শার্শায় গাজাঁ কারবারিকে আটক করেছে পুলিশ

 সোনারগাঁও টিভি,

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল সহ মোঃ  মনিরুল ইসলাম(২৫) কে নামে একজনকে আটক করেছে পুলিশ। 


শুক্রবার  (২৫জুন)দুপুর ২টার সময় অভিযান চালিয়ে মোঃ মনিরুল ইসলামকে  আটক করে গোড়পাড়া ফাঁড়ির পুলিশ।


আটক মনিরুল ইসলাম যশোরের কোতয়ালী থানার বৌলপুর গ্রামের আব্দুল হক খোকনের ছেলে। 


পুলিশ জানায়,গোপন খবর আসে এক জন মাদক ব্যবসায়ী  মাদকের  একটি চালান নিয়ে শার্শার লক্ষ্মণপুর  ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অবস্থান করছে ।এমন খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজাজ রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে  সেখানে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল সহ একজনকে আটক করে পরে মোটরসাইকেলে তল্লাশি করে  ১ কেজি গাঁজা উদ্ধার   করে। 


শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget