সোনারগাঁও টিভি,
সোনারগাঁও পৌরসভার যাদুঘর ১ নাম্বার গেইট থেকে টিপরদী মোড় পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ও রাস্তাগুলোর কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দকে পরিণত হয়েছে। এমনকি পৌর এলাকার বেশ কিছু রাস্তা দেখে বোঝার উপায় নেই যে কোনটা পাকা আর কোনটা কাঁচা রাস্তা।
আর এই কারণে যানবাহন ও জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পাড়েছে ঐ সকল রাস্তাগুলো। যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটারসহ নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে এই পৌরসভার হাজার হাজার মানুষের। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভার পুরান টিপরদী এলাকার পুরা রাস্তাগুলোর কাপের্টিং উঠে গিয়ে, ছোট বড় খানা খন্দকে পরিণত হয়েছে। এমনকি রাস্তার বড় বড় গরত ও রাস্তাগুলো ভেঙে পড়েছে। ফলে এ পৌরসভার প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগের মাধ্যম ছোট বড় সকল যানবাহন এমনকি , ব্যাটারিচালিত অটো, ভ্যান ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পেহাতে হচ্ছে।
এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী জানান , ২০ বছর আগে রাস্তাটি করা হয়েছিল, দীঘদিন থেকে রাস্তা সংস্কার না হওয়ায় কয়েক হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে সময়মতো গন্তবস্থলে পৌঁছাতে পারেন না।
পুরান টিপরদী বাস স্টান থেকে যাদুঘর পর্যন্ত কয়েক বছর ধরে রাস্তাগুলো সংষ্কার না করায় খানাখন্দকে পরিণত হয়েছে, সাধারণ মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে।এলাকাবাসী দাবি জরুরি ভিত্তিতে বড় বড় খানাখন্দক ও ভেঙে যাওয়া রাস্তাগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে সোনারগাঁ পৌরসভার মেয়রের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
Post a Comment