সহ একজন আটক

 



নিজস্ব প্রতিবেদক

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। 


(১৩ ই জানুয়ারি) বুধবার রাত্র ১১.২০ মিনিটে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকাধীন উপজেলার জামতলা টু বালুন্ডা  পাঁকা রাস্তার উপর থেকে সবুজ হাসানকে ৩৭৫ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার সহ আটক করা হয়। 


আটককৃত মাদক পাচারকারী ঝিকরগাছা থানার সোনাকুড় ময়রাপাড়া গ্রামের তবিবুর রহমানের ছেলে।


এই বিষয়ে নাভারণ সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন মুজিব বর্ষ কে সামনে রেখে আইজীপি মহোদয় যে নির্দেশনা আছে যে জনগণের পুলিশ হতে আমাদের আইজীবি মহোদয় নির্দেশনা দিয়েছে দ্বিতীয় নির্দেশনা হচ্ছে মাদক নির্মূল করা সেই মাদক নির্মূল করার লক্ষ্যে একটি শার্শা থানার পুলিশ আইজিপি মহোদয় নির্দেশে এবং যশোর জেলার পুলিশ সার্বিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget