স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব থেকে বহিষ্কার করা হয় সাংবাদিক সামিরকে

সোনারগাঁও টিভি,

গণমাধ্যম কে বলা হয় জাতির আয়না, বা জাতির বিবেক, একটা দেশের প্রতিছবি, হচ্ছে সে দেশের গণমাধ্যম, আর সে গণমাধ্যমের সামান্য ক্ষুদ্র কর্মী হয়ে অত্যন্ত সুনামের সাথে সত্য ও বলিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছি, এবং সংবাদ সংগ্রহের জন্য সোনারগাঁওয়ের প্রতিটি ইউনিয়নে গুড়ে বেরিয়েছি,  সোনারগাঁও জার্নালিস্ট ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হওয়া সত্বেও ক্লাবের দৈনন্দিন কাজের ব্যাপারে জানতে চাহিলে,

এবং বিগত সময়ে ক্লাবের দুইটা প্রোগ্রাম করা হয়, উক্ত দুইটা প্রোগ্রামের সার্বিক বিষয়ে জানতে চাওয়া হলে, 


এবং ব্যক্তিবিশেষের ইশারায় সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব চলে, যেহেতু ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে সংবাদ সংগ্রহের জন্য, সারাক্ষণ ক্লাব খোলা থাকবে তা না করে হাতে গণা দুয়েকজন ছাড়া ক্লাব খুলা হয় না যা কিনা অত্যন্ত দুঃখজনক , এবং  দলীয় ক্লাবে পরিণত হয়, যার যার নিয়মে সে সে চলে কোন গাইড লাইন নাই, এসমস্ত ঘটনাকে কেন্দ্র করে  সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ  ও সেক্রেটারির মোঃশওকত ওসমান রিপন সরকার  সাথে প্রচার ও প্রকাশনা সম্পাদক সামির সরকার সবুজ এর সাথে মনমালিন্য হয়, এবং ক্লাবের গঠনতন্ত্র ও জবাবদিহিতা স্বচ্ছতার বিষয়ে জানতে চাহিলে,

ও বিগত সময়ে ক্লাবের প্রতিষ্ঠিতা উপলক্ষে ক্লাবের আয় বেয়ের হিসাব চাওয়াতে, অনেকটাই রাগের বসত সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সামির সরকার সবুজকে কোন নোটিশ বা আলোচনা ছাড়া, 

উল্লেখ্য যে ৩ জুন বিকাল

 বেলা হঠাৎ কয়েকটা অনলাইন প্রোর্টালে নিউজ  করা হয়, যে তাকে সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও আরেক সাংবাদিক মাজহারুল রাসেলকে কোন নোটিশ ছাড়া বহিষ্কার করা হয়।

Post a Comment

খুবই দুঃখজনক ব্যাপার

খুবই দুঃখজনক ব্যাপার

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget