শম্ভুপুরা ইউনিয়নের মূর্তিমান এক আতঙ্কের নাম বালুখেকো টিটু মোল্লার খুঁটির জোর কোথায়

সোনারগাঁও টিভি,

নারায়ণগঞ্জ জেলা, সোনারগাঁও উপজেলা,  শম্ভুপুরা ইউনিয়নে ব্ৰহ্মপুত্ৰ নদী থেকে রিয়াজুল হক টিটু অবৈধ ভাবে বালু উওোলন এর ফলে ,ভাঙ্গনের হুমকিতে জনপদ সহ কয়েকটি গ্রাম।

সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউপির ৫ নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়নের যুবলীগের সভাপতি রিয়াজুল হক টিটু মোল্লা, ক্ষমতাশীল দলের নাম ভাঙিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

জানা যায় টিটু শম্ভুপুরা ইউনিয়নের সদস্য হওয়ায় এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি হওয়ায় ও তার ভয়ে   এলাকায়  কথা বলার সাহস পায় না কেউ।


তাদের প্রথম কার্যকলাপ ছিল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন, রাতের আঁধারে ও কৃষকদের ফসলের জমি কেটে নেওয়া, মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম করা।

 স্থানীয় প্রভাবশালী নেতাদের আশ্রয় প্রশ্রয়ে,  রিয়াজুল হক টিটু মোল্লা। বর্তমানে শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং শম্ভুপুরা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মেম্বার।


কিছু দিন পর পর  ,
  বিরতির দিয়ে এখন আবার ২০২১ সালে এসে জুলাই তে শুরু করেছে এটাও জানা গেছে তাদের কার্যকলাপ চালাচ্ছে কিন্তু ভিন্ন ভাবে।বি আই ডব্লিউ টি এর কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তাদের টাকার প্রলোভন দেখিয়ে তাদের দিয়ে। বিআইডব্লিউ টি এর কাছ থেকে অনুমোদন নিয়ে কৃষকদের ফসলি জমি তে ড্রেজার দিয়ে নদী খননের নাম ভাঙ্গিয়ে বালু উত্তোলনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমনটা অবস্থায় আশেপাশের এলাকা গুলির মধ্যে মাটি ভাঙ্গন রাস্তা ঘাট ভাঙ্গন ফসলি জমি বিলীন হয়ে যাওয়া বিভিন্ন কারণ দেখা দিয়েছে । জন সাধারণ তাদের ভয়ে কিছু বলতে পারছে না তাই। শম্ভুপুরা ইউনিয়ন এর এলাকাবাসী আমরা উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি ও বি আইডব্লিউ টি এর উর্ধ্বতন কর্মকর্তাদের  কাছে আহবান জানাচ্ছি সাধারণ কৃষক দের জমি যেনো রক্ষা পায় যাতে তারা তদন্ত সাপেক্ষে জড়িতদের ব্যবস্থা নেয়।


এলাকাবাসীর দাবি ক্ষমতাশীল ভূমিদ্যসুদের ব্যাপারে এখনই আইনগত ব্যবস্থা গ্রহন করা হোক আমাদের জমি গুলো রক্ষা করা হোক এই অনায় কারি জুলুম বাজদের হাত থেকে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget