ইঞ্জিঃ মাসুম চেয়ারম্যানের নিজ অর্থায়নে মঙ্গলেরগাঁও বটতলা বাজারের রাস্তাটির জলাবদ্ধতা দূরকরার লক্ষ্যে সংস্কার কাজ শুরু

সোনারগাঁও টিভি,

সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা ও আশেপাশের এলাকার, বৃষ্টির পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে রাস্তার সংস্কার কাজ শুরু।


১৭ জুন রোজ বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ব্যক্তিগত অর্থায়নে মঙ্গলেরগাঁও বটতলা বাজার থেকে দুধঘাটা,কান্দাপাড়া, ইসলামপুর,শান্তিনগর, পাচানি বাজার, চরগোয়ালদী মোড় পর্যন্ত,যে সকল রাস্তা বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে ছোট বড় গর্ত  ছিল, এবং জলাবদ্ধতার কারনে ভেঙে পড়েছিল, ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যানের,


নিজ অর্থায়নে ও নির্দেশনায় এবং সাধারণ মানুষের চলাচলের জন্য দ্রুতগতিতে রাস্তাটি সংস্কার কাজ শুরু করা হয়েছে, এ বিষয়ে সোনারগাঁও টিভিকে পিরোজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী। 

রাসেল ভূইয়া জানান,জনসাধারণের কথা চিন্তা করে আমাদের প্রানপ্রিয় নেতা, মানবিক চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নিজ অর্থায়নে ১,২,৩,নং ওয়ার্ডের জনগনের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে, উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন, সে জন্য আমরা অত্র এলাকাবাসির পক্ষ থেকে প্রিয় নেতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে মহান রাব্বুল আলামীনের দরবারে, ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক এম এ সালাম ভূইয়া, ও আঃলীগ নেতা আবুল হোসেন প্রমুখ। 


উল্লেখ্য যে গত ১৬ ই জুন এই রাস্তাটি সংস্কারের বিষয়ে সোনারগাঁও টিভিতে একটি নিউজ হয় তারই ধারাবাহিকতায় উক্ত রাস্তাটি সংস্কার কাজ অব্যাহত রয়েছে।  


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget