March 2021

সোনারগাঁও টিভি24,



ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি  : আবারো দেশে দ্বিতীয় ধাপে করোনায় আক্রান্ত ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নিতে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের বাধ‍্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশনা দিয়েছে সরকার।


মঙ্গলবার (৩০ মার্চ) সকালে নির্দেশনার একটি পত্র পৌঁছায় বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ ও পুলিশের হাতে।


তবে আগে দেশে ফিরে পাসপোর্টধারী যাত্রীরা সরকারী অর্থায়নে এ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার সুযোগ পেলেও এবার ব্যক্তিগত খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের। এতে দূঃচিন্তা ও হতাশায় পড়েছেন যাত্রীরা। সরকারী তত্বাবধানে কোয়ারেন্টাইন চালুর দাবী জানিয়েছেন।


এদিকে পূর্ব প্রস্তুতি না থাকায় এই মুহূর্তে ভারত ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হচ্ছে না বলছেন ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।


বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান জানান, যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখার পরিবেশ তৈরী করতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ ভাবে কাজ করছেন। আজ বিকালে এনিয়ে উপজেলা প্রশাসনের সাথে বৈঠক রয়েছে। পরিবেশ তৈরী করে আগামী দুই এক দিনের মধ্যে কোয়ারেন্টাইন কার্যক্রম শুরু করবেন।


ভারত ফেরত যাত্রী আরিফ হোসেন জানান, চিকিৎসা করাতে ভারতে গিয়েছিলেন। যাওয়ার সময় ১৫ শ' টাকা করোনা পরীক্ষা করাতে লেগেছে। আবার ফোরার সময় ভারতীয় ১৫শ' রুপি লাগছে করোনা রিপোর্টে। নিরাপত্তার কথা বিবেচনা করে তিনিও চান কোয়ারেন্টাইন ব্যবস্থা। তবে ফেরার পথে বাস ভাড়া ছাড়া আর টাকা থাকে না। কিভাবে ১৪ দিন ব্যক্তিগত খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন? সরকারী ভাবে এ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেবার দাবী জানান তিনি। #

 মহান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও

দেশের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে উপজেলা আ'লীগের আহবায়ক কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।



শুক্রবার(২৬ মার্চ)সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এড.শামসুল ইসলাম ভুইঁয়ার ও আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক সহ সদস্যরা  এই শ্রদ্ধা নিবেদন করেন।


এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, ও যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, এ ছাড়াও আরও  উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির

সদস্য ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, এস এম জাহাঙ্গীর আলম, শামসুদ্দীন খাঁন আবু,বাবুল ওমর, মোস্তাফিজুর রহমান মাসুম,


মোঃ জহিরুল হক,আরিফ মাসুদ বাবু,মাহমুদা আক্তার ফেন্সি, আশরাফুজ্জামান,রফিকুল ইসলাম নান্নু,মোহাম্মদ আলী হায়দার, মাহবুব হোসেন সরকার, অ্যাডভোকেট আবু তাহের ফজলে রাব্বী, অ্যাডভোকেট ইকবাল হোসেন, লায়ন মোঃ মাহাবুর রহমান বাবুল,গাজী মজিবুর রহমান ও নাসরীন সুলতানা ঝরাসহ আওয়ামী লীগের 

 বিভিন্ন ইউনিয়নের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোনারগাঁও টিভি24,

স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে দ্বীপক কুমারের ব্যাপক শোডাউন।

দেশের ৫০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোনারগাঁয়ে আ'লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য দ্বীপক কুমার বণিকের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সুবর্ণজয়ন্তী ২০২১ ব্যাপক শোডাউনের মধ্য দিয়ে উদযাপন করে। 


এ উপলক্ষে শুক্রবার সকালে দ্বীপক কুমার বণিকের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেতা-কর্মীদের বহর নিয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।


সোনারগাঁও টিভি 24,

বাংলাদেশের স্বাধীনতার  ৫০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসন এর উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সুবর্ণজয়ন্তী ২০২১ নানা আয়োজনের মধ্যে উদযাপন করেছে। 


 


এ উপলক্ষে শুক্রবার সকালে সরকারি নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে জাতীয় পতাকা উত্তলন, উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সোনারগাঁ উপজেলা আ'লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। 



অন্যদিকে, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেসক্লাব, সোনারগাঁ থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মজনু পার্কের স্বাধীনতা স্তম্ভে শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সোনারগাঁও টিভি24,


ইকরামুল ইসলাম যশোর  প্রতিনিধি :

 ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল ২৫ মার্চের কালরাত আজ। ইতিহাসের এই দিনে পাশবিকতা, নৃশংসতা আর হিংস্রতার রূপ প্রকাশ করে পশ্চিম পাকিস্তানি শাসক ও সেনাবাহিনী। বাংলার মানুষের জীবনে নেমে আসে অন্ধকার, চলে নির্বিচারে গণহত্যা। ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।



বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, 


জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথী, শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব তদন্ত ওসি মুজিবর রহমান, উপজেলাা আইসিটি অফিসার আহসান হাবীব কৃষি অফিসার সৌতম কুমার শীল, থানা স্বাস্থ্য কমপ্লেক্স এর টি এইচ ও ডাক্তার ইউছুফ আলীসহ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সংবাদকর্মী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

 সোনারগাঁও টিভি 24,

ইকরামুল ইসলাম বেনাপোল  প্রতিনিধিঃ


যশোরের ঝিকরগাছা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে কৃষ্ণনগরস্থ পুরাতন কলেজ রোডের কামাল বেডিং হাউজ সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুনের বিস্তৃতিতে পাশের সরদার রেস্টুরেন্ট এন্ড হোটেলের আংশিক পুড়ে যাওয়া সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ২৫ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ দোকানীরা।



 বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ২৪ সদস্যের ইউনিট দীর্ঘ প্রায় ২ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে আশপাশ এলাকার বিভিন্ন দোকানপাট, হোটেল, আবাসিক ভবন, সুপার মার্কেট অগ্নিকান্ড থেকে রক্ষা পায়। এদিকে এই অগ্নিকান্ডের ঘটনায় শহরের যশোর-বেনাপোল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং শহরের একাংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সাব-অফিসার আব্দুর রউফ জানান, অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে।তিনি বলেন, আমরা খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে চলে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোনারগাঁও টিভি24

সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুণ সমাজ সেবক গরিবের বন্ধু খ্যাত এম এ সালাম ভূইয়া,কে মেম্বার হিসাবে চায়,এলাকার জনগন, সরেজমিনে গুরে ১ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সাথে কথা বলে জানা যায়  । ১ নং ওয়ার্ডে 

অন্য সব মেম্বার পদপ্রার্থী থেকে 

 জনপ্রিয়তার দিক দিয়ে অনেকটাই এগিয়ে আছেন এম এ সালাম ভূইয়া, 


এ বিষয়ে সালাম ভূইয়ার কাছ থেকে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান আমি দীর্ঘদিন যাবত সোনারগাঁও উপজেলার আওয়ামী লীগের রাজনীতির  সাথে সম্পৃক্ত, বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক আমরা তৃনমূল পর্যায়ে রাজনীতি করি,, সাধারণ মানুষের পাশে থাকার জন্য, তাই যদি জনগণ আমাকে চায,  বা তাদের সেবা করার সুযোগ দে, তাহলে আমি তাদের সেবা করব,আমি তাদের সুখে দুখে তাদের পাশে থাকব, ইনশাআল্লাহ। 

এবিষয়ে আরও বলেন,

দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান, আবুল হোসেন, আলাউদ্দিন মুন্সী, তাইজুদদিন মুন্সী, স্বপন মিয়া সহ আমরা সবাই মিলে এ ১ নং ওয়ার্ড বাসিকে সুন্দর একটা সমাজ উপহার দিব। 

সোনারগাঁও টিভি24,

নিজস্ব প্রতিবেদক : 

যশোরের শার্শা উপজেলার ধান্যতাড়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আবু ছিদ্দিক গাজী (৭২) নামে বৃদ্ধকে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১১ টার দিকে ধর্ষককে তার নিজ বাড়ি থেকে আটক করে শার্শা থানা পুলিশ। আটক আবু ছিদ্দিক একই গ্রামের মৃত- মনির উদ্দীন গাজীর ছেলে।


জানা যায়, উপজেলার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া গ্রামের মফিজুর রহমানের ৬ বছর বয়সী কন্যা সোমবার সকালে তার সঙ্গীদের নিয়ে বাড়ির পাশে ঘেরের পাড়ে খেলা করছিল। এ সময় ঘের মালিক আবু ছিদ্দিক কৌশলে অন‍্য বাচ্চাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে ঐ শিশুটিকে থাকতে বলে। পরে প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। শিশুটির মা মেয়েকে খুজতে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে ধর্ষক শিশুটিকে ফেলে পালিয়ে যায়।


ধর্ষনের শিকার শিশুটির চাচা মিন্নু জানান, সোমবার সাকালে আমি এবং আমার ভাই বাগআঁচড়া বাজারে পটল বিক্রি করতে গিয়েছিলাম। বাড়ি থেকে ফোন করে বিষয়টি জানালে দ্রুত বাড়িতে এসে আমাদের মেয়েকে জিজ্ঞাসা করলে সে কাঁদতে কাঁদতে ঘটনার সত্যতা জানায়। পরে থানায় মামলা করেছি। আমরা আমাদের মেয়ের উপর যে অন্যায় হয়েছে তার বিচার চাই এবং ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।


শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আবু ছিদ্দিক আমাদের প্রাথমিক জিগ্যাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে যে সে শিশুটিকে ধর্ষন করেছে। তার বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।

সোনারগাঁও টিভি24,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোমবার ভোরে,

সোনারগাঁওয়ে বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও তার দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব।

 র‌্যাব-৩ এর একটি দল এসময় তাদেরকে আটক করে।


আটকরা হলেন, পুলিশের উপ-পরিদর্শক কোয়কোবাদ পাঠান (৩০) ও তার সহযোগী সোহেল মিয়া (৩২) ও রবিন হোসেন (৩০)। কায়কোবাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে র‌্যাব-৩ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে। এসময় একটি সাদা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ২৫ রাউন্ড গুলি, ২৪০ বোতল ফেনসিডিল ও দুটি হ্যান্ডকাফসহ তিনজনকে আটক করা হয়।


তিনি জানান, আটকদের একজন পুলিশের উপ-পরিদর্শক। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত। মাইক্রোবাসটি কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল।


সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম বলেন, র‌্যাব-৩ আটক তিনজনকে সোমবার রাতে সোনারগাঁ থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 সোনারগাঁও টিভি24,

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় নতুন করে আ'লীগের আহবায়ক কমিটি ঘোষণা। 

এডভােকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে আহ্বায়ক,

ও আবদুল্লাহ আল কায়সার এবং  ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।



নতুন কমিটিতে উভয় পক্ষের সিনিয়র নেতাদেরই নাম রয়েছে। ধারনা করা হচ্ছে নেতৃত্বের অন্তর্দ্বন্দ প্রশমিত করতেই ব্যালান্স কমিটি করা হয়েছে। কমিটি ঘোষণা হওয়ার পর নেতা কর্মীদের ভেতরে উষ্ণ ভাব দেখা যাচ্ছে ।

২২ শে মার্চ 

সোমবার নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভপতি মােঃ আবদুল হাই ও সাধারণ সম্পাদক এডভােকেট আবু হাসনাত মােঃ শহীদ বাদলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়েছে।


কমিটিতে ১ নং সদস্য করা হয়েছে, ডাঃ আবু জাফর চৌধুরী বীরুকে।


সদস্য তালিকায় স্থান পেয়েছে, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান মােশাররফ হােসেন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারন সম্পাদক মােহাম্মদ আলী হায়দার, যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান ও পৌরসভার মেয়র পদপ্রার্থী এডভােকেট আবু তাহের ফজলে রাব্বী ।


এছাড়া ও কমিটির অন্য সদস্যরা হলেন, এস এম জাহাঙ্গীর আলম, শামসুদ্দীন খান আবু, বাবুল ওমর, আরিফ মাসুদ বাবু , মাহমুদা আক্তার ফেঞ্চি, জনাব আশরাফুজ্জামান, মােস্তাফিজুর রহমান মাসুম, মােঃ জহিরুল হক, মােঃ মাহাবুব হােসেন সরকার, এডভােকেট ইকবাল হােসেন, লায়ন মােঃ মাহাবুর রহমান বাবুল, মােঃ মাহাবুবুর রহমান লিটন প্রমুখ।


কমিটি নিয়ে দীর্ঘদিন থেকেই দ্বিধা বিভক্ত সোনারগাঁও আওয়ামী লীগ। বিশেষ করে ২০১৯ সালে আহ্বায়ক কমিটি ঘোষনা হলে নেতাদের দ্বন্দ চরম পর্যায়ে পৌঁছে ।

একপক্ষ অন্যপক্ষকে অবাঞ্চিত ঘোষণা করে একাধিক কর্মসুচিও পালন করে।

 সোনারগাঁ টিভি24,



ইকরামুল ইসলাম বেনাপোল  প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে ১০৯ টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত সরকার। এই উপহারের প্রথম একটি অ্যাম্বুলেন্স রোববার রাতে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের আগে ও পরে পর্যায়ক্রমে বাকি অ্যাম্বুলেন্সগুলি এসে পৌঁছাবে। ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে এ উপহার নরেন্দ্র মোদী হস্তান্তর করবেন বলে জানা গেছে।


অ্যাম্বুলেন্সটির বাংলাদেশি আমদানিকারক দি ভারতীয় হাইকমিশনার।রফতানি কারক ভারতের ইসএমএল ইসুজি।বেনাপোল বন্দর থেকে পণ্য চালানটি ছাড় করাবেন সিঅ্যান্ডএফ এজেন্ট জেড আর করপোরেশন। প্রতিটা অ্যাম্বুন্সের ভারতীয় মুল্য ১৭ লাখ ১৭ হাজার ২০০ রুপি। যা বাংলাদেশি টাকায় ২০লাখ ২০ হাজার ২০০ টাকা পড়ছে। তবে এ এ্যামবুলেন্সগুলো শুল্ক মুক্ত সুবিধায় বন্দর থেকে ছাড় হবে বলে জানা গেছে। 


পণ্যছাড় কারক প্রতিষ্ঠান উত্তরা মোটরসের কর্মকর্তা জাকারিয়া ইমতিয়াজ জানান, অ্যাম্বুলেন্সটি বেনাপোল বন্দরের শেডে রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় নেয়া হবে। বাকি ১০৮টি অ্যাম্বুলেন্সও পর্যাক্রমে বাংলাদেশে আসবে। তিনি আরও জানান, উপহার হিসেবে আসা প্রথম অ্যাম্বুলেন্সটিতে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। অর্থাৎ কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে এতে।


বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আজিজুর রহমান জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে আনা অ্যাম্বুলেন্স গুলি বেনাপোলে এসে পৌঁছালে সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করা হবে।

 

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক(ট্রাফিক) আতিকুল ইসলাম জানান, এ্যাম্বুলেন্স প্রবেশের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে কেউ বন্দর কর্তৃপক্ষকে জানাননি। তবে সিঅ্যান্ডএফ এজেন্ট তাদের মৌখিক ভাবে বলেছে একটি এ্যাম্বুলেন্স ঢুকেছে যেটি ভারতের উপহার। সংশিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে  চিঠি পেলে সর্বচ্চ নিরাপত্তা ব্যবস্থায় রাখা হবে। #

সোনারগাঁও টিভি24,

সোনারগাঁ উপজেলার  মোগরাপাড়া ইউনিয়নের আ'লীগের দলীয় মনোনয়ন প্রতীক  প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী,


সাবেক জেলা ছাত্রলীগের  সহ-সভাপতি হাজী শাহ্ মোঃ সোহাগ রনি, 

আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রসঙ্গে সংবাদ সম্মেলন

করেন।

সোমবার (২২ মার্চ) বিকেল ৪টায় উপজেলার মোগরাপাড়া বাজারে তার পিতা প্রবিন আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার আলহাজ্ব শাহ্ মোঃ তোতার সভাপতিত্বে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সোহাগ রনি।


এসময় তিনি তার বক্তব্যে বলেন , আওয়ামীলীগের দূঃসময়ে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হয়ে রাজপথে থেকে রাজনীতি করেছি। আগামী ইউপি নির্বাচনে নৌকা পেলে নির্বাচন করবো। নয়তো যে নৌকা পাবে তার পক্ষেই আমি কাজ করবো। কোন ষড়যন্ত্রকারী আমাদের বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।


এসময় তিনি আরও বলেন আমি ছাত্রজীরন থেকেই উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের নেতৃত্বে রাজপথে সক্রিয় ছিলাম। আমার রাজনৈতিক জীবনে যতো ব্যানার ফ্যাস্টুন করেছি সবগুলোতেই আমার সম্মানিত বড় ভাই বীরমুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ছবি ব্যবহার করেছি। আমি তাকে আমার বড় ভাই হিসেবে সম্মান আজীবন তার ছবি ব্যবহার করবো। উপজেলা আওয়ামীলীগের সকল বয়োজ্যেষ্টদের সম্মান করেই আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি।

সোনারগাঁও টিভি24,

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনের অনুমতি না নিয়ে আগাম নির্বাচনী প্রচারণায় পোস্টারে তার ছবি ব্যবহার করার বিরুদ্ধে তিনি এই সংবাদ সম্মেলন করেন।



রবিবার বিকালে উপজেলার মোগরাপাড়া বাজারে উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন তার রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।


সংবাদ সম্মেলনে সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, আপনারা জানেন আমি দীর্ঘ দুই মাস যাবৎ শারীরিক অসুস্থতার কারণে এলাকায় আসতে পারি নাই। এর মাধ্যমে মোগরাপাড়া ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে আমার ছবি এবং আমার নাম ব্যবহার করে সমগ্র মোগরাপাড়া ইউনিয়ন বাসীর মধ্যে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছে যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমার পরিবার ঐতিহ্যবাহী ও নির্বাচনমুখী পরিবার। আমার পূর্ব পুরুষরাও জনগণের কল্যাণে নিজেদের উৎসর্গ করে গেছেন। আমার পরিবার থেকে কে নির্বাচন করবে তা আমাদের পরিবার ও দলীয় নেতাকর্মীদের নিয়ে সিদ্ধান্ত নিবো। আমাদের পরিবার ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আলাপ আলোচনা করে আমার চাচা এডভোকেট সাজেদ আলী মিয়া মোক্তার সাহেবের ছেলে আমার আপন চাচাতো ভাই আরিফ মাসুদ বাবু কে তৃতীয় বারের মতো মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের পুনঃরায় চেয়ারম্যান নির্বাচিত করার জন্য মোগরাপাড়া ইউনিয়ন বাসীকে  অনুরোধ করা হইলো। প্রেস নোট পড়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, কেউ যদি উপযুক্ত না হয়ে নিজেকে ওভারল যোগ্য মনে করে তাহলে সে পাগলের প্রলাপ বকে। সোহাগ আমাদেরই হাতে গড়া ছেলে তবে তার সাথে যে উশৃংখল ছেলে পেলে চলাচল করে তাদের দশজনের মধ্যে আটজনই নেশাখোড় ও উশৃঙ্খল ছেলে পেলে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা পরিক্ষা করে দেখেন। আমাকে জিজ্ঞেস না করে পোস্টারে আমার ছবি ও নাম ব্যবহার করার কান জানতে চেয়ে আমি ব্যক্তিগতভাবে তাকে ফোন করে জানতে চাইলে সে সঠিক কোনো জবাব দিতে পারেনি। আমি একটি ভুল করেছি সোহাগ ও তার পিতা তোতা মেম্বার সজল নামে এক ছেলেকে আমার সিলেক্ট করেছে। তোতা মেম্বার ও সোহাগ তার জন্য আমার সমর্থন চেয়ে অনুরোধ করে। তখন আমি তাদের বলেছি, আমি একজন উপজেলা চেয়ারম্যান হয় একজন মেম্বারকে কি করে সমর্থন দেই । তখন সে বলে আপনিও তো মোগরাপাড়ার। মোগরাপাড়ার লোকেরাই তো আপনাকে এখানে বসিয়েছে। পারে আমি একটু অন্যরকম হয়ে বলেছি ঠিক আছে। এটাকে কেন্দ্র করে গিয়ে সে এই ঘটনার সৃষ্টি করেছে।  এসময় তিনি  মোগরাপাড়া ইউনিয়ন বাসীর কাছে অনুরোধ করেন কোনো খারাপ লোকের কাছে এই দায়িত্ব জেন না দেন। তিনি মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর ভূয়সি প্রশংসা করেন।


উল্লেখ্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগাম প্রচার হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ রনি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের ছবি  ও নাম ব্যবহার করে আসছিল।

 সোনারগাঁও টিভি24,

সোনারগাঁও শেখ রাসেল স্টুডিয়াম এ হাজার হাজার দর্শকের টানটান উত্তেজনায়, শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়লাভ করেছে পিরোজপুর পাইরেটস অফ মেঘনা।



সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে প্রথম সেমি ফাইনালে ৩ উইকেটে বারদী ইউনিয়নের চেয়াম্যান এর  দল বারদী বুলসকে পরাজিত করে, পিরোজপুর ইউনিয়নের

চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের দল পিরোজপুর পাইরেটস অব মেঘনা।

 পিরোজপুর ইউনিয়নের

এ জয়ের সুবাদে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

খেলার শুরুতে বারদী বুলস টসে জিতে ব্যাটিং করে ২০ ওভারে ১২৫ রান করে ১২৬ রানের টার্গেট ছুড়ে দেন পিরোজপুর পাইরেটস অব মেঘনাকে।  পিরোজপুর পাইরেটস অব মেঘনা ৭ উইকেট হারিয়ে ১৭ ওভার ৪ বলে টার্গেট এ পৌছে যায়।

পরে খেলায় জয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, ইউএনও আতিকুল ইসলাম, ওসি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সোনারগাঁও টিভি24,

সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে,মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ -এ শ্লোগানকে সামনে রেখে তৃতীয় ধাপের চলমান করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে,


ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তায়  র‌্যালি এবং মাস্ক বিতরণ করা হয়, 

সব শ্রেণী এবং সর্বপেসার মানুষকে মাস্ক পরিধানে  উৎসাহিত ও সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।


রবিবার (২১মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সারাদেশের ন্যায় সোনারগাঁও থানা পুলিশের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা ও কাঁচাবাজারে মাস্ক বিতরন কার্যক্রম চালু করা হয়। 

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মাস্ক বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।


এসময় ওসি রফিকুলইসলাম বলেন, কোভিড-১৯ মোকাবিলায় সম্মূখ সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই নিরলসভাবে কাজ করছেন পুলিশ সদস্যরা। সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা। করোনার তৃতীয় ধাপের প্রকোপ মোকাবিলায় সোনারগাঁও থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছি । এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ ও করোনার তৃতীয় ধাপ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করে যাচ্ছি পাশাপাশি মাস্ক বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে। 


এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানার ওসি (অপারেশন) সাইদুজ্জামান, সেকেন্ড অফিসার এস আই ইয়াউর, এস আই রাকিবুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোনারগাঁও টিভি24,

জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলা পিরোজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সমাজ সেবক ও যুবলীগ নেতা রাসেল ভূইয়া রাজ,



৩ নং ওয়ার্ড ও পিরোজপুর ইউনিয়ন বাসিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


তিনি এক বার্তায় জানান ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু  জাতির জনক শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকীতে আমরা ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম, জাতির পিতার জন্ম না হলে আমরা পেতাম না,



একটি স্বাধীন সবুজ শ্যামল  বাংলাদেশ, হে পিতা আপনাকে শ্রদ্ধার সাথে বাঙালি জাতি সারা জীবন স্মরণ করবে। 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আসুন আমরা প্রতিজ্ঞা করি দুর্নীতি ও মাদকমুক্ত ৩ নং ওয়ার্ড গরি।

সোনারগাঁও টিভি24,

সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের  ৪৭নং ঈমানের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বীর মুক্তিযুদ্ধাকে সন্মাননা প্রদান,



আজ ১৭ মার্চ  শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ,  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আলোচনা ও ওনার রুহের মাগফিরাত  কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


৪৭ নং ঈমানের কান্দী স্কুল মাঠে  প্রধান  শিক্ষক মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি  মোহাম্মদ মোশারফ হোসেন মিলন। 

প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন,


জাতির জনক বঙ্গবন্ধু  শিশুদের খুবই ভালবাসতেন। সময় পেলেই তিনি শিশুদের সাথে সময় কাটাতেন। শিশুদের কল্যানে গঠন করেছিলেন জাতীয় শিশু একাডেমি ।


প্রতিটা শিশু যেন শেখ মুজিবের জীবনাদর্শ সম্পর্কে জানতে পারে সে বিষয়ে শিক্ষকদের তাগিদ দেন। তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বলেন,  বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারন ও  লালন করে তোমাদের প্রত্যেককে ভালমত পড়াশুনা করে বঙ্গবন্ধুর মত দেশপ্রেমিক নাগরিক হতে হবে। অনুষ্ঠানে বীর মুক্তিযুদ্ধা সৈয়দ ফয়েজুর রহমানকে সন্মাননা স্নারক প্রদান করা হয়। পুরষ্কার বিতরন করা হয়  চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্র ছাত্রীদের। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহ সভাপতি জনাব মোহাম্মদ আলী,  এসএমসি'র সদস্য জবাব সাইফুর রহমানসহ অন্যান্য সদস্য, বিশিষ্ট সমাজ সেবক জনাব মিজানুর রহমান, শাহ আলম, সাবেক এসএমসি' র সদস্য ফেরদৌসী আক্তার পলি, মোহাম্মদ সামির, মোঃ সজল,  মোঃ আরিফ, মোঃ সাইফুল,  সালেহ আহমেদ, মোশারফ হোসেনসহ যুব সমাজ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনারগাঁও টিভি24,


সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ এর নেতৃত্বে ও

পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলামের এবং 

 ফাইভ স্টার গ্রুপের উদ্যোগে  প্রায় ৫ শত নেতা কর্মী নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে 

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির উদ্যোগে



সুবিশাল জমকালো ও বর্ণিল আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করার লক্ষ্যে পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের কে সাথে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন মেঘনা শিল্প নগরীর স্কুল এন্ড কলেজ মাঠ এ সময় নেতাকর্মীরা স্লোগানে বলেন শুভ, শুভ, শুভ, দিন বঙ্গবন্ধুর জন্মদিন,



সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। 

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের যুবলীগের

ডালিম,মিন্টু, শামীম, গনি,স্বপ্ন, আলমগীর, এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হন,

সোনারগাঁও টিভি24,

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির উদ্যোগে সুবিশাল জমকালো ও বর্ণিল আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়েছে।





এ উপলক্ষে যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে বুধবার সকালে ১০ হাজার নেতাকর্মীর আনন্দ শোভাযাত্রায় নিয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।



পরে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজমাঠে সোনারগাঁয়ের সর্বস্তরের আ'লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনর নেতা-কর্মীদের নিয়ে আনন্দ উৎসবমুখর পরিবেশে মুহুর মুহুর শ্লোগান, মিউজিকের তালে তালে শান্তির পায়রা উড়িয়ে ও কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর শততম  জন্মদিনের মাহেন্দ্রক্ষণ উদযাপন করেন। 



এ সময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সঞ্চালনায় ও এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আ'লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাসনাত মোহাম্মদ শহিদ বাদল ও প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা আ'লীগে যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আ'লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু অংশ গ্রহন করেছেন।



এ ছাড়া আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 সোনারগাঁও টিভি24,

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে জমকালো ও বর্ণিল আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে বুধবার সকালে ১০ হাজার নেতাকর্মীর আনন্দ শোভাযাত্রায় নিয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।


এ সময় উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, ও এমপি পত্নী ডালিয়া লিয়াকত,

উপজেলা নির্বাহি কর্মকর্তা আতিকুল ইসলাম, 

আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,

ডা,আবু জাফর চৌধুরীর বিরু,


সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান  জাহিদ  হাসান জিন্নাহ, শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান আঃরফ,বৈদ্যেবাজার ইউনিয়নের চেয়ারম্যান  ডা,আব্দুল রফ,

বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহির হক,মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ফেন্সি, 

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার আ'লীগের  সর্বস্তরের নেতাকর্মী,



 এ সম আ'লীগের সহযোগী অঙ্গ সংগঠনর নেতা-কর্মীদের নিয়ে আনন্দ উৎসবমুখর পরিবেশে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর শততম  জন্মদিনের মাহেন্দ্রক্ষণ উদযাপন করেন।


 সোনারগাঁও টিভি24,


নিজস্ব প্রতিবেদক : যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী নামক স্থানে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসাদুর রহমান নামে এক মোটরসাইকের চালক নিহত হয়েছেন। সেই সাথে মোটর সাইকেলে থাকা অপর ব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন। নিহত আসাদুর রহমান (৩৭) শার্শার গোগা ইউনিয়নের গোগা পূর্বপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।



মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা থানাধীন গদখালি কালীবাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।


নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে বলেন, দুইজন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে যশোর থেকে বাগআঁচড়ায় ফেরার পথে গদখালি কালিবাড়ি এলাকায় পৌছালে যশোরগামী অজ্ঞাত একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। 


এতে ঘটনাস্থলে আসাদুর নামে এক ব্যক্তি মারা যায় এবং নিহতের সাথে থাকা অপর ব্যক্তি আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।


আমরা খবর পেয়ে তৎক্ষনিক ঝিকরগাছা ও যশোর চাঁচড়া মোড় বন্ধ করে অভিযান চালিয়েও অজ্ঞাত ট্রাকের সন্ধান মেলেনি। তবে ঘাতক ট্রাকটিকে আটক করতে পুলিশি অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হবে বলে তিনি জানান।

 সোনারগাঁও টিভি24,

ইকরামুল ইসলাম বেনাপোল  প্রতিনিধি : 

সারা দেশের ন্যায় যশোরের শার্শায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের আয়োজন করে উপজেলা প্রশাসন।



বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের আয়োজনে  মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় শার্শা উপজেলা চত্বর থেকে এই ম্যারাথন দৌড় শুরু করা হয়। 

এসময় ম্যারাথন দৌড়ে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে তিন কিলোমিটার ম্যারাথনে অংশ গ্রহন করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।       

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোনারগাঁও টিভি24,

সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সর্বস্তরের নেতা কর্মীদের উদ্যোগে  ও জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদ কার্যালয় উদ্বোধন ও মৃত্যু উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক  জাহিদ হাসান বাবুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ।


আজ ১৫ মার্চ সোমবার বিকেলে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে ৩ নং ওয়ার্ডে, জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদ  উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। 


পিরোজপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ফয়সাল ভূইয়া মামুনের সভাপতিত্বে, প্রায়াত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু সহ সকল মৃত ব্যক্তিদের  রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়,


উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

বিশেষ অতিথি ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ডা. আতিক উল্লাহ,ইউপি সদস্য মজিবুর ভূইয়া,হাজী আলম চান, আবু হানিফ, মাসুম বিল্লাহ, শাহাবুদ্দিন প্রদান, 

 আওয়ামীলীগ নেতা তাইজুল ইসলাম মোল্লা, সাবেক ইউপি সদস্য আলী আকবর ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ।

আরো উপস্থিত ছিলেন, আল আমিন ভূইয়া, রাসেল ভূইয়া, রাজু ভূইয়া, ইকবাল ভূইয়া,ইঞ্জিনিয়ার সবুজ ভূঁইয়া, সাগর ভূইয়া, রেজাউল, বাবুল সরদার, জাহাঙ্গীর সিকদার 

,সুমন ভূইয়া,সহ প্রমুখ। 


সোনারগাঁও টিভি24,

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার  পিরোজপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় কার্যালয় উদ্ধোধন করা হয়েছে।



উক্ত অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী খোরশেদ ফরাজীর নেতৃত্বে প্রায় ৫০০ শত নেতা কর্মী  নিয়ে ব্যাপক শোডাউন এর মধ্য দিয়ে ওয়ার্ড পার্টি অফিসে এসে জড়ো হন। এদিকে সরেজমিনে ঘুরে দেখা যায় পার্টি অফিসের  উদ্বোধনকে কেন্দ্র করে মঙ্গলের গাও  বটতলা বাজারের আশেপাশের এলাকায় ছেয়ে গেছে ফেস্টুন ব্যানার, এবং গেট খোরশেদ ফরাজীর নেতৃত্বে মোগরাপাড়া ব্রিজ এর ডাল হতে মঙ্গলেগাঁও বটতলা বাজার পর্যন্ত শোভা পাচ্ছে বিভিন্ন ফেস্টুন ব্যানার গেট।


এ প্রসঙ্গ খোরশেদ ফরাজী জানান, 

সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান


ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ভাইয়ের আগমনে আমাদের পিরোজপুর ইউনিয়নের ১,২ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের মাঝে আনন্দের তাই আমরা বিভিন্ন নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে এ অনুষ্ঠানকে সফল করার জন্য আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি।


সোনারগাঁও টিভি24,

মুজিব শতবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার  পিরোজপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয় উদ্ধোধন করা হয়েছে।


সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম কার্যালয় উদ্ধোধন করেন।



সোমবার (১৫'ই মার্চ) বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলের গাঁও বটতলা বাজারে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের এই কার্যালয়টি উদ্ধোধন করা হয়।

পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ ফিরোজ্জামান মোল্লার সভাপতিত্বে কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ডাঃ মোঃ আতিকুল্লাহ্।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব তাইজুল ইসলাম, আলী আকবর মেম্বার, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, 

উপজেলা যুবলীগ নেতা আরিফ হোসেন। সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ।


উক্ত অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন,

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আওয়ামী লীগ করি আমি। আওয়ামী লীগের কর্মী হিসেবে আছি। আমরা সোনারগাঁও আওয়ামী লীগে কোনো গ্রুপিং চাই না। পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ সব নেতা-কর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমরা রাজপথের প্রশিক্ষিত সৈনিক,ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো। যারা সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি নিয়ে কথা বলেন,মহামারী করোনা কালীন সময়ে তারা কোথায় ছিলেন ? মিছিল মিটিংয়ে আমরাই হাজার হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করি। আমরা কোনো ব্যক্তির রাজনীতি করিনা জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করি।


এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন, এম এ সালাম ভূঁইয়া, মোঃ জিয়াউল হক, মোঃ তাইজউদ্দিন, মোঃ আবুল হোসেন, মোঃ সোহেল সিকদার, মোঃ স্বপন আহমেদ, মোঃ আলাউদ্দিন মুন্সী, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ আয়ুব আলী, মোঃ কবির হোসেন, মোঃ শহিদুল্লাহ সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


 সোনারগাঁও টিভি24,

ইকরামুল ইসলা বেনাপোল প্রতিনিধি  : যশোরের শার্শা উপজেলায় ৭তম শ্রেণিতে পড়ুয়া সেই স্কুলছাত্রী ৭ দিন পর উদ্ধার হয়েছে। এসময় অপহরণের সাথে যুক্ত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে।



বৃহস্পতিবার দুপুরে শার্শা থানায় প্রেস ব্রিফিং এর সাংবাদিকদের এতথ্য জানান ওসি বদরুল আলম খান। 


তিনি বলেন, বুধবার রাতে যশোর আদালত চত্ত্বর এলাকা থেকে শার্শা থানার পুলিশ ও পিবিআই যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। অপহরণের সাথে যুক্ত থাকার অভিযোগে আকবার আলী (৪০) ও তার স্ত্রী রুমা খাতুনকে (৩২) আটক করা হয়েছে। আটক আকবর ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের বজলুর রহমানের ছেলে।

 

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা গ্রাম থেকে বাগআঁচড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৩ বছর বয়সী ছাত্রীটির অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়।


এব্যাপারে শার্শা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার ওই স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং অপহরণের সাথে যুক্ত দম্পতিকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি বদরুল আলম।



ওই স্কুলছাত্রীর বাবা রবিন দাস জানান, প্রায় দুই মাস আগে তাদের গ্রামে আসেন ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের আকবর হোসেন ও তার স্ত্রী রুমা খাতুন। তারা তাদের বোনজামাই ওজিহার রহমানের বাড়িতে আশ্রয় নেন।


“ওজিহার আমাদের বাড়ির পাশেই বসবাস করেন। সেই সুবাদে আমাদের বাড়িতে আকবর-রুমা দম্পতির যাতায়াত ছিল।”


বৃহস্পতিবার আমি ও আমার স্ত্রী প্রতিদিনের ন্যায় বাইরে কাজে যাওয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে আকবর-রুমা দম্পতি কৌশলে মেয়েকে ভুল বুঝিয়ে অপহরণ করে পালিয়ে যান। #

সোনারগাঁও টিভি24


ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানাধীন বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে পায়ের ব্যান্ডেজের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি প্রাইভেটকার সহ মাদক ব্যবসায়ী জামাল হোসেন এবং  আজিজুল ইসলাম নামে এক ড্রাইভারকে আটক করেছে পুলিশ।



বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাগআঁচড়া সাতমাইল গরু হাটের সামনে ছদ্মবেশ ধারী মাদক ব্যবসায়ী জামাল কে আটক করে। 

এসময় তাকে জিঙ্গাসা করলে সে শিকার করে তার পায়ের ব্যান্ডেজের ভিতর ৪৮ বোতল ফেনসিডিল আছে। আটক জামাল হোসেন মুন্সিগঞ্জ জেলার পয়সা গ্রামের ছামাদ দেওয়ানের ছেলে এবং আটক প্রাইভেট কারের ড্রাইভার আজিজুল শার্শার কাজিরবেড় গ্রামের মৃত: আব্দুর সাত্তারের ছেলে।


নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান বলেন, আটক জামাল হোসেনের ডান পায়ে ব্যান্ডেজ করা ছিল। প্রথমে মনে হয়েছিল সে পঙ্গু। বিষয়টা সন্দেহ হলে তাকে জিঙ্গাসা করলে সে শিকার করে তার পায়ের ব্যান্ডেজের ভিতর লুকানো আছে ভারতীয় ফেনসিডিল। পরে তাকে এবং প্রাইভেটকারের ড্রাইভারকে আটক করা হয়। আটক জামাল হোসেনের নামে ঝিকরগাছা থানায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে। সে গোপনীয়তা রক্ষা করে দেশের বিভিন্ন জায়গায় এভাবে মাদক বহন করে নিয়ে যায়। অপরদিকে আরো পৃথক দুটি অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে শার্শা থানা পুলিশ।

আসামিদ্বয়কে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁও টিভি24,

সোনারগাঁও উপজেলায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম  ও বাড়ি ঘর লুটপাট  ভাংচুর করেছে স্থানীয়  সন্ত্রাসীরা। গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি)   সন্ধা ৭টার দিকে উপজেলার বৈদ্যের বাজার এলাকায়  আবুল  ডাক্তারের ঔষধের  দোকানের সামনে প্রকাশ্যে  ব্যাবসায়ী

 মো. হামিদুলের উপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায়  হামিদুলের পরিবারের  পক্ষে  সোনারগাঁও  থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সন্ত্রাসী হামলায়  আহত ব্যাবসায়ী উপজেলার  বৈদ্যেরবাজার ইউনিয়নের রামগঞ্জ এলাকার    মৃত, 


আমিনউদ্দীন মেম্বারে ছেলে, হামিদুল (৩৮)  জাতীয়  শিশু  কিশোর  শেখ রাশেল পরিষদের নারায়ণগঞ্জ   জেলার যুগ্ন সাধারণ  সম্পাদক।  


স্থানীয় প্রত্যক্ষদর্শী  ও লিখিত অভিযোগ সূত্রে জানাযায়,  গত মঙ্গলবার সন্ধ্যার  দিকে ব্যাবসয়ী হামিদুল বাসার থেকে বের হয়ে ঔষধের জন্য আবুল ডাক্তারে ফ্যার্মেসীর সামনে পৌঁছা মাত্র পূর্বশত্রুতার যের ধরে  একই এলাকার  মৃত চান মিয়ার ছেলে  জাহাঙ্গীরে    নেতৃত্বে মো, মনির, মো, জাহিদুল, মো, জোবায়ের, শাহিনুর বেগম,মী, মো, মাসুম, মো,   আলাল অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা  হামিদুলকে হত্যার  উদ্দেশ্যে ধারালো অস্ত্র  দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে  জখম  করে। 


এক পর্যায়ে সন্ত্রাসীরা  ধারালো অস্ত্র দিয়ে হামিদুকে  শরীরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে  সোনারগাঁও স্বাস্থ্য কেন্দ্র   ভর্তি করে। হামিদুলের  অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা   মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উক্ত  ঘটনার জের ধরে  একইদিন রাতে ১০টার দিকে উল্লেখিত সন্ত্রাসীর হামিদুলের  বাড়ি ভাংচুর করে  লুটপাট করে ৪ ভরি স্বর্ণ অলংকার  ৩লক্ষ ত্রিশ  হাজার টাকা নিয়ে যায়।  


 

সোনারগাঁও  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, রফিকুল ইসলাম  জানান, এ ঘটনায় একটিলিখিত অভিযোগ গ্রহণ  করা হয়েছে। তদন্তেরমাধ্যমে  আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

 নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে 

“বাংলাদেশের আলো”পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার (১০ মার্চ) বিকেল ৪ টার দিকে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে, আল আমিন তুষার ও সামির সরকার এর সঞ্চালনায় ও নাসিরউদ্দিনের সভাপতিত্বে “বাংলাদেশের আলো”পত্রিকার আয়োজনের আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ।


এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর  ইউপি চেয়ারম্যান ,ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, 

 

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হা-মীম শিকদার শিপলু,

তবিদুর খন্দকার ওসি তদন্ত সোনারগাঁ থানা, সোনারগাঁ প্রেসক্লাবের সভাপতি অসিক কুমার,

বাংলাদেশের আলো নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শেখ এনামূল হক বিদ্যুৎ, দৈনিক ভোরের দর্পণ সোনারগাঁও প্রতিনিধি শওকত ওসমান রিপন সরকার,দেশ রুপান্তর উপজেলা প্রতিনিধি রবিউল হোসেন,মাহাবুব সুমন,

রুপালি বাংলাদেশ এর উপজেলা প্রতিনিধি সামির সরকার সবুজ, রিপন,রাকিব,মাজারুল ইসলাম, অনিক,মনির, শাহিন,

 প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন-“বাংলাদেশের আলো”উপজেলা প্রতিনিধি নাসির উদ্দীন ।

 

সোনারগাঁও টিভি24


ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা সীমান্ত থেকে পৃথক অভিযানে ৪০ বোতল ফেনসিডিল, ৪৭০ গ্রাম গাঁজা ও জুয়া খেলার সময় ১৫৮০ টাকা সহ ১১ জন আসামিকে আটক করেছে পুলিশ। 



বুধবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করে শার্শা থানা পুলিশ। 


আটককৃতরা হলো, ১. ডাবলু হোসেন (৪০), পিতা- মৃত আব্দুল করিম স্থায়ী : গ্রাম- দাউদখালী (খালদ্ধার পাড়া) , থানা- শার্শা। 

২. রফিক হাসান (২১), পিতা- রমজান আলী স্থায়ী : গ্রাম- বড় হারিপুর (সাং-বড়হরিপুর মন্ডলপাড়া) , থানা- পার্বতীপুর, দিনাজপুর, বর্তমান : গ্রাম- খাজুরা (রুপালী অটো রাইস মিল), থানা- শার্শা। ৩. রাশেদুল ওরফে রাসেল (২৯), পিতা- মৃত ওলিয়ার রহমান, স্থায়ী : গ্রাম- বাঘারপাড়া (মোল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন) , থানা- বাঘারপাড়া, যশোর, বর্তমান : গ্রাম- ভবেরবেড় (ছোট আঁচড়া মোকছেদ এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- বেনাপোল পোর্ট থানা। ৪. মামুন ফকির (২৪), পিতা- ছায়েদ ফকির, স্থায়ী : গ্রাম- গড়খালী (পশ্চিমপাড়া, ওয়ার্ড নং-০১), থানা- দাকোপ, খুলনা, বর্তমান : গ্রাম- ভবেরবেড় (ছোট আচড়া মোকছেদ এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- বেনাপোল পোর্ট থানা। 

৫. জিয়াউর রহমান (৪০), পিতা- মৃত সিদ্দিক আলী, স্থায়ী : গ্রাম- কৃষ্ণপুর, উপজেলা/থানা- শার্শা। ৬. সাহেব আলী (২১), পিতা- মোঃ হাবিবুর রহমান স্থায়ী : গ্রাম- কৃষ্ণপুর, উপজেলা/থানা- শার্শা। ৭. মুন্তাজুল (৩০), পিতা- আব্দুল সাত্তার স্থায়ী : গ্রাম- কৃষ্ণপুর, উপজেলা/থানা- শার্শা। ৮. মমিন (৪৫), পিতা- মৃত মজিবুল হক স্থায়ী : গ্রাম- কৃষ্ণপুর, উপজেলা/থানা- শার্শা। ৯. জাকির হোসেন (৩০), পিতা- মৃত গোলাম সরোয়ার স্থায়ী : গ্রাম- লক্ষণপুর, উপজেলা/থানা- শার্শা। ১০. নাসিম উদ্দিন (২৫), পিতা- মৃত কোরবান আলী স্থায়ী : গ্রাম- লক্ষণপুর, উপজেলা/থানা- শার্শা। ১১. রনি হোসেন (৩৩), পিতা-ফাজুল ইসলাম, সাং-রামভদ্রপুর, থানা-কলারোয়া, সাতক্ষীরা।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার ও মাদক বেচাকেনার সময় ৪০ বোতল ফেনসিডিল, ৪৭০ গ্রাম গাঁজা এবং ১৫৮০ টাকা সহ তাদের আটক করা হয়। 



শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এবং জুয়া আইনে মামলা রুজু হয়েছে।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget