June 2021

 সোনারগাঁও টিভি,

 নারায়ণগঞ্জ সোনারগাঁও পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে সোনারগাঁও পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষনা করা হয়। এ অর্থ বছরের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬২ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ০৪ লাখ ২২ হাজার টাকা। বাজেটে উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫৬ কোটি ৮৮ লাখ টাকা।


সোনারগাঁওঁ পৌরসভা কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজেট পেশ করেন সোনারগাঁও পৌরসভার মেয়র ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলহাজ্ব সাদেকুর রহমান ভূঁইয়া। এসময় মেয়রের পক্ষে বাজেট পাঠ করেন পৌরসভার সচিব মো. শামসুল আলম। ঘোষিত বাজেটে উন্নয়ন খাতেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র সাদেকুর রহমান। বাজেটে আয়ের বড় অংশের যোগান আসবে সরকারের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে। রাজস্ব খাত থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। তবে এ বছর পৌর কর বাড়ানো হয়নি।

 সোনারগাঁও টিভি,

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল সহ মোঃ  মনিরুল ইসলাম(২৫) কে নামে একজনকে আটক করেছে পুলিশ। 


শুক্রবার  (২৫জুন)দুপুর ২টার সময় অভিযান চালিয়ে মোঃ মনিরুল ইসলামকে  আটক করে গোড়পাড়া ফাঁড়ির পুলিশ।


আটক মনিরুল ইসলাম যশোরের কোতয়ালী থানার বৌলপুর গ্রামের আব্দুল হক খোকনের ছেলে। 


পুলিশ জানায়,গোপন খবর আসে এক জন মাদক ব্যবসায়ী  মাদকের  একটি চালান নিয়ে শার্শার লক্ষ্মণপুর  ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অবস্থান করছে ।এমন খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজাজ রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে  সেখানে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল সহ একজনকে আটক করে পরে মোটরসাইকেলে তল্লাশি করে  ১ কেজি গাঁজা উদ্ধার   করে। 


শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

সোনারগাঁও টিভি,

সাম্প্রতিক সময়ে সারা দেশে করোনা মহামারী, কোভিড-১৯ সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।



এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আগামীকাল শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

স্বাস্থ্য বিভাগের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার শুক্রবার (২৫ জুন) রাতে এ তথ্য গণমাধ্যমকে জানান।


এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।



সোনারগাঁও টিভি,

নারায়ণগঞ্জ জেলার  সোনারগাঁয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও পৌর মেয়র প্রার্থী ইইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইনের আয়োজনে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।


বুধবার সন্ধায় সোনারগাঁও পৌরসভার অভিজাত রেস্তোরা রাজধানী হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম জন্মদিনকে উপলক্ষ্য করে ছাত্ররা আনন্দন উৎসবে দিনটি উদযাপন করেন।

এতে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, সোনারগাঁ ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফিক, এডভোকেট রবিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান হোসাইন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ শাহ, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মাহমুদুল হাসান, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ নেতা ভিপি রাসেল, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ নেতা কৃষ্ণ, রিপু,তুহিন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হৃদয় সিকদার, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের ছাত্রনেতা নাঈম, তিতুমির কলেজ ছাত্রলীগ নেতা আকাশ,

সোনারগাঁ আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম আমিন, গাজী আরিফ, খলিল, সাজ্জাদ, সোনারগাঁ ড্রিমসের সাধারণ সম্পাদক তারেক প্রমুখ।


সোনারগাঁও টিভি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল ভূইয়া মামুন ও এডভোকেট মাসুমা সুলতানার এক মাত্র মেয়ে ফাইজার শুভ জন্মদিন, এ উপলক্ষে সোনারগাঁ সহ দেশবাসীর কাছে  দোয়া চেয়েছেন মামুন দম্পতি। 


সোনারগাঁও টিভি,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আওয়ামীলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ দলের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা বুধবার সকালে মোগরাপাড়া চৌরাস্তা উপজেলার দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তেলন করেন। পরে সকাল সকাল ১০ টায় সোনারগাঁ উপজেলা চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির  আহবায়ক এডঃ সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ন আহবায়ক  সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমসহ  আহবায়ক কমিটির সকল সদস্য বৃন্দ৷


উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, মহামারি করোনার কারণে দেশের করোনা সংক্রমণ কমিয়ে আনার লক্ষ্যে আমারা দলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক গতবারের মতো এবারও সীমিত পরিসরে দলের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি।

 সোনারগাঁও টিভি,

বিশেষ প্রতিনিধিঃ পৃথিবীর বিখ্যাত হ্যামিলিনের বাঁশিওয়ালার গল্প কে না জানে? তার বাঁশির সুরে গর্ত থেকে বের হয়ে এসেছিল শহরের সব ইঁদুর। প্রায় ৭০০ বছরের বেশি আগে জার্মানির ছোট্ট শহর হ্যামিলিনে ঘটেছিল বিখ্যাত এ ঘটনাটি। গল্পটি লিখেছেন ইয়াকপ গিম ও ভিলহেল্ম গিম ভ্রাতৃদ্বয়। যারা জার্মান পৌরাণিক কাহিনি ও লোককাহিনি সংগহ ও প্রকাশ করতেন। যদিও অনেকের মতে, জার্মানির উত্তর-পূর্বে স্লাভ-অধ্যুষিত অধিবাসীদের ভয়ংকর প্লেগ রোগের কারণে দেশান্তরি হওয়ার বিষয়টিকে বাঁশিওয়ালার প্রতীকী রূপ হিসেবে মনে করা হয়, তবু ঘটনাটি বিশ্ব ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে।


কিন্তু যশোরের অজপাড়াগাঁয়ে বাঁশির সুরে ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়ে এসে বাঁশিওয়ালার গায়ে বসার দৃশ্যটি নিয়ে কোনো সন্দেহ নেই কারও। মৌমাছির ভিড়ে একসময় দেখা যায় না তার শরীর। এমন অভূতপূর্ব দৃশ্য দেখতে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন মাহাতাব মোড়লের বাড়িতে। তার এমন দৃশ্য রীতিমতো অবাক করেছে স্থানীয়দের। নাম মাহাতাব মোড়ল হলেও সবাই চেনে ‘মৌমাছি মাহাতাব’ নামে। যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের মোমিনপুর গামে তার বাড়ি।

তার বাবার নাম মৃত কালাচাঁদ মোড়ল। ছোটবেলা থেকেই মৌচাক থেকে মধু আহরণ করতে শুরু করেন মাহাতাব। ওই সময় বালতিতে শব্দ করে চাক থেকে মৌমাছি দূরে সরিয়ে দেওয়ার কৌশলও রপ্ত করেন তিনি। এরপর টিনের থালায় শব্দ শুনে মৌমাছি চাক ছেড়ে তার কাছে আসতে শুরু করে। কাছে আসার এমন দৃশ্য থেকে মধু সংগহকারী এ পতঙ্গের প্রতি তার ভালোবাসা জন্মায়। সুন্দরবনসহ সাতক্ষীরা, খুলনা ও যশোর অঞ্চলে মৌচাক থেকে মধু সংগহ করেন তিনি।

আর এই মধু সংগহ করেই তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার চলে। স্থানীয় বাসিন্দারা জানান, মাহাতাব ছোটবেলা থেকে মধু সংগহ করেন। তবে কীভাবে মৌমাছিকে পোষ মানালেন, সেটা সত্যিই অবাক করার বিষয়। মৌমাছির হুল বসানোর ভয়ে মানুষ ভয়ে পালায়। সেখানে তার বাঁশির সুরে শুনে উড়ে চলে আসে মৌমাছি। বিষয়টি অবাক করার মতো।

মাহাতাব মোড়ল জানান, তার বাড়ি ছিল সুন্দরবন-সংলগ্ন কয়রা উপজেলায়। সুন্দরবনসহ সাতক্ষীরা, খুলনা ও যশোর অঞ্চলে তিনি ছোটবেলা থেকে বাবার সঙ্গে মৌচাক থেকে মধু সংগহ করেন। মধুর মৌচাক থেকে মধু সংগহ করতে গিয়ে মৌমাছির প্রতি তার ভালোবাসা জন্মায়। বাড়ির পাশেই একটি মৌমাছির মৌচাক রয়েছে। বাঁশি বাজালে সুর শুনে হাজারো মৌমাছি এসে বসে।

মৌমাছি বসতে বসতে শরীর তার মৌচাকের আকার ধারণ করে। কৌশলগত ওই সুর শুনে এখন হাজারও মৌমাছি তার শরীরে জড়ো হয়। বাঁশি বাজানো বন্ধ করলে মৌমাছি চলে যায়। মৌমাছি শরীরে কামড় দেয় কি না, জানতে চাইলে মাহাতাব বলেন, এর জন্য শরীরকে আগে থেকেই প্রস্তুত করতে হয়। তাদের আঘাত না করলে একটি মৌমাছিও শরীরে হুল বসায় না।

মাহাতাবের মতে, মৌমাছি হিংস্রতা দেখালেও তার কাছে মৌমাছির হিংস্র আচরণ কখনোই চোখে পড়েনি। ভালোবাসায় সব হিংস্রতা জয় করা সম্ভব বলে মনে করেন তিনি। তিনি জানান, এক বছর ধরে মৌমাছির সঙ্গে কৌশলগত সখ্য থাকলেও মৌমাছির সঙ্গে গভীর প্রেম সেই ছোটবেলা থেকেই। এটি কেবল মৌমাছির প্রতি ভালোবাসা থেকেই করা সম্ভব হয়েছে।

এতে কোনো অসৎ উপায় ও তন্ত্র-মন্ত্র নেই। বাড়িতে বাঁশি বাজিয়ে পাঁচ মিনিটেই তিনি শরীরে হাজারো মৌমাছি জড়ো করতে পারেন। কাজটি ঝুঁকিপূর্ণ হলেও অভ্যাস হয়ে যাওয়ায় কোনো ভয় লাগে না বলে জানান তিনি। পোকের (মৌমাছি) সঙ্গে বন্ধুত্ব করার দৃঢ় ইচ্ছা থেকেই মাহাতাব মৌমাছিকে কাছে আনতে সক্ষম হয়েছেন। আর প্রথম দিকে খারাপ লাগলেও বিভিন্ন জায়গা থেকে মানুষ এ কাজ দেখতে আসায় এখন খুশি মাহাতাবের স্ত্রী ফুলজান বেগম। প্রথমে তার এই কাজ আমি পাগলামি মনে করে অনেক বকাঝকা করতাম। নিজের মধ্যে খুব ভয় করত। জানি না কখন কী হয়ে যায়।

মৌমাছিরা কামড় দিলে তো মারাও যেতে পারে, এই ভয়ে। তিনি এখন অসম্ভব জিনিস সম্ভব করেছে। লোকজন এখন তার এই দৃশ্য দেখতে বাড়িতে ভিড় করে সকাল-সন্ধ্যা। আমার খুব ভালো লাগছে। ফুলজান বেগম পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে মাহাতাবের এই দৃশ্য দেখতে আসা তোফাজ্জেল হোসেন মানিক বলেন, আমি শুনেছি মাহতাব নাকি বাঁশি বাজিয়ে মৌমাছি নিয়ে আসেন। তাই দেখতে এসেছি। এত দিন শুনেছি হ্যামিলনের বাঁশিওয়ালার গল্প, আজ নিজ চোখে দেখলাম মৌমাছির বাঁশিওয়ালা।

এখন দেখার পরে বিশ্বাস করছি এই বাঁশিওয়ালার গল্প। এখানে এসে বুঝলাম মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। প্রতিবেশী সালাম হোসেন জানান, মাহাতাব দীর্ঘদিন ধরে মধু সংগহ করে আসছেন। মধু সংগহের ফলে মৌমাছি সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। ফলে এই মৌমাছির সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি করতে পেরেছেন তিনি। বাঁশি বাজিয়ে ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়িয়ে তার শরীরে নিয়ে আসেন। সরাসরি এই দৃশ্য না দেখলে বিশ্বাস করতে পারবে না কেউ। স্থানীয় স্কুলশিক্ষক মোশাররফ হোসেন জানান, মাহাতাব যখন বাঁশির সুর তোলে, তখন সারা শরীরে মৌমাছি উড়ে এসে মাহাতাবের শরীরে জড়ো হয়।

দৃশ্যটি দেখে হতবাক হয়েছি। তবে মাহাতাবের এই কাজের মধ্যে কোনো কৌশল বা লুকোচুরি আছে কি না, বলতে পারব না। কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রভাষক জুলমত আলী বলেন, দীর্ঘদিন ধরে মাহাতাব মধু সংগহ করে বেড়ান। কৌশল আয়ত্ত করে তিনি বাঁশির সুরে মৌমাছি তার শরীরে আনেন শুনেছি। বিভিন্ন স্থান থেকে মানুষ তার বাড়িতে আসছে এ দৃশ্য দেখতে। তবে আমি কখনো সরাসরি দেখিনি।

যশোর সরকারি মহিলা কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নার্গিস শিরীন বলেন, মৌমাছিদের মধ্যে নিজস্ব ভাষা আছে। তারা ওই ভাষাতেই একে ওপরের সঙ্গে কথা বলে। তবে বাঁশির সুরে মৌমাছি আকৃষ্ট হয়, এটা আমার জানা নেই। আমি বইপুস্তকেও এটা পাইনি। বাঁশির সুরে মৌমাছি আকৃষ্ট হয়ে মানুষের গায়ে উড়ে এসে বসে, এটার সুযোগ নেই। তবে মৌমাছিরা তো মধুর ওপর আকৃষ্ট হয়, তাই কেউ যদি তার শরীরে মধু, হরমোনযুক্ত সুগন্ধি স্প্রে করে, তখন উড়ে এসে মৌমাছিরা বসতে পারে বলে জানান তিনি।

সোনারগাঁও টিভি,


গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও স্বার্থক হোক কামানা করেন  সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য   ও সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ফেন্সী   ।


বাংলাদেশ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা, সে ঐতিহ্যবাহী আওয়ামী লীগ আজ বাংলাদেশ কে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ প্রথমবারের মত সরকার গঠন করে। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালে দেশে ফিরে দলটির হাল ধরেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি জাতির হারানো গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের এক নবতর সংগ্রামের পথে যাত্রা শুরু করে আওয়ামী লীগ। ২১ বছর পর ১৯৯৬ সালে ফের ক্ষমতায় আসে দলটি। আর ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে জয়যাত্রা শুরু করেছে, পরবর্তী দুই নির্বাচনেও তা সফলভাবে ধরে রেখেছে দলটি। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো দল হিসেবে টানা তিন মেয়াদে সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ।

সোনারগাঁও টিভি,

 বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ। বাঙালি জাতির মুক্তিসংগ্রাম ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে এই দল। আওয়ামী লীগের হাত ধরেই রচিত হয়েছে পাকিস্তানি শোষকদের বিরুদ্ধের প্রতিটি আন্দোলন সংগ্রাম। ১৯৪৯ সালের ২৩ জুন দল প্রতিষ্ঠার পর থেকে, টানা ৭২ বছর ধরে বাংলাদেশের রাজনীতির অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইতিহাস সংগ্রাম, সৃষ্টি, অর্জন ও উন্নয়নের ইতিহাস। ২০২১ সালের ২৩ জুন, 


দলটির ৭২ তম প্রতিষ্ঠাবার্ষির্কী ও ৭৩তম জন্মদিন। এই দীর্ঘ সময়ে নানা উত্থান-পতন, সংঘাত ও সম্মিলনের মধ্য দিয়ে দলটি বর্তমান পর্যায়ে পৌঁছেছে। এই দল প্রতিষ্ঠার সময় তরুণ শেখ মুজিবুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পান। প্রতিষ্ঠাকালীন নেতা হিসেবে, শুরু থেকেই দেশজুড়ে নেতাকর্মীদের আস্থার প্রতীকে পরিণত হন তিনি, রাজনৈতিক দূরদর্শিতার বলে বাংলাদেশ আওয়ামী লীগের একচ্ছত্র কাণ্ডারী হয়ে ওঠেন দ্রুততম সময়ে। পরবর্তীতে দলের সাধারণ সম্পাদক অসুস্থ হয়ে গেলে বঙ্গবন্ধুই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন শুরু করেন। সেই ভার থেকে আর কখনোই মুক্ত হতে পারেননি। আমৃত্যু দেশসেবার কাজে ব্রত ছিলেন তিনি। স্বাধীন বাংলাদেশে যেমন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের হাতে তৈরি, তেমনি আজকের ডিজিটাল বাংলাদেশও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অদম্য নেতৃত্বের কারণেই আমরা পেয়েছি।

বঙ্গবন্ধু যে দলের ভিত্তি দিয়েছেন, সেই দলকে এখনো বহন করে চলেছেন জননেত্রী শেখ হাসিনা। একাধিকবার ঘাতকের বুলেট-বোমার সামনে নিজের জীবনকে বিপন্ন করতে হয়েছে, তবুও দলের রক্ষাকবচ হয়ে থেকেছেন তিনি। একারণেই বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আবেগের নাম। এই দলের সব সদস্য মিলে একটি পরিবার। এ পরিবারই বাংলাদেশের বৃহত্তর পরিবার। দলটির প্রতিষ্ঠাতা নেতা-কর্মীদের মধ্যে আজ অনেকেই জীবিত নেই। কিন্তু আওয়ামী লীগ আছে এবং শুধু তাই নয়, এখনো দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ৫০ বছরের বাংলাদেশের সাড়ে ২৩ বছর দেশশাসন করার সুযোগ পেয়েছে দলটি। এই সাড়ে ২৩ বছর আওয়ামী আমলের মধ্যে, ২০ বছরের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ ও বাংলাদেশের জন্মকথা

১৯৪৭ সালে দেশভাগ হয়। এরপরেই বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত হনে পাকিস্তানিরা। কিন্তু তাদের অপচেষ্টা রুখে দিতে শুরু থেকেই মাঠে নামেন তরুণ নেতা শেখ মুজিবুর রহমান। দেশভাগের আগে, প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পুরো ভারতবর্ষ চষে বেড়িয়েছেন তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকায় ছাত্রলীগ নামের একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি। এরপরের বছরেই গঠিত হয় আওয়ামী লীগ। ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার দায়ে সেসময় তাকে জেলে বন্দি করে রেখেছিল পাকিস্তানি জান্তারা। আওয়ামী লীগ গঠনের ব্যাপারে দলের সিনিয়র নেতারা তার মতামত নেওয়ার জন্য জেলেও বার্তাবাহক পাঠান। তিনি নিজে সরাসরি ছাত্র সংগঠন না করে, মূল দরে থাকার ব্যাপারে মত দেন। এরপর ১৯৪৯ সালের ২৩শে জুন বিকালে ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় নতুন একটি রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে করা হয় সাধারণ সম্পাদক। যুগ্ম সাধারণ সম্পাদক হন শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে এই দলের নাম পরিবর্তন হয়ে হয় বাংলাদেশ আওয়ামী লীগ।

১৯৫৩ সালের ৯ জুলাই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে শেখ মুজিবুর রহমান দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হিসেবে তৎকালীন পূর্ব বাংলার সমস্ত জেলায় দলের কমিটি গঠন করায় তৎপর হন এবং ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করে আওয়ামী লীগকে জনগণের কাছে জনপ্রিয় করে তোলেন।

কিন্তু ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভের পরও বঙ্গবন্ধুকে কারাগারে যেতে হয়। সে সময়ে, ৩০ মে ১৯৫৪ থেকে ২৩ ডিসেম্বর ১৯৫৪ পর্যন্ত বঙ্গবন্ধু ২০৬ দিন কারাভোগ করেন। ১৯৫৫ সালের ২১ অক্টোবর, আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে দলের সাধারণ সম্পাদক হিসেবে শেখ মুজিব দলের নাম থেকে ‘মুসলিম' শব্দটি প্রত্যাহারের প্রস্তাব পেশ করলে, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনৈতিক দলে পরিণত হয়। কাউন্সিল অধিবেশনে তিনি পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৫৭ সালের ৭ ও ৮ ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ কাউন্সিল অনুষ্ঠিত হয় কাগমারিতে এবং একইসঙ্গে অনুষ্ঠিত হয় এক বিশাল সাংস্কৃতিক সম্মেলন। একই বছর ৩০ মে দলে সিদ্ধান্ত গৃহীত হয় যে, একই ব্যক্তি একসঙ্গে সরকার ও সংগঠনের দুটো পদে থাকতে পারবেন না। শেখ মুজিব দলকে অধিক গুরুত্ব দিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক আইন জারির পর, বঙ্গবন্ধু ১১ অক্টোবর গ্রেফতার হন। এ সময়ে টানা ১ হাজার ১৫৩ দিন তাকে কারাগারে কাটাতে হয়, ৮ ডিসেম্বর ১৯৬১ পর্যন্ত। সামরিক জান্তাদের কারণে দেশে মূলত রাজনীতি নিষিদ্ধ হয়ে পড়ে। ১৯৬৪ সালের ২৫ জানুয়ারি নিজ বাসভবনে অনুষ্ঠিত এক সভায় আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেন বঙ্গবন্ধু। ওই সভায় দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটের মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায় সম্বলিত প্রস্তাব গৃহীত হয়। সভায় মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ ও শেখ মুজিবুর রহমান যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ছয় দফা উপস্থাপনের বছর, ১৯৬৬ সালের ১৮ মার্চ শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এরপর মাত্র পাঁচ বছরের মধ্যে, বঙ্গবন্ধুর গতিশীল নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। হাজার বছরের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করে বাঙালি জাতি।

সোনারগাঁও টিভি,

আজ ২২ জুন রোজ মঙ্গলবার সরকার ঘোষিত নারায়ণগঞ্জ জেলা সহ আরও ৭ জেলায় কঠোর লকডাউন ঘোষণা,


বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমন থেকে নারায়ণগঞ্জ জেলার  সোনারগাঁ উপজেলা বাসিকে সচেতনতা করার লক্ষ্যে দিনরাত ক্লান্তিহীন ভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আতিকুল ইসলাম।

জনসাধারণের জানের নিরাপত্তা বিধানে সরকার ঘোষিত প্রতিটি নির্দেশনা বাস্তবায়নে রাতদিন পথেঘাটে উপস্থিত থেকে মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ উপজেলা নির্বাহি কর্মকর্তা আতিকুল ইসলাম। 

আজ থেকে জারি করা সরকারের সর্বাত্বক লকডাউন বাস্তবায়নে বৃষ্টি মাথায় নিয়ে জননিরাপত্তার কথা ভেবে সোনারগাঁয়ের এক প্রান্ত থেকে ছুটে চলেছেন অন্য প্রান্তে।



সোনারগাঁও টিভি,

সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় মঙ্গলবার (২২ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জসহ সাত জেলার যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে সরকার।


সোমবার (২১ জুন) সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের এক বৈঠকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও মুন্সিগঞ্জের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এসব জেলার মানুষ ঢাকায় ঢুকতে পারবেন না। ঢাকার সঙ্গে মুভমেন্ট বন্ধ হলে এমনিতেই সারাদেশে কমে যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ জেলাগুলোর সার্বিক কার্যাবলি/চলাচল জনসাধারণের চলাচলসহ) আগামী ২২ জুন সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

এ সময়ে শুধু আইনশৃঙ্খলা এবং জরুরি পরিসেবা (যেমন- কৃষি উপকরণ সার, বীজ, কীটনাশক, কষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা দেওয়া, বিদ্যুৎ, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (নদীবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিগুলো, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার আওতা বর্হিভুত থাকবে।

এ বিষয়ে ব্যবস্থা নিতে সব সিনিয়র সচিব এবং সচিবদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেকোনো জেলা প্রশাসন মনে করলে সেখানে নিষেধাজ্ঞা দিতে পারবেন। আমরা একেক দিন একে বিভাগের সঙ্গে বসবো।

ঢাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা- এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঢাকা আমরা বন্ধ করিনি। ঢাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সন্ধ্যায় আমরা আবার বসবো। ভিডিও কনফাররেন্স করবো। দেখা যাক, আগে বসি, তারপর কি হয়। এখানে স্বাস্থ্য রিলেটেড সবাই থাকবেন।

তিনি জানান, বর্তমানে সাতক্ষীরা, বাগেরহাটের মংলা, যশোর পৌরসভা, অভয়নগর, শার্শা, ঝিকরগাছা, কুষ্টিয়া সদর, চুয়াডাঙ্গার দামুরহুদা, মেহেরপুরের পৌরসভার কয়েকটি ওয়ার্ড, মাগুরা পৌরসভা লকডাউন আছে। এছাড়া রাজশাহী সিটি করপোরেশন, নাটোর পৌরসভা ও সিংড়া, বগুড়া পৌরসভা, জয়পুরহাট পৌরসভা, কালাই ও পাঁচিবিবি লকডাউনের বিধিনিষেধের মধ্যে রয়েছে।


সোনারগাঁও টিভি,

 নারায়ণগঞ্জ সোনারগাঁও পৌরসভার একাংশে বৈধ গ্যাস সংযোগের দাবিতে মোগরাপাড়া চৌরাস্তা থেকে বারদী সড়কে পাইপ ফেলে অবরোধ করে বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। গতকাল সোমবার (২১ জুন) বিকেলে দৈলেররবাগ এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জোনাল অফিসের সামনে এ সড়ক অবরোধ করে।

এতে নারী পুরুষ অংশ নেন। এর আগে গত ১০ জুন সকালে বৈধ গ্যাস সংযোগ দেওয়ার দাবীতে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলামের মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি প্রদান করে পৌর এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচীতে বৈধ গ্রাহকরা ৭২ ঘন্টার আল্টেমেটাম দিয়ে আন্দোলনের হুমকি দেয়। আল্টিমেটাম ও আন্দোলনের তোয়াক্কা না করে বৈধ গ্রহকদের সংযোগ দেওয়া থেকে বিরত থাকে তিতাসগ্যাস কর্তৃপক্ষ।



ফলে দীর্ঘ ১০ দিন অপেক্ষার পর পৌরসভার কয়েক হাজার নারী পুরুষ একত্রিত হয়ে গ্যাস সংযোগ পাওয়ার দাবীতে সড়ক অবরোধ করে রাখে। সোনারগাঁও থানা পুলিশ ও উপজেলা প্রশাসন অবরোধকারীদের শান্ত করার চেষ্টা চালিযে যায়।


সড়ক অবরোধের সময় সোনারগাঁও পৌরসভার পৌরসভার মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা, পৌরসভার প্যানেল মেয়র আলী আঁকব, পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ,সহ সভাপতি অপু সারোয়ার, হারুন জয়,ফারুক আহম্মেদ, নজরুল ইসলাম, মিন্টু মিয়া,বদরুল ইসলাম বদুন,পৌরসভা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আবুল বাশার, গাজী টগর,গাজী আতাবুর,আসরাফ উদ্দিন সুমন,রঞ্জিত বর্মন,কাজল বর্মন প্রমূখ।

এই বিক্ষোভে আরো নাম না জানা অনেক কেই অংশ নেন। তারা নিজ নিজ দায়িত্বে বক্তব্য রাখেন বলেন যে এই বৈধ গ্যাস সংযোগ যদি কালকের মধ্যে না দেয়া হয়, তাহলে বিক্ষোভ আরো কঠোর হবে। সব বিক্ষোভকারীরা একটাই দাবি বৈধ গ্যাস সংযোগ পুনরায় দেয়া হোক না হলে আমাদের কর্মসূচি আরো কঠোর হবে বলে তারা অবরোধ চালিয়ে যান।

 সোনারগাঁও টিভি,

২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের, যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর। 


পক্ষ থেকে পিরোজপুর ইউনিয়নের আ'লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে অভিনন্দন জানিয়েছেন, মেঘনা ঘাট জনতা ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও তরুণ ছাত্রনেতা ইরফান আহমেদ ইমরান প্রধান,এক শুভেচ্ছাবার্তা ইমরান প্রধান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে সাংগঠনিকভাবে দুর্বার গতিতে এগিয়ে যাবে, তাতেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।  


সোনারগাঁও টিভি,

বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, আ'লীগের সংগঠনের অগণিত নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এক শুভেচ্ছা বাণীতে ইঞ্জিঃ মাসুম  বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠালগ্ন থেকে সুদীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতির ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার,ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বদানের সুমহান গৌরব অর্জন করেছে।



আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর এ দেশে যা কিছু বিশাল অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে।

বাণীতে চেয়ারম্যান মাসুম বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। তাহলে প্রকৃত অর্থে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা হবে।


সোনারগাঁও টিভি,


মোঃ শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  চিলারবাগ গ্রামে সজিব মিয়ার মুদির দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের তালা কেটে টেলিভিশন ও টাকা পয়সা হাতিয়ে নেয় চোর। এ ঘটনাশ নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে ৩ ঘন্টার মধ্যে গ্রেফতার হয় চোর ও উদ্ধার হয় চুরি হওয়া মাল।



সজিব মিয়া জানায়, শনিবার দিনগত ভোর রাতে তার মুদির দোকানের তালা কাটিয়া অজ্ঞাত নামা চোর ১টি ২২ ইঞ্চি টেলিভিশন চুরি হয়। যার মূল্য ১৪০০০ (চৌদ্দ হাজার) টাকা। এছাড়াও  টাকা পয়সা নিয়ে যায়।


এ ঘটনায় রবিবার সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করলে, পুলিশ দুপুরবেলাই চুরি যাওয়া টেলিভিশন উদ্ধার করে ও চোর শাকিবকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।


সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, মাননীয় পুলিশ সুপার নারায়ণগঞ্জ স্যারের নির্দেশনায় মামলা রুজুর ০৩ ঘন্টা ০৫ মিনিট সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং দুপুরের মধ্যেই চুরি যাওয়া টেলিভিশন উদ্ধার করে ও চোর শাকিবকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি।

সোনারগাঁও টিভি,

সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা ও আশেপাশের এলাকার, বৃষ্টির পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে রাস্তার সংস্কার কাজ শুরু।


১৭ জুন রোজ বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ব্যক্তিগত অর্থায়নে মঙ্গলেরগাঁও বটতলা বাজার থেকে দুধঘাটা,কান্দাপাড়া, ইসলামপুর,শান্তিনগর, পাচানি বাজার, চরগোয়ালদী মোড় পর্যন্ত,যে সকল রাস্তা বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে ছোট বড় গর্ত  ছিল, এবং জলাবদ্ধতার কারনে ভেঙে পড়েছিল, ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যানের,


নিজ অর্থায়নে ও নির্দেশনায় এবং সাধারণ মানুষের চলাচলের জন্য দ্রুতগতিতে রাস্তাটি সংস্কার কাজ শুরু করা হয়েছে, এ বিষয়ে সোনারগাঁও টিভিকে পিরোজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী। 

রাসেল ভূইয়া জানান,জনসাধারণের কথা চিন্তা করে আমাদের প্রানপ্রিয় নেতা, মানবিক চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নিজ অর্থায়নে ১,২,৩,নং ওয়ার্ডের জনগনের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে, উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন, সে জন্য আমরা অত্র এলাকাবাসির পক্ষ থেকে প্রিয় নেতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে মহান রাব্বুল আলামীনের দরবারে, ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক এম এ সালাম ভূইয়া, ও আঃলীগ নেতা আবুল হোসেন প্রমুখ। 


উল্লেখ্য যে গত ১৬ ই জুন এই রাস্তাটি সংস্কারের বিষয়ে সোনারগাঁও টিভিতে একটি নিউজ হয় তারই ধারাবাহিকতায় উক্ত রাস্তাটি সংস্কার কাজ অব্যাহত রয়েছে।  


 সোনারগাঁও টিভি,


যশোরের শার্শায় ভাই ভাই ফার্মেসি শুভ উদ্বোধন করা হয়েছে আজ বুধবার বিকাল পাঁচটার সময় শার্শা বাজার অবস্থিত এই নতুন ফার্মেসির  শুভ উদ্বোধন করা হয়



ভাই ভাই ফার্মেসির স্বত্বাধীকার তরিকুল ইসলাম ও সোহাগ হোসেনের পরিচালনায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা থানা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বাকি বিল্লাহ। এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন শার্শা থানা কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেন মনিরুজ্জামান জামান হোসেন রুহুল আমিন লিয়াকত হোসেন  হারুন-অর-রশিদ বিবিএস নিউজ টুয়েন্টিফোরের প্রধান সম্পাদক শহিদুল ইসলাম সম্পাদক সেলিম আহমেদ বার্তা সম্পাদক জয়নাল আবেদীন সহ-সম্পাদক রিপোর্টার আব্দুল্লাহ নির্বাহী সম্পাদক ইকরামুল ইসলাম সহ নির্বাহী সম্পাদক মেহেদী হাসান মোল্লা জবস টেলিভিশনের  যশোর জেলা প্রতিনিধি হাসান সহ আরো অনেকে। শুভ উদ্বোধন এর শেষে দোয়া দোয়া কামনা করেন শাশা থানা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বাকি বিল্লাহ

সোনারগাঁও টিভি,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া থেকে শুরু হয়ে ভায়া মঙ্গলেরগাঁও বটতলা বাজার থেকে পাঁচানী ও শম্ভুপুরাগামী সড়কটির অনেকাংশে বৃষ্টির কারনে পানি জমে খানা খন্দে বেহাল দশায় মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। এছাড়া পিরোজপুর ইউনিয়ণের মঙ্গলেরগাঁও বাজার সংলগ্ন হাজী আব্দুল জলিল সুপার মার্কেটের সামনে পাঁচানীগামী সড়কটি একেবারই বেহাল দশা। সামন্য বৃষ্টি হলেই হাটু সমান পানিতে তলিয়ে যায়।


এতে করে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন দুধঘাটা ও পাঁচানী এলাকার বাসিন্দারা। পাঁচানীগামী সড়কের পাশে রয়েছে তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়, তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা, পিরোজপুর ইউনিয়ণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান। অপরদিকে, হোসেনপুর শম্ভুপুরাগামী সড়কের পাশে রয়েছে দূর্গাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়, কাজিরগাঁও হাজী তমিজ উদ্দিন মাদ্রাসা, একই অবস্থানে চৌধুরীগাঁও সরকারী প্রাথমিক ও চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়, হোসেনপুর এলাকায় হোসেনপুর কলেজ, হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হোসেনপুর ইউনিয়ণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, হোসেনপুর ভূমি অফিস, শম্ভুপুরা ইউনিয়ণ পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান।


প্রতিদিন এসড়কে উপজেলা সদরে যাওয়া এবং মেঘনাঘাট এলাকায় অবস্থিত বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারী চাকুরিজীবি ও ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষের চলাচল। এসড়কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি চাকুরিজীবি ও কারখানায় কর্মরত শ্রমিক সহ সাধারন মানুষ আসা যাওয়ার সময় প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে। এতে করে ওই এলাকার যাত্রীরা প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছে।


বিগত সময়ে  মঙ্গলেরগাঁও, দূর্গাপ্রসাদ, কাজিরগাঁও, চৌধুরীগাঁও, রামগোবিন্দেরগাঁও, মনাইয়েরকান্দি, মুগারচর, টেকপাড়া, ভিটিকান্দি, হোসেনপুর, চেলারচর, দশদোনা নয়াগাঁও, একরামপুরা, নবীনগর, এলাহীনগর, ইসলামপুর, ফরদি ও শম্ভুপুরাসহ স্থানীয় এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে এবং এলাকায় উৎপাদিত কৃষি পণ্যের বাজারজাত করা, রোগী নিয়ে সহজে উপজেলা সদর হাসপাতালে যাওয়া, মালবাহী বিভিন্ন পরিবহন ও ব্যবসায়ীদের দ্রুত বাজার হাটে পৌছানোর জন্য ও কারখানায় কর্মরত শ্রমিকেরা সহজে কর্মস্থলে যাওয়ার লক্ষে সড়কটি মোগরাপাড়া থেকে শুরু হয়ে ভায়া মঙ্গলেরগাঁও বটতলা বাজার থেকে শম্ভুপুরা পর্যন্ত একটি কাঁচা সড়ক নির্মাণ করা হয়।

নির্মাণাধীন সড়কটি স্থানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বিগত কয়েক বছর পূর্বে পাকা করা হয়। এরপর খানা খন্দে ভরা বেহাল সড়কটি দীর্ঘদিন সংস্কারের আর কোন উদ্যোগ গ্রহন করেনি কোন সরকার। সম্প্রতি রাস্তাটি পুনরায় সংস্কার করার জন্য কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার দুরত্ব ভাগ ভাগ করে বিভিন্নস্থানে খুড়াখুড়ি করে বেহাল অবস্থায় রেখে কাজ বন্ধ করে চলে যায়। এতে করে আগের তুলনায় শম্ভুপুরা ইউনিয়ণবাসীর ভোগান্তি আরো বেড়ে যায়। চরম ভোগান্তির শিকার স্থানীয় এলাকাবাসীর প্রশ্ন কোন অজ্ঞাত রহস্যজনক কারনে রাস্তাটির সংস্কার কাজ বন্ধ রয়েছে তা আমাদের বোধগম্য নয়।

বর্ষা মৌসুমে বৃষ্টির কারনে কয়েক বছরে রাস্তাটি ভেঙ্গে খানা খন্দে, বড় বড় গর্তের সৃষ্টি হয়। এখন সড়কটি ভেঙ্গে পুরোপুরি চলাচল অনুপযোগী হয়ে মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। শম্ভুপুরা ইউনিয়নের এলাকাবাসী স্থানীয় সাংসদসহ এলজিইডির কর্তা ব্যক্তিদের কাছে এ ব্যাপারে বারবার আবেদন করে অবহিত করলেও তারা রাস্তাটি পুনরায় সংস্কারের কাজ চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, চরম অবহেলিত এ সড়কটি দিয়ে চলাচলরত পথচারীদের দূর্ভোগ আজ চরমে পৌঁছেছে।

বর্তমান নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার কাছে স্থানীয় এলাকাবাসীর প্রাণের দাবি। হোসেনপুর ও শম্ভুপুরা ইউনিয়ণ বাসীর যাতায়াতের সুবিধার্থে তিনি যেন সড়কটি পুনঃরায় সংস্কার কাজ চালু করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান গুলোর প্রতি তদারকি ব্যবস্থা গ্রহনসহ রাস্তা দুটি দ্রুত সংস্কার করার যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।


সোনারগাঁও টিভি,

দ্বিতীয় হত্যা মামলার আসামী আলাউদ্দিনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা সিআইডি পুলিশ।


সােমবার ( ১৪ জুন ) সকাল ১০ টার পর নারায়ণগঞ্জ জেলা সদর থেকে তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে সিআইডি'র তদন্তকারী কর্মকর্তা মাে . তাহের। 


তিনি জানান, সােনারগাঁ উপজেলার পিরােজপুর ইউনয়নের নয়াগাঁও গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে গ্রেফতার হওয়া আলাউদ্দিনের বিরুদ্ধে সােনারগাঁ থানায় দুটি হত্যা মামলা রয়েছে । যেগুলাে বর্তমানে সিআইডি তদন্ত করছে । দীর্ঘ দিন ধরেই তাকে ধরার চেষ্টায় ছিল সিআইডি । আজ গােপন সংবাদের ভিত্তিতে জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে । তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানাের প্রক্রিয়া চলছে।


উল্লেখ্য , চলতি বছরের ১৯ ও ২০ ফেব্রুয়ারী সােনারগাঁ উপজেলার পিরােজপুর ইউনয়নের নয়াগাঁও গ্রামের আলেক ও আলাউদ্দিন গ্রুপের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে হামলার ঘটনা ঘটে, যা পরবর্তীতে স্থানীয় আধিপত্য বিস্তার ও প্রতিষ্ঠানের ভূমি দখলকে কেন্দ্র করে বিভিন্ন সময় আলাউদ্দিন গ্রুপের সদস্যদের হাতে প্রতিপক্ষ গ্রুপ মোতালেবের

 পিতা আলী আহমেদ , তার চাচাতাে ভাই সাইদুল ও ফুপাতাে ভাই সমর আলী নিহত হয়। এ সকল দ্বন্দ্বে এ পর্যন্ত মােট ৫ টি মামলা হয় ।

সোনারগাঁও টিভি,

চার দিন পর অবশেষে মুখ খুললেন পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যম  ফেসবুকে পোস্ট দেওয়ার দুই ঘণ্টার মাথায় জানালেন তাকে হত্যা ও ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ব্যক্তির নাম। জানান, তার ওপর সেদিন রাতে নারকীয় অত্যাচার চালিয়েছেন নাসির উদ্দীন  মাহমুদ নামের এক ব্যক্তি।


সংবাদ সম্মেলন করে, পরীমণি গণমাধ্যমকে জানান,

এই ঘটনাটি ঘটে চারদিন আগে ঢাকার বোট ক্লাবে। এই ক্লাবের একজন পরিচালক নাসির ইউ মাহমুদ। তিনি উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্টও ছিলেন। পরীর ভাষ্যে বেশ ক’বার ‘উত্তরা বোট ক্লাব’ শব্দটি আসে। যদিও এই নামে ঢাকায় কোনও ক্লাব নেই। তবে অভিযুক্ত ব্যক্তি উত্তরা ক্লাব ও ঢাকা বোট ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন।


নিজ বাসায় বসে ঘটনার বর্ণনা দিতে গিয়ে রবিবার রাত সাড়ে ১০টার দিকে বার বার কান্নায় ভেঙে পড়েন পরী। বলেন, একটি সিনেমার মিটিংয়ের কথা বলে সেদিন রাতে বোট ক্লাবে তাকে নিয়ে যায় অমি নামে তার এক পরিচিতজন।

পরীমণি বলেন, ‘বেশ ক’দিন ধরেই এই বৈঠকের কথা চলছিলো। কিন্তু আমি আগ্রহ পাচ্ছিলাম না। পরে অমির অনুরোধে সেদিন রাতে আমি বৈঠকে যাই। যাওয়ার পর যা ঘটেছে সেটা আর বলে বোঝাতে পারবো না।’


পরীমণি জানান, সেদিন রাতে তাকে পানীয়র সঙ্গে কিছু একটা খাওয়ানো হয়েছিল। কারণ, সারাক্ষণ তিনি প্রচণ্ড অস্থির আর অস্বস্তি ফিল করছিলেন। এরমধ্যে তাকে করতে হয়েছে বাঁচার যুদ্ধ। সেখান থেকে সেদিন রাতে বেরিয়েই পরী যান বনানী থানায়।

পরীমণি মনি জানান, থানাতে তার অভিযোগ শুনলেও সাধারণ ডায়েরি করেনি কর্তব্যরত অফিসার।


সোনারগাঁও টিভি, নিজস্ব প্রতিবেদকঃ

যশোরের শার্শার বামুনিয়া সোনাতন কাটি গ্রামের মালয়েশিয়া প্রবাসী ফারুক হাসানের স্ত্রী ও তার দুই সন্তানকে হত্যার হুমকি দিয়েছে হাফিজুল নামের এক লম্পট।


এ বিষয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ঔ প্রবাসীর স্ত্রী।


লম্পট হাফিজুর শার্শা উপজেলার রাড়ীপুকুর গ্রামের ছাক্কু মিয়ার ছেলে।


জানাযায়,কিছুদিন আগে ফারুকের স্ত্রী ও বোন বাগআঁচড়ায় এক গার্মেন্টস এর দোকানে কাপড় কিনতে গেলে হাফিজুল কৌশলে ফারুকের বোনের কাছ থেকে তার স্ত্রীর মোবাইল নম্বর নেয়। এর পর থেকে হাফিজুল প্রবাসীর স্ত্রীকে উত্যাক্ত ও ব্লাক মেলিং করার চেষ্টা করে। 


বিষয়টি বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল ও কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল মেম্বরকে জানালে তারা বাগআঁচড়া আইসি ক্যাম্পে বসে বিষয়টি নিস্পত্তি করে দেন। কিন্তু এতো কিছুর পরেও হাফিজুল প্রবাসীর স্ত্রীর পিছু ছাড়েনি। 

গত শনিবার (৫ ই জুন) গভীর রাতে ঔ লম্পট হাফিজুর প্রবাসী ফারুকের মেয়ের একটি ছবিতে লাল ক্রসচিহ্ন দিয়ে পাঠায়। তার অপর পিঠে ফারুকের স্ত্রীর উদ্দ্যেশ্যে লেখা ছিলো তোর ও তোর দু মেয়েকে খুন করবো। 


ফারুকের স্ত্রী জানায়, তার স্বামী বিদেশ থাকার সুবাদে আমার নামে মিথ্যা অপবাদ রটিয়ে ব্লাকমেইল করে টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্য ছিলো হাফিজুলের। এতে ব্যার্থ হয়ে সে আমাদের খুনের হুমকী দিচ্ছে। হাফিজুল একজন নেশাখোর বলেও জানায় প্রবাসীর স্ত্রী। সে আরো জানায় যে, হাফিজুল যে কোনো সময় তাদের মেরে ফেলতে পারে।  এব্যাপারে পুলিশের হস্তক্ষেপ কামনা করে শার্শা থানাতে উপস্থিত হয়ে একটি অভিযোগ  দায়ের করেছে ঔ প্রবাসীর স্ত্রী।


এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম খান জানান,একটি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

সোনারগাঁও টিভি,

সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৫ জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর উদ্যোগে ও সরকারি অর্থায়নে,  

বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,

আজ শুক্রবার  সকালে


পিরোজপুর মেঘনা শিল্পনগরীর  নিজ কার্যালয়,  দুস্থ ও অসহায় নারীদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ইউপি সদস্য, হাজী সেলিম রেজা,মহিলা সদস্য মমতাজ বেগম, হাজী আলম চাঁন, মাসুম বিল্লা, লুৎফুর রহমান, আবু হানিফ, শাহাবুদ্দিন প্রধানসহ প্রমুখ।  


সোনারগাঁও টিভি,

সোনারগাঁ পৌরসভার বৈধ গ্যাস সংযোগের দাবিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে এবং সোনারগাঁ প্রেসক্লাবের সামনে সোনারগাঁ পৌরসভার কয়েক শত নারী পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে বৈধ গ্যাস সংযোগ না দেওয়া হলে ঢাকা-চট্টগ্রাম সহা সড়ক অবরোধ করা হবে এমনকি আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব। গ্যাসের আঞ্চলিক অফিস ঘেড়াও করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সো

নারগাঁ পৌরসভার মেয়র পদ প্রার্থী গাজী মজিবুর রহমান, এ্যাডভোকেট ফজলে রাব্বী, নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ পৌরসভার আওয়ামী লীগের সভাপতি মোঃ তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মোঃ গাজী আমজাদ হোসেন, সোনারগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিল আলী আকবর, ৯নং ওয়ার্ড কাউন্সির মনিরুজ্জামান মধু, যুবলীগ নেতা মামুন আল ইসমাইল, এ্যাডভোকেট ফিরোজ হোসাইন, পৌর যুবলীগের সভাপতি,
আসাদুজ্জামান আসাদ, সোনারগাঁ উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শাহীন আলম স্বাধীন প্রমূখ।

উল্লেখ্য যে, গত ৫ জুন শনিবার বিনা নোটিশে সোনারগাঁ পৌরসভা সহ প্রায় ৩০টি গ্রামের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় কয়েক হাজার গ্রাহক দূর্ভোগের স্বীকার হয়।

 সোনারগাঁও টিভি,

প্রেমের ফাঁদে ফেলে নোয়াখালীর পারভেজ ( ২১ ) নামের এক যুবককে বিয়ের প্রলোভন দেখিয়ে সোনারগাঁয়ে ডেকে এনে পিটিয়ে সব লুট করে নেয়ার অভিযোগ উঠেছে সোনারগাঁয়ের মেয়ে মােছাঃ জুইয়ের (১৮) বিরুদ্ধে। এ ঘটনায় পারভেজ নিজেই বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেন।



অভিযোগ থেকে জানাযায়, সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামের জলিলের মেয়ে মােছাঃ জুই (১৮) এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর পারভেজ ( ২১ ) নামের এক যুবকের গত ১ বৎসর ০৬ মাস পূর্ব হইতে প্রেমের সম্পর্ক চলছিল। এরি মধ্যে বহুবার বহুটাকাও মেয়ে হাতিয়ে নিয়েছেন প্রেমিক পারভেজের নিকট থেকে।০৭/০৬/২০২১ তারিখ রাতে ১০.০০ জুই পারভেজকে মােবাইলে ফোনে বিবাহ করার জন্য চাপ প্রয়ােগ করে। অবশেষে ৮ জুন মঙ্গলবার মেয়ের কথা মতো ১৫৭০০ টাকা নিয়ে নোয়াখালী থেকে পারভেজ সোনারগাঁ আসে মােছাঃ জুইকে বিয়ে করতে। এরপর মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ খন্দকার মার্কেটের পিছনে গেলে পূর্ব কল্পিতভাবে জুই ও তার সঙ্গী মােঃ রাজু, মােঃ আকাশ, মােঃ সুজন মিলে পারভেজকে ভয়ভীতি দেখাইয়া অকথ্য ভাষায় গালমন্দ করে এলােপাথারীভাবে কিল , ঘুষি , লাথি মারিয়া ও লাঠি দিয়া পিটাইয়া হাতে , পায়ে , পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ফুলা জখম করে। সাথে থাকা নগদ ১৫৭০০ টাকা নিয়া যায়। পরে প্রাথমিক চিকিৎসা আত্নীয় স্বজনের সাথে আলােচনা করিয়া মঙ্গলবার দুপুরবেলা সোনারগাঁ থানায় লিখিত অভিযােগ দায়ের করেন।
এদিকে এই খবরে জুইও পারভেজের বিরুদ্ধে অভিযোগ করতে সন্ধায় থানায় আসলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য। এই রিপোর্ট লেখা পর্যন্ত জানাযায় তাদের মধ্যে আপোষ মিমাংশার চেষ্টা চলছে থানার বাহিরে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, কোন লিখিত অভিযোগ পাইনি। তবে ছেলে ও মেয়ের সঙ্গে কথা বলেছি। বিবাহিত মেয়েকে বিয়ে করতে নোয়াখালী থেকে ছেলে চলে আসছে। মোবাইল ফোনে আজকাল যা হচ্ছে আরকি

সোনারগাঁও টিভি,

ইকরামুল ইসলাম যশোর প্রতিনিধি 

যশোরের শার্শা উপজেলার সাতমাইল গরুর হাটের সামনে সাতক্ষীরা টু নাভারন মহাসড়কের পাশে মুর্তির মোড়ে পাকা রাস্তার উপর হতে ২৩ পিচ ইয়াবা ট্যাবলেট  এবং একটি  মটর সাইকেল  সহ ২ জনকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। 



মঙ্গলবার ( ৮ জুন) সকাল ১১. ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার (এএসআই(নিঃ)/ মোঃ আকবর হোসেন,  সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে 


নাভারন মহাসড়কের পাশে মুর্তির মোড় সংলগ্ন পাকা রাস্তার উপর হতে ২৩ পিচ ইয়াবা ট্যাবলেট এবং একটি মটরসাইকেল সহ দুই জনকে আটক করেন। 


আটককৃতরা হলেন, মোঃ কামরুল ইসলাম (২৬), পিতা-মোঃ রেজাউল ইসলাম, ২. মোঃ সাগর হোসেন (২০), পিতা-মোঃ ফারুক হোসেন, উভয় সাং-সামটা, থানা-শার্শা, জেলা-যশোর



শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল আলম খান বলেন  ২৩ পিচ ইয়াবা ট্যাবলেট, ও একটি মোটরসাইকেল সহ দুই জনকে আটকের বিষয়টি  নিশ্চিত করেছেন। এই বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু হয়েছে।

 সোনারগাঁও টিভি,

সাজানো-গোছানো, আধুনিক পরিপাটি সৌন্দর্যে  মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন এক পরিবেশ সৃষ্টিকারীর নাম "দ্যা ব্রাইডাল ইভেন্ট এন্ড ক্যাটারিং"।

সারা বাংলার ঐতিহাসিক রাজধানী সোনারগাঁয়ে "দ্যা ব্রাইডাল ইভেন্ট এন্ড ক্যাটারিং " এর রুপকার মোঃরাকিবুল হাসান এর হাত ধরে সোনারগাঁয়ে  ২০১৭ খৃষ্টাব্দে সর্বপ্রথম ইভেন্ট সার্ভিসের এর শুভ-সূচায়িত হয়। যার আঙ্গিনায় সদস্য ও শুভাকাঙ্ক্ষী দাড়িয়েছে প্রায় ২০,০০০ (বিশ হাজার), যাদের সহযোগিতায় সোনারগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে সুদক্ষতার সাথে সম্পুর্ণ  হয়েছে অসংখ্য অনুষ্ঠান। বিয়ে, গায়ে হলুদ, বউবাদ,জন্মদিন,ইত্যাদি।


কোম্পানির প্রধান উদ্যোক্তা ও ম্যানেজিং ডিরেক্টর মোঃরাকিবুল হাসান সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার উদ্দেশে বলেন  আপনার স্বপ্ন আমাদের বাস্তবায়নের অভিজ্ঞতা। আপনার যে কোনো অনুষ্ঠানের আনন্দঘন মূহুর্তগুলোকে সুন্দর ও সুচারুভাবে সাজিয়ে তোলার দায়িত্ব আমাদের।
তাই আপনার জীবনের আমরা  এই দিনটি নতুন করে  সাজাতে প্রস্তুত।  আপনার চাহিদা ও বাজেট অনুযায়ী যেকোনো ধরনের স্টেজ, গেট,ফটো বূধ, ইত্যাদ্দি আভ্যন্তরিন পরিবেশকে নান্দনিক ও চমকপ্রদ ডেকোরেট করার কথা দিচ্ছি । আমরা বাজেটবান্ধব প্রোগ্রাম পরিকল্পনার দায়িত্ব নিই। গ্রাহকদের বাজেটই আমাদের কাছে মুখ্য।
যে কোন অনুষ্ঠান যারা সুন্দর ও পরিপাটি ভাবে করতে চান অথচ সময় সুযোগ হচ্ছেনা বা বুঝতে পারছেন না কি করনীয়, তাঁদের সহযোগিতায় সর্বদা প্রস্তুত।
তাই দেরি না করে এখনি বুকিং দিন।
মোবাইলঃ- +৮৮০১৯২২৮৮১৪২৯  +৮৮০১৯৭৭৬৬৪৬০১
ঠিকানাঃ-মোগরাপাড়া,চৌরাস্তা, সোনারগাঁও,নারায়ণগঞ্জ
"দ্যা ব্রাইডাল ইভেন্ট এন্ড ক্যাটারিং"
সোনারগাঁয়ে আমরাই প্রথম আমরাই সেরা।

সোনারগাঁও টিভি,

১৯৬৬ সালের ১৩ মে আওয়ামী লীগ আয়োজিত পল্টনের এক জনসভায় ৭ জুন হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। জুন মাসব্যাপী ৬-দফা প্রচারে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়।

৭ জুন তেজগাঁওয়ে বেঙ্গল বেভারেজের শ্রমিক সিলেটের মনু মিয়া গুলিতে প্রাণ হারান। এতে বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে।



তেজগাঁওয়ের ট্রেন বন্ধ হয়ে যায়। আজাদ এনামেল অ্যালুমিনিয়াম কারখানার শ্রমিক আবুল হোসেন ইপিআর-এর গুলিতে শহীদ হন।


একইদিন নারায়ণগঞ্জ রেল স্টেশনের কাছে পুলিশের গুলিতে মারা যায় ৬ জন শ্রমিক। ঢাকা-নারায়ণগঞ্জ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সন্ধ্যায় কারফিউ জারি করা হয়।


হাজার হাজার আন্দোলনকারী মানুষ গ্রেফতার হন। বহু জায়গায় বিক্ষুব্ধ জনতা গ্রেফতারকৃতদের ছাড়িয়ে নিয়ে যায়। ৬-দফা ভিত্তিক আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে। শহীদের রক্তে আন্দোলনের নতুন মাত্রা গড়ে ওঠে। ছাত্র-জনতার আন্দোলনের সাথে যুক্ত হয় শ্রমজীবী মেহনতি মানুষের আন্দোলন।

১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধীদলসমূহের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ৬-দফা দাবি উত্থাপন করেন। ১৯৬৬ থেকে ১৯৭০-এর ডিসেম্বরে অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিচালিত ৬-দফা আন্দোলনই ছিল সে সময়ে দেশের সমস্ত রাজনৈতিক কর্মতৎপরতার কেন্দ্র বিন্দু।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের অন্যতম গৌরবময় অধ্যায় হলো ৬-দফা আন্দোলনে নেতৃত্ব। এই ৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই ১৯৬৯-এর গণঅভ্যূত্থান, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ তথা বাঙালির বিপুল বিজয় এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বিশ্বের স্বাধীন মানচিত্রে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।  


৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’তে রূপান্তরিত হন।


৬-দফার পক্ষে জনমত সংগঠিত করার লক্ষে সারা বাংলায় গণসংযোগ শুরু করেন শেখ মুজিবুর রহমান। এ সময় তাঁকে সিলেট, ময়মনসিংহ ও ঢাকায় বার বার গ্রেফতার করা হয়। ১৯৬৬-এর প্রথম তিন মাসে তিনি আটবার গ্রেফতার হন।


১৯৬৮ সালের ৩ জানুয়ারি শেখ মুজিবুর রহমানকে প্রথম অভিযুক্ত করে মোট ৩৫ জন রাজনীতিক, বাঙালি সেনা ও উচ্চপদস্থ বেসামরিক অফিসারের বিরুদ্ধে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার অভিযোগ এনে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়।


১৯৬৯ সালে ৫ জানুয়ারি শেখ মুজিবুর রহমানের ৬-দফাসহ ছাত্রদের ১১ দফা দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং ওই পরিষদ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও শেখ মুজিবুর রহমানসহ সবার নিঃশর্ত মুক্তির দাবিতে গণআন্দোলন গড়ে তোলে।

অবশেষে গণমানুষের অব্যাহত চাপের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ২২ ফেরুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে শেখ মুজিবুর রহমানসহ অন্যান্যদের মুক্তি দিতে বাধ্য হয়।

প্রতিবারের মতো এবারও ৬ দফা দিবসটিকে যথাযথ মর্যাদায় পালনের জন্য বিস্তারিত কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ।


 সোনারগাঁও টিভি,

সোনারগাঁও পৌরসভার যাদুঘর ১ নাম্বার গেইট থেকে টিপরদী মোড় পর্যন্ত  রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ও রাস্তাগুলোর কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দকে পরিণত হয়েছে। এমনকি পৌর এলাকার বেশ কিছু রাস্তা দেখে বোঝার উপায় নেই যে কোনটা পাকা আর কোনটা কাঁচা রাস্তা। 


আর এই কারণে যানবাহন ও জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পাড়েছে ঐ সকল রাস্তাগুলো। যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটারসহ নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে এই পৌরসভার হাজার হাজার মানুষের। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভার পুরান টিপরদী এলাকার পুরা রাস্তাগুলোর কাপের্টিং উঠে গিয়ে, ছোট বড় খানা খন্দকে পরিণত হয়েছে। এমনকি রাস্তার বড় বড় গরত ও রাস্তাগুলো ভেঙে পড়েছে। ফলে এ পৌরসভার প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগের মাধ্যম ছোট বড় সকল যানবাহন এমনকি , ব্যাটারিচালিত অটো, ভ্যান ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পেহাতে হচ্ছে।

এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী জানান , ২০ বছর আগে রাস্তাটি করা হয়েছিল, দীঘদিন থেকে রাস্তা সংস্কার না হওয়ায় কয়েক হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে সময়মতো গন্তবস্থলে পৌঁছাতে পারেন না। 

পুরান টিপরদী বাস স্টান থেকে যাদুঘর  পর্যন্ত কয়েক বছর ধরে রাস্তাগুলো সংষ্কার না করায়  খানাখন্দকে পরিণত হয়েছে, সাধারণ মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে।এলাকাবাসী দাবি জরুরি ভিত্তিতে বড় বড় খানাখন্দক ও ভেঙে যাওয়া রাস্তাগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে সোনারগাঁ পৌরসভার মেয়রের সাথে মোবাইল ফোনে  যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। 




 সোনারগাঁও টিভি, গজারিয়া উপজেলা প্রতিনিধি,

আক্তার হোসেন বাবু:-আসন্ন ইউপি নির্বাচনে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ৫ নং বাউশিয়া ইউনিয়ন থেকে  বিনা প্রতিদ্বন্দীতায় নৌকার  মাঝি  বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান দ্বিতীয়বারের মতো জনগনের সেবায় নিজেকে  নিয়োজিত রেখে  বাউশিয়া ইউনিয়ন কে সোনার বাংলায় একটি প্রকৃত আদর্শিক মডেল ইউনিয়ন গড়ার  প্রত্যাশায় আবারো চেয়ারম্যান পদপ্রার্থী ও নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. মিজানুর রহমান প্রধান-তাই তিনি নির্বাচন করার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছেন।



প্রতিদিন তিনি কোথায়ও না কোথায়ও নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ উঠান বৈঠক,মত বিনিময় সভা করে যাচ্ছেন। সবার উপস্থিতিতে থাকছেন বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানেও।


একটু একটু করে তিনি নিজের একটা শক্ত অবস্থান তৈরী করতে তার নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন দিন রাত।


চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমান প্রধান, বলেন আমি রাজনীতি করি আমার এলাকার গরীব-দুঃখী ও মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য।

আমার এলাকার মানুষগুলো ভালো থাকলে,আমি ভালো থাকবো। আমি জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি।

আমি যতোদিন বেঁচে থাকবো ততোদিন আমার নির্বাচনী এলাকার/ ৫ নংবাউশিয়া ইউনিয়নের জনগণের সেবক হিসেবে নিঃস্বার্থ কাজ করে যাবো- ইনশাআল্লাহ।”

সোনারগাঁও টিভি,

সাটু‌রিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: সাটুরিয়া টু ঢাকা জনসেবা/এস,বি লিংক গাড়ী ছাড়া যোগাযোগের তেমন ভাল কোন বাস-সার্ভিস নাই। সাটুরিয়া ঢাকার অতি নিকটে হওয়া সত্ত্বেও কয়েক যুগ আগথেকে সাটুরিয়া থানাটি শুধু যোগাযোগ অ-সুবিধার কারণে অনেক পিছিয়ে রয়েছে।


অথচ তিনটি জেলার সীমান্ত প্রান্তের এই থানাটিকে ঘিরে যাতায়ত। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ জনের। বিশেষ করে টাংগাইল জেলার নাগরপুর কিছু অংশ, ঢাকা-ধামরাইয়ের বিশেষ অংশসহ সাটুরিয়া থানার সর্বস্তরের মানুষের পদচারনায় মুখর থাকে ‘ঢাকা টু সাটুরিয়ার’ রাস্তাটি। ঢাকা টু সাটুরিয়া রাস্তাটিতে ভাঙ্গা-চূড়া প্রায় ১০০ খানা গাড়ী নিয়ে এই রাস্তায় চালু আছে।

এস বি লিংক জনসেবা নামের এই অদ্ভূদ বাস- সার্ভিস। লক্কড়-ঝক্কর মার্কা এই সব গাড়ীর সার্ভিস সর্বকালের নিন্ম মানের হলে ‘জনসেবা মালিক সমিতির’ ক্ষমতা ও দৌরাত্ব আকাশ-চুম্বি বলে স্থানীয়দের অভিমত।

যাত্রীদের হাজার র্দুভোগকে পিছনে ফেলে ইতিপূর্বেই ঢাকা টু বালিয়া,ঢাকা টু কুশুরিয়া, ঢাকা টু পাকুটিয়া, ঢাকা টু সাটুরিয়া, রাস্তা গুলো দখল করে নিয়ে যাত্রী ভোগান্তির স্বরণীয় ইতিহাস রচনা করছে।

আবার ঢাকা টু সাটুরিয়ার ভাড়া ছিল মাত্র পঁচাত্তর টাকা। ইতিপূর্বেও ‘ঢাকা টু সাটুরিয়া’ রাস্তাটির অঘোষিত ইজারাদার মালিক সমিতির ‘বাস-ভাড়া ও সার্ভিস’ বিষয়ক নানা প্রকার অযৌক্তিক কর্মকান্ডের খবর পত্র- পত্রিকায় প্রকাশিত হলেও তার কোন সুরাহা করেননি যথাযথ কর্তৃপক্ষ।

যাত্রীর ভোগান্তিতে শেষ কোথায়, ঈদ, পূজা, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান অনুযায়ী, , বাস- ভাড়া তিন গুন বারিয়ে এই অঘোষিত চাদাঁবাজীর কারণ জানতে চায় সাটুরিয়ার সর্বস্তরের জনতা।

এব্যাপারে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে বাড়ী ফেরত হাজারো আমজনতা সাটুরিয়া- মানিকগঞ্জের প্রাণের মানুষ মাননীয় মন্ত্রীমহোদয়ের সমীপে, এই অতিরিক্ত ভাড়া তুলার ব্যাপারে করজোড় দৃষ্টি আকষর্ণ এবং এই রাস্তাটির তথাকথিত অঘোষিত ইজারাদার মালিক সমিতির হাত থেকে রক্ষা পাবার অসহায় আকুতি জানাচ্ছে।

সাথে মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহধণ্য সাটুরিয়া-মানিকগঞ্জের কৃতি-সন্তান মাননীয় স্বাস্থ্য প্রতি মন্ত্রী জাহিদ মালেক স্বপনের নেতৃত্বেও উপর আস্থা ও ভরসা রেখে ‘ঢাকা টু সাটুরিয়া রোডে জন-দূর্ভোগ লাগবে বিআরটিসি অথবা একটি যুগোপযোগী বাস-সার্ভিস চালুর জোড়ালো দাবি রাখছে, সাটুরিয়া বাসী।

সোনারগাঁও টিভি,

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।  শনিবার (০৫ জুন) দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার।


আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ থানা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, সহকারী কমান্ডার ওসমান গনি, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য গাজী মুজিবুর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি নান্নু, 

আরিফ মাসুদ বাবু, এডভোকেট ফজলে রাব্বি, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, আওয়ামীলীগ নেতা এরফান হোসেন দীপ, আহসান হাবীব টিপু, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন প্রমুখ।  এসময় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহমফিল অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও টিভি,


নিজস্ব প্রতিবেদকঃ 

 যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিনসহ দুই পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।



বৃহস্পতিবার (৩ জুন) ভোর রাতে তাদেরকে আটক করা হয়।


আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের শ্রী কানাই সরকারের ছেলেশংকর কুমার (২৭) ও একই গ্রামের সাজ্জত আলীর ছেলে আজিম শেখ পঁচা (১৯)।


তারা দুইজনই পেশাদার অস্ত্র ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। আর শংকরের নামে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। 


ডিবি পুলিশের ওসি সৌমেন জানান, অস্ত্র পাচারের গোপন খবরে, খলসি এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্রের চালান সহ তাদেরকে আটক করা হয়। আটকদের  বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনারগাঁও টিভি,

গণমাধ্যম কে বলা হয় জাতির আয়না, বা জাতির বিবেক, একটা দেশের প্রতিছবি, হচ্ছে সে দেশের গণমাধ্যম, আর সে গণমাধ্যমের সামান্য ক্ষুদ্র কর্মী হয়ে অত্যন্ত সুনামের সাথে সত্য ও বলিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছি, এবং সংবাদ সংগ্রহের জন্য সোনারগাঁওয়ের প্রতিটি ইউনিয়নে গুড়ে বেরিয়েছি,  সোনারগাঁও জার্নালিস্ট ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হওয়া সত্বেও ক্লাবের দৈনন্দিন কাজের ব্যাপারে জানতে চাহিলে,

এবং বিগত সময়ে ক্লাবের দুইটা প্রোগ্রাম করা হয়, উক্ত দুইটা প্রোগ্রামের সার্বিক বিষয়ে জানতে চাওয়া হলে, 


এবং ব্যক্তিবিশেষের ইশারায় সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব চলে, যেহেতু ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে সংবাদ সংগ্রহের জন্য, সারাক্ষণ ক্লাব খোলা থাকবে তা না করে হাতে গণা দুয়েকজন ছাড়া ক্লাব খুলা হয় না যা কিনা অত্যন্ত দুঃখজনক , এবং  দলীয় ক্লাবে পরিণত হয়, যার যার নিয়মে সে সে চলে কোন গাইড লাইন নাই, এসমস্ত ঘটনাকে কেন্দ্র করে  সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ  ও সেক্রেটারির মোঃশওকত ওসমান রিপন সরকার  সাথে প্রচার ও প্রকাশনা সম্পাদক সামির সরকার সবুজ এর সাথে মনমালিন্য হয়, এবং ক্লাবের গঠনতন্ত্র ও জবাবদিহিতা স্বচ্ছতার বিষয়ে জানতে চাহিলে,

ও বিগত সময়ে ক্লাবের প্রতিষ্ঠিতা উপলক্ষে ক্লাবের আয় বেয়ের হিসাব চাওয়াতে, অনেকটাই রাগের বসত সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সামির সরকার সবুজকে কোন নোটিশ বা আলোচনা ছাড়া, 

উল্লেখ্য যে ৩ জুন বিকাল

 বেলা হঠাৎ কয়েকটা অনলাইন প্রোর্টালে নিউজ  করা হয়, যে তাকে সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও আরেক সাংবাদিক মাজহারুল রাসেলকে কোন নোটিশ ছাড়া বহিষ্কার করা হয়।

সোনারগাঁও টিভি,স্টাফ রিপোর্টার

আবারো জনপ্রিয়তার শীর্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। সামনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষের ভালোবাসা নিয়ে, এগিয়ে আছেন বর্তমান চেয়ারম্যান গরীব ও দুঃখী মানুষের আস্থাভাজন ব্যক্তি চেয়ারম্যান মাসুম। সামনে ইউপি নির্বাচন কে কেন্দ্র করে, 


পিরোজপুর ইউনিয়নের প্রতিটি গ্রাম পরিদর্শন করেন, অঙ্গীকার করেন পুনরায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে পিরোজপুর ইউনিয়নকে একটি আধুনিক স্যাটেলাইট নগরী হিসাবে গড়ে তুলবেন।

 এতে  করে দল-মত নির্বিশেষে সবার মুখে একটি কথাই বর্তমান চেয়ারম্যান মাসুমে বিগত সময়ে এলাকার উন্নয়ন ও অসহায় মানুষকে।

সেবা দিয়ে আসছেন, তার প্রশংসা   কথা গ্রামে চা দোকানে মুরুব্বিদের মুখে মুখে শুনতে পাওয়া যায়,

চেয়ারম্যান মাসুম গরিব-দুঃখীদের চেয়ারম্যান। গ্রামের হতদরিদ্র মুরুব্বীরা বলেন মাসুম চেয়ারম্যান আমাদেরকে বয়স্ক ভাতা সহ ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতা  করে করে আসছেন, আমরা  তার জন্য সব সময় দোয়া করবো। এই লোকটা জন্যই আজকে আমরা বৃদ্ধ হিসেবে টাকাগুলো পেয়ে চলতে পারতেছি। পিরোজপুর ইউনিয়নের হাজারও  বৃদ্ধ মহিলা বলছেন  আমরা স্বামী মারা যাওয়ার পরে আমার ছেলেরা আমাকে দেখাশোনা করে না খাওন পর্যন্ত দেয় না অনেক কষ্টে দিন কাটাইতেছি আমাদের প্রিয়, মাসুম চেয়ারম্যান আমাদেরকে একটি বিধবা বাতা দিয়েছেন আমি এখন অনেক ভালোই আছি আমি নামাজ পড়ে সব সময় মাসুম চেয়ারম্যানের জন্য দোয়া করব। উক্ত এলাকার  মানুষ আরো বলেন,

 মাসুম চেয়ারম্যান যে উন্নয়ন করেছে সেটা ভুলার মত নয় আমরা চাই আবার গরিবের বর্তমান চেয়ারম্যান। গ্রামের মানুষ আরও বলেন এই করোনা মহামারীতে আমাদের কাজকর্ম ছিলনা অনেক কষ্টে ছিলাম এই মাসুম চেয়ারম্যান, আমাদেরকে ঈদের উপহার সামগ্রী ও নগদ অর্থ দিয়েছেন আমরা অনেক খুশি হয়েছি আল্লাহ উনাকে যেন গরিব-দুঃখীর খেদমত করার জন্য আবারো চেয়ারম্যান হিসেবে দেখতে চায় পিরোজপুর ইউনিয়ন বাসি। 

সোনারগাঁও টিভি, 

নিজস্ব প্রতিবেদক :


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট নামে একটি শিল্প কারখানার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে জমির মালিক প্রবাসি হাজী শাকিল রানার স্ত্রী সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।



অভিযোগে চৈতী কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম, পরিচালক ফাহমিদা শাবনাম চৈতীসহ কোম্পানির উর্ধতন ১৬ কর্মকর্তার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/১৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। 



অভিযোগে বলা হয়, সোনারগাঁ পৌরসভার ছোটশিলমান্দী, শ্রী নিবাসদী ও টিপরদী মৌজার বিভিন্ন দাগে ক্রয় ও পারিবারিকসুত্রে প্রায় ১৩৪ শতাংশ জমির মালিক হয়ে বিগত ১০ বছরেরও বেশি সময় ভোগ দখল করে আসছেন। জমির সীমানা স্পস্ট করাসহ জমিতে হাজী শাকিল রানার মালিকানা সম্বলিত সাইনবোর্ডও ঝুলানো রয়েছে। 

জমির মালিক দেশে থাকাবস্থায় জমির দখল স্বত্ব ঠিক থাকলেও কাজের প্রয়োজনে শাকিল রানা প্রবাসে গেলে স্থানীয় সন্ত্রাসীদের মাধ্যমে ফের দখলের উৎসবে নামে চৈতী কম্পোজিট। 


অভিযোগে বলা হয়, বিগত ০৭ মে ২০২১ইং তারিখ বিকালে তাদের মালিকানা সম্পত্তিতে লাগানো ৮ টি মালিকানা সাইনবাের্ড থাকা সত্বেও সেসব উচ্ছেদ করে ভেকু গাড়ি দিয়ে জমির মাটি কেটে দখলে নেয়ার চেষ্টা করে। পরে প্রবাসী মাকিল শাকিল রানার স্বজনরা দখলদারদের বাধা দিতে গেলে তাদেরকে মারধর ও হুমকী ধামকী দেয়। বর্তমানে তার স্ত্রী ও পরিবারের লোকজনের জীবন হুমকীতে রয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন। 


উল্লেখ্য চৈতী গ্রুপ এর আগেও শাকিল রানার সম্পত্তি জোরপুর্বক দখল করে দুষিতপানি নিষ্কাশনের ড্রেন নির্মান করছে বলে অভিযোগ রয়েছে। 


এছাড়াও চৈতী গ্রুপের চলমান উন্নয়ন কাজে ছোটশীলমান্দী ও শ্রীনিবাসদী মৌজায় আরো অনেক নিরীহ কৃষকের জমিও জোরপূর্বক দখল করে মাটি কেটে ভরাট কাজ চালিয়ে যাচ্ছে। জমির প্রকৃতমালিকরা আপত্তি জানালে তাদেরকে অফিসো যোগাযোগ করতে বলে, পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মুল্যে জমি বিক্রি করে দিতে বাধ্য করে।


এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনসার্জ হাফিজুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চৈতী গ্রুপের দখল এখনও হাজী শাকিলের যায়গা পর্যন্ত যায়নি। আমি বলেছি যায়গা-জমির বিষয়তো কোর্টে মামলা করে আসেন। আমরা চৈতী গ্রুপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।

সোনারগাঁও টিভি,

ঢাকা,২ জুনঃ- বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ১২৫ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছে। প্রতিস্থাপন কর্মসূচীর অংশ হিসেবে বিমান বাহিনীর ১২৫ জন সদস্য জাতিসংঘ কর্তৃক ভাড়া করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি বিমানে বুধবার ০২ জুন ২০২১ তারিখে মধ্য আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। 



বাংলাদেশ বিমান বাহিনীর এই আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিটের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন শাহ কাওসার আহমেদ চৌধুরী, বিএসপি, পিএসসি। উল্লেখ্য, বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।


 তাঁদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুন্ন রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোতে যেন আরো উৎকর্ষতা অর্জন করতে পারে, এ কামনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিমান বন্দরে উপস্থিত থেকে তাদেরকে বিদায় জানান। এর আগে গত ৩০ মে ২০২১ তারিখে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি মধ্য আফ্রিকান রিপাবলিকগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে ঘাঁটি বাশার-এ ব্রিফিং প্রদান করেন এবং মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। এসময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানান এবং করোনাভাইরাস এর বিস্তার রোধ ও এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে বিশেষ সতর্কতা অনুসরনের পরামর্শ দেন।

 সোনারগাঁও টিভি,

স্টাফ রিপোর্টার


আবারো জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান জাফর ইকবাল। সামনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে আছেন বর্তমান চেয়ারম্যান গরীব দুঃখী মানুষের আস্থাভাজন ব্যক্তি চেয়ারম্যান জাফর ইকবাল। সামনে ইউপি নির্বাচন কে কেন্দ্র করে আমাদের সময় লাইভ টিভি ডট কমের রিপোর্টার সাতাশটি গ্রাম পরিদর্শন করেন এতে সবার মুখে একটি কথাই শুনতে পান বর্তমান চেয়ারম্যান জাফর ইকবালের কথা গ্রামে চা দোকানে মুরুব্বিদের মুখে শুনতে পাই চেয়ারম্যান জাফর ইকবাল গরিব-


দুঃখীদের চেয়ারম্যান। গ্রামের একজন হতদরিদ্র মুরুব্বী বলেন জাফর ইকবাল আমাকে একটি বয়স্ক ভাতা করে দিয়েছেন আমি তার জন্য সব সময় দোয়া করবো। এই লোকটা জন্যই আজকে আমি বৃদ্ধ হিসেবে টাকাগুলো পেয়ে চলতে পারতেছি। গ্রামের আরেকজন বৃদ্ধ মহিলা বলতেছেন আমার স্বামী মারা যাওয়ার পরে আমার ছেলেরা আমাকে দেখাশোনা করে না খাওন পর্যন্ত দেয় না অনেক কষ্টে দিন কাটাইতেছি এই জাফর ইকবাল চেয়ারম্যান আমাকে একটি বিধবা বাতা দিয়েছেন আমি এখন অনেক ভালোই আছি আমি নামাজ পড়ে সব সময় জাফর ইকবাল চেয়ারম্যানের জন্য দোয়া করব। সাতাশটি  গ্রামের মানুষ আরো বলেন জাফর ইকবাল যে উন্নয়ন করেছে সেটা ভুলার মত নয় আমরা চাই আবার গরিবের  চেয়ারম্যান জাফর ইকবালকে। গ্রামের মানুষ আরও বলেন এই করোনা মহামারীতে আমাদের কাজকর্ম ছিলনা অনেক কষ্টে ছিলাম এই জাফর ইকবাল চেয়ারম্যান আমাদেরকে ঈদের উপহার সামগ্রী দিয়েছেন আমরা অনেক খুশি হয়েছি আল্লাহ উনাকে যেন গরিব-দুঃখীর খেদমত করার জন্য আবারো চেয়ারম্যান হিসেবে দেখতে চায় গ্রামবাসী।

সোনারগাঁও টিভি,

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ

কোভিড ১৯ করোনার ভয়ঙ্কর থাবা থেকে বাঁচতে এবং জনসচেতনা বৃদ্ধির লক্ষে শার্শার গোগা মতবিনিময় ও মাস্ক বিতরন করা হয়েছে।  



মঙ্গলবার দুপুরে শার্শা থানার পুলিশের উদ্যোগে গোগা ইউনিয়ন পরিষদ হলরুমে এ মত বিনিময় সভা অনুুষ্ঠিত হয়।


এসময় মহামারী করোনা বিষয়ে জনসচেতনামুলক বক্তব্যে রাখেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান।


এসম বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ ভূইয়া, এসআই) এটিএম তারিকুল ইসলাম

৬ নং গোগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি  চেয়ারম্যান আব্দুল রশিদ ও ইউপি সদস্য তবিবর রহমান উপস্হিত ছিলেন।


মতবিনিময় শেষে শার্শার গোগা বাজারের বিভিন্ন পয়েন্টে জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করা হয়।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget