April 2021

সোনারগাঁও টিভি,

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলা করেছেন  হেফাজত নেতা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা,


হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ও একাধিকবার শারীরিক সম্পর্ক এবং আটকে রাখার অভিযোগে হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁ থানায় হাজির হয়ে নারী ও শিশু নির্যাতনের মামলা করেন।



৩০ এপ্রিল, শুক্রবার সকাল বেলা তিনি থানায় এ অভিযোগ দারের করেন।


মামলার অভিযোগে ঝর্ণা জানান, বিয়ের প্রলোভন ও অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল হক তার সঙ্গে সঙ্গে সম্পর্ক করেছেন। কিন্তু বিয়ের কথা বললে মামুনুল কালক্ষেপণ করতে থাকেন। ২০১৮ সাল থেকে মামুনুল বিভিন্ন হোটেল, রিসোর্টে তাকে নিয়ে যান।



গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে অবস্থিত  রয়্যাল রিসোর্টে স্থায়ী জনতা তাদেরকে আটক করলে হেফাজত নেতাকর্মীরা ভাঙচুর ও আমলীগের পার্টি অফিস ভাঙচুর করে তাদের ছিনিয়ে নিয়ে যায়।

জানাযায়, ২০০৫ সালে তার স্বামী শহীদুল ইসলামের মাধ্যমে মামুনুল হকের সঙ্গে পরিচয় হয় জানিয়ে ঝর্ণা বলেন, “স্বামীর বন্ধু হওয়ায় আমাদের বাড়িতে মামুনুলের অবাধ যাতায়াত ছিল। মামুনুলের কারণে আমাদের দাম্পত্য জীবন চরমভাবে বিষিয়ে ওঠে।

সাংসারিক এই টানাপোড়েনের একপর্যায়ে মামনুলের পরামর্শে বিবাহবিচ্ছেদ হয়।”


ঝর্ণা আরো জানান, বিচ্ছেদের পর তিনি সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিকভাবে অসহায় হয়ে পড়েন। এ সময় মামুনুলের কথায় তিনি খুলনা থেকে ঢাকায় চলে আসেন। ঝর্ণা বলেন, “মামুনুল আমাকে তার অনুসারীদের বাসায় রাখেন। সেখানে নানাভাবে আমাকে প্রস্তাব দেন। একপর্যায়ে পারিপার্শ্বিক অবস্থার কারণে তার প্রলোভনে পা দিই। এরপর তিনি উত্তর ধানমন্ডির নর্থ সার্কুলার রোডের একটি বাসায় আমাকে সাবলেট রাখেন।”

জান্নাত আরা ঝর্ণা অভিযোগে বলেন, “

আমি আমার বড় ছেলেকে আমার দুরবস্থার সব কথা জানাই এবং আমাকে বন্দিদশা থেকে উদ্ধারের জন্য আইনের আশ্রয় নিতে বলি। পুলিশ আমাকে উদ্ধারের পর বাবার জিম্মায় দেয়। সেখানে আমি আমার পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়।”


বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। 



 সোনারগাঁও টিভি 

ইকরামুল ইসলাম বেনাপোল  প্রতিনিধি  : যশোরের শার্শা উপজেলায় সরকারী ভাবে বোরো মৌসুমে ধান সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নাভারন বাজারে খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।



সামাজিক দুরত্ব বজায় রেখে উপেজলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লালটু মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল, নাভারন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহরাব হোসেন,  সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুরাদ হোসেন ও শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান প্রমুখ। 

শার্শা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মামুন হোসেন খান বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ২৮শ’ ৮৯ মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


এবার কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকের নিকট থেকে সর্বনিম্ন ১ টন এবং সর্বোচ্চ ৩ টন করে ২৭ টাকা কেজি মূল্যে ধান সংগ্রহ করা হবে বলে জানান নাভারন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান।

সোনারগাঁও টিভি,

ইকরামুল ইসলাম যশোর  প্রতিনিধি: 

৮৫ যশোর-১(শার্শা)'র মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের নির্দেশক্রমে যশোর জেলা ছাত্রলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলা ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে ১ নং ডিহি ইউনিয়ন এর অসহায় মেহনতী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।


উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি  রাশেদ খান মেনন। এছাড়া উপস্থিত ছিলেন ১নং ডিহি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মমিন এবং সাথে উপস্থিত ছিলেন ঢাকা কলেজস্ত যশোর ছাত্র কল্যাণ ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক তামহীদ ঈশাদ দীপ্ত, শার্শা উপজেলা ছাত্রলীগের উপ তত্ত্ব ও গবেষণা বিষয়ক সম্পাদক নূর আলম লিটন, সরকারি এম এম কলেজ ছাত্রলীগ নেতা বি এম সুজন হুসাইন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসানুরুজ্জামান, আব্দুল জব্বার, সৈয়দ জনি, মিঠু, আশরাফুল ইসলাম , হৃদয় হোসেন, সাগর হোসেন, শফিকুল ইসলাম, মুসা হোসেন,আল আমিন, আব্দুল্ল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সোনারগাঁও টিভি,

ইকরামুল ইসলাম বেনাপোল  প্রতিনিধি : সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের উদ্যোগে শার্শা উপজেলার নাভারন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার সময় নাভারন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে এসব খাদ্য সমগ্রী বিতরন করা হয়।


সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আধুনিক ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ পুলিশের আইকন, পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নীতিবাচক ধ্যান ধারনা পাল্টে দিয়ে যিনি মানব সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং মানব সেবায় একজন নিবেদিত প্রাণ জনাব মোঃ মনিরুজ্জামান (বিপিএম-বার, পিপিএম-বার) এডিশনাল ডিআইজি, এন্টি টেরোরিজম ইউনিট বাংলাদেশ পুলিশ। তার বিচক্ষণতা, দূরদর্শিতা, নেতৃত্ব, কর্মদক্ষতা, পেশাদারিত্ব, ব্যবস্থাপনা গুণাবলীতে বাংলাদেশ পুলিশ বাহিনীকে উচ্চ মাত্রায় নিয়ে যান। তিনি সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন। তাদের লক্ষ্য পথ শিশুদের সামগ্রিক কল্যাণ সাধন করা। তারই সহধর্মিনী ও মোছাঃ নাসিমা সুলতানা (অ্যাসোসিয়েট প্রফেসর) ইডেন সরকারি মহিলা কলেজ, ঢাকা। তিনি নিজেকে কর্মের গন্ডির মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন সমাজের অবহেলিত শিশুদের মাঝে। না ফেরার দেশে চলে যাওয়া তার এক অকালপ্রয়াত শিশুসন্তান জীবন এবং প্রয়াত শ্বশুর-শাশুড়ির নামে প্রতিষ্ঠিত করেন সালেহা কবীর জীবন ফাউন্ডেশন। তিনি সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মূলত দারিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা বিতরণ, বৃত্তি, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত দারিদ্র্য শিক্ষার্থী এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকেন।

৭৫জন শিক্ষার্থীদের মাঝে ১০ কেজি চাউল, ২কেজি ডাউল, ২ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১কেজি রসুন, ১ লিটার সোয়াবিন তেল ও ১কেজি লবণ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা পুলিশের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, নাভারন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ লাইলা আফরোজ মলি, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান, শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোরাদ হোসেন, শার্শা উপজেলা প্রতিবন্ধি কল্যান সমিতির সভাপতি আবুবাক্কার প্রমূখ।

সোনারগাঁও টিভি,


ইকরামুল ইসলাম বেনাপোল   প্রতিনিধি : 

ভারতর পেট্রাপোলে আটকা পড়া তিন শতাধিক যাত্রীর মধ্য ৭০ বাংলাদশী পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার তারা দেশে ফেরেন। ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগর আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপাল একটি আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা তাদের নিজ খরচে সেখান অবস্থান করবেন। 


কোলকাতায় বাংলাদেশের ডপুটি হাই কমিশন অফিস থেকে এনওসি নিয়ে দেশে ফেরেন তারা। 

এদিক, বাংলাদশ অবস্থানরত ৫৮ জন ভারতীয় নাগরিক ফেরত নিয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তপক্ষ। আজ ২৮ জন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় পাসপোর্ট যাত্রী ভারতে ফিরেছে। বাংলাদেশ সরকার ১৪ দিনর জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের ঘাষণা দেয়ার আগে অনেক পাসপোর্ট যাত্রী দেশে ফেরার জন্য রওনা হয়েছিলেন।


ভারত সীমান্তে অপেক্ষায় থাকা বাংলাদেশিরা জানান, অন্তত একদিন আগে বর্ডার বন্ধের ঘোষণা দওয়া উচিত ছিল। তাহলে বর্ডার এসে আমাদের এই বিপদে পড়তে হতো না। ওপারে আটকে থাকা পাসপোর্ট যাত্রীদর মধ্যে বেশির ভাগ রোগী এবং শিক্ষার্থী। গত দুই দিন ধরে আটকে থাকায় অনেক রোগী অসুস্থ‍্য হয়ে পড়েছেন বলে জানা গেছে।


বনাপাল সি এন্ড এফ এজটর সাবক সভাপতি আলহাজ্ব শামছুর রহমান বলন, দশর বহত্তম ¯ল বদর হছ বনাপাল। এই বদর হাজার হাজার মানুষর জীবন জীবকার একমাত্র উৎস কাজই এই বদর আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রাখা অতÍ্য গুরুত্বপূর্ন। বনাপাল রফতানি গট কাস্টমস ও বদরর যথ স্বা¯্য বিধি নিশ্চিত কার্যক্রমর জন্য ব্যবসায়ীদর পক্ষ থক বনাপাল কাস্টমস হাউস ও বদর কর্তপক্ষক ধন্যবাদ জানাই। 

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ১৪ দিন ইমিগ্রেশন বন্ধের নির্দেশশনাপত্র পেয়েছি। সকাল থেকে পাসপোর্ট যাত্রীদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা বন্ধ রাখা হয়েছে। হাইকমিশনার কর্তৃক বিশেষ অনুমতিপত্র নিয়ে আসা যাত্রীদের ছাড় দেয়া হচ্ছে। #

সোনারগাঁও টিভি,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকা থেকে ছিনতাই হওয়ায় কাভার্টভ্যান উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওই কাভার্টভ্যানটি ছিনতাই হয়।


রাতেই মেঘনা শিল্প নগরীর ঝাউচর এলাকার সান ফেব্রিকস নামের একটি কোম্পানির পরিত্যক্ত গোডাউন এর সামনে কাভার্টভ্যানটি উদ্ধার করা হয়। এঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,


নারায়ণগঞ্জ  থেকে ছেড়ে আসা একটি কাভার্টভ্যান প্রায় দেরকোটি টাকার মূল্যের ঢাকা মেট্রো ট-১১৬২৪৯ রপ্তানিযোগ্য পন্য নিয়ে  সিলগালা করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।


পথে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের টিপুরদী এলাকায় পৌঁছালে কাভার্টভ্যানটি চালক ও হেলপারের সহযোগিতায় ছিনতাই হয়। পরে ওই কাভার্টভ্যানটি ঝাউচর এলাকার সান ফেব্রিকস নামের একটি কোম্পানির গোডাউনের নেওয়ার সময় কোম্পানির ভেতরে বালুর মধ্যে আটকে যায়। পরে

কার্ভাটভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়।

সান ফেব্রিকসের সিকিউরিটি ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, দু’তিন দিন আগে ঝাউচর গ্রামের সামসু ওরফে আদম সামসুর ছেলে জসিমউদ্দিন বাবু ও ছয়হিস্যা গ্রামের আকতার হোসেনের ছেলে লিটন আমাদের পরিত্যক্ত একটি গোডাউন ভাড়া নেওয়ার জন্য আসে।


এখানে কিছু মালামাল রাখবে বলে জানায়। সোমবার রাতে জসিমউদ্দিন বাবু ও লিটন গাড়ি নিয়ে এসে জোরপূর্বক ফ্যাক্টুরির ভেতরে ঢুকিয়ে দেয়। বাধা দিলেও কথা শুনেনি। গাড়িটি বালুর মধ্যে আটকে গেলে তারা পালিয়ে যায়। বিষয়টি মালিক পক্ষের লোকজনের সঙ্গে আলোচনা করে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

সান ফেব্রিকসের কর্মকর্তা জানান


কোম্পানির পক্ষ থেকে গোডাউন ভাড়া দেওয়া হয়নি।


জসিমউদ্দিন বাবু ও লিটন গাড়ি এনে কোম্পানির ভেতরে ঢুকিয়ে দেবে আমাদের লোকজন বুঝতে পারেনি। তবে গাড়িটি বালুর মধ্যে আটকে গেলে ৭-৮জন লেবারসহ চালকে হেলপার, বাবু ও লিটন পালিয়ে যায়। পরে পুলিশকে জানানো হয়েছে।

ঝাউচর গ্রামের আল আমিন জানান, কোম্পানির ভেতরে একটি গাড়ি বালুতে আটকে গেলে বলে আমাকে কেরেন দিয়ে উদ্বারের জন্য জানায়। পরবর্তীতে গাড়ির চালক ও হেলপারকে খোঁজার পর তাদের পাওয়া যায়নি। পরে সন্দেহ হলে কাভার্টভ্যানের বডি থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করে ফোন দিলে গাড়িটি টিপুরদী এলাকা থেকে ছিনতাই হয়েছে বলে জানিয়েছে। ঘটনার পর থেকে চালক ও হেলপারের মোবাইল বন্ধ রয়েছে।

অভিযুক্ত জসিমউদ্দিন বাবুর সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়,

সোনারগাঁও থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, একটি কোম্পানির ভেতর থেকে রপ্তানিযোগ্য পন্যসহ সিলগালা করা একটি কাভার্টভ্যান উদ্ধার করা হয়েছে। কাভার্টভ্যানের লোকজনকে খবর দেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

সোনারগাঁও টিভি 

নিজস্ব প্রতিবেদক

উপজেলার বেনাপোল পোর্টথানাধীন বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের  শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আব্দুর রব(৪৫) কে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট  থানা পুলিশ।

গতকাল রবিবার (২৫ এপ্রিল) সন্ধ্যার সময় ঐ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের পশ্চিমপাড়ার তার বাড়ীর কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।



 পুলিশ বলছে,রবিবার সকালের দিকে ঐ ইউনিয়নের মাইনকা   গ্রামের  সারবাংহুদা বাজারের কামারুল(৩০) নামের এক ব্যবসায়ীকে আসামী শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আব্দুর রব তার বাহিনী নিয়ে তাকে তার বাসা থেকে উঠিয়ে নিয়ে যায়। ব্যবসায়ী কামরুল কে একটি তালাবদ্ধ ঘরে আটকিয়ে বেধড়ক মারধর করে তাকে গুরুতর জখম করে বন্দী করে সেখানে আটকিয়ে রাখে।

পরে গ্রামবাসী এ খবরটি থানায় জানালে,বেনাপোল পোর্টথানা পুলিশ সেখান থেকে কামারুল কে উদ্ধার করে। অপরদিকে পাশের বাড়ীতে পালিয়ে থাকা সন্ত্রাসী আব্দুর রব কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

এদিকে,কামারুলের উদ্ধারে তার পরিবার  সারবাংহুদা বাজারের ব্যবসায়ীগণ সন্ত্রাসী আঃরব কে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ায় সন্ত্রাসী রবের বাহিনী গতকাল সন্ধ্যা ৭টার দিকে সারবাংহুদা বাজারে ব্যবসায়ীদের উপর আক্রমণ চালায়। তিনজনের হাতে একটি দোনলা বন্দুক,২টি পিস্তল এবং কয়েকটি হাত বোমা দেখতে পায় এলাকাবাসী। তারা ঐ বাজারের এক ধাণ্য ব্যবসায়ী শাহাবুদ্দীন শিয়া'র মাথায় পিস্তল ঠেকিয়ে বলে " রব কে ধরিয়ে দিয়েছে কে কে বল" তারা রব কে ছাড়ানোর জন্য বড় অংকের টাকা দাবি করে ভয় দেখায় এবং চড় থাপ্পড় মারে। পরে বাজারের লোকজনের চিৎকারে সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার বর্ননা দিয়ে ধাণ্য ব্যবসায়ী শাহবুদ্দিন শিয়া এবং সেখানকার একজন বাসিন্দা সিএন্ডএফ ব্যবসায়ী তারিকুজ্জামান বলেন, সন্ত্রাসী রবের পাশাপাশি চিহ্নিত ঐ তিন সন্ত্রাসী অবিলম্বে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানান। তারা এখন ঐ বাহিনী কর্তৃক আতংকিত রয়েছেন। সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা দোকানপাঠ বন্ধ রাখবেন বলে জানিয়ে দেন।

ঘটনায় জড়িত দের কে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঐ এলাকার ১নং ওয়ার্ডের আ.লীগ সভাপতি ও বেনাপোল বন্দরের হ্যান্ডলিং শ্রমিক-৯২৫ এর সহ সভাপতি মো. আব্দুর রশিদ এক বিবৃতিতে বলেন, "সন্ত্রাসীদের কোন দল নাই, সন্ত্রাসী কার্যক্রম যারা চালিয়েছে, আ. লীগ সরকার তাদের কে বরদাস্ত করবে না"। বাজার ব্যবসায়ীদের সাথে সহমত পোষণ করে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানিয়েছেন, আহত কামারুল কে আমরা উদ্ধার করেছি এবং আসামি  আব্দুর রব কে আমরা ধরতে সক্ষম হয়েছি, বাকি পলাতক অস্ত্রবাজদের কে ধরতে পুলিশের তৎপরতা জোরদার  রয়েছে, সন্ত্রাসীরা যেখানেই আত্মগোপণ করে থাকুক না কেন, আমরা তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা করবো।

সোনারগাঁও টিভি,


ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি 

৮৫ যশোর ১(শার্শা)র মাননীয় সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন এমপি মহদয়ের নির্দেশক্রমে যশোর জেলা ছাত্রলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলা ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে ২নং লক্ষনপুর ইউনিয়নের অসহায় ও দুস্থদের  মাঝে ইফতার বিতরণ করেন ৷



 ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি  রাশেদ খান মেনন৷ এ সময় আরও  উপস্থিত ছিলেন ঢাকা কলেজস্ত যশোর ছাত্র কল্যাণ ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক তামহীদ ঈশাদ দীপ্ত, ছাত্রনেতা মামুন শিকদার,  হাসানুরুজ্জামান, ইমরান,  জনি, শরিফুল ইসলাম, আশিকুর রহমান, আসাদুজ্জামান আরমান, আশরাফুল ইসলাম ,হৃদয় হোসেন প্রমূখ।

সোনারগাঁও টিভি 

ইকরামুল ইসলাম যশোর  প্রতিনিধিঃ বেনাপোল বাজার বলফিল্ডের সামনে ট্রাকের ধাক্কায় কুব্বাত আলী (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।



সোমবার (২৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।


নিহত কুব্বাত আলী বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আয়ুব আলীর ছেলে।


বেনাপোল পোর্ট ডিউটি মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, যশোর থেকে বেনাপোল গামী ট্রাক (যশোর-ট-১১-১৭৫১) বেনাপোল শহরে ঢোকার প্রাক্কালে বেনাপোল  বলফিল্ডের সামনে একজন সাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দিলে সাইকেল আরোহী কুবাদ আলী গুরুতর আহত হয়। আহত কুবাদ আলীকে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।


এঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে। আর ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।

সোনারগাঁও টিভি,

সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জনাব জাহিদ হাসান জিন্নাহ ইউনিয়নের রাস্তা-ঘাট অবকাঠামোর উন্নয়নে দিনরাত বিরামহীন কাজ করে যাচ্ছেন। একের পর এক কাজের ধারাবাহিকতায় সোমবার (২৬ এপ্রিল) সকালে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আনোয়ারের দোকান হতে জহির হোসেনের ভিটি পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। 


 এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন,  সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য শাহিনা আক্তার, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মোঃ জামাল হোসেন, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মোল্লা,  সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, আব্দুল কাদের, মোতালেব, নুর হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 


এসময় জনাব জাহিদ হাসান জিন্নাহ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, জনপ্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সুষম বন্টনের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি গ্রামে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা এবং মানুষের পাশে থেকে সেবা করে যাওয়া। আগামীর দিনগুলোতে যাতে সকলের সেবা করতে পারেন সেজন্য তিনি ইউনিয়নবাসীর সকলের দোয়া চেয়েছেন।

 সামাজিক সেচ্ছাসেবী সংগঠন সােনারগাঁ ড্রিমসের পক্ষ থেকে ৩০০ রোজাদারের মধ্যে ইফতার বিতরন করা হয়েছে।



সােনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মােহাম্মদ হােসাইনের সার্বিক সহযােগিতায় শনিবার বিকেলে পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কর্মব্যস্ত রোজাদারদের মধ্যে এই ইফতার বিতরণ করা হয়।


সােনারগাঁ ড্রিমসের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মােহাম্মদ হােসাইন বলেন, করোনার লকডাউনে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে ব্যতিক্রমধর্মী এ ইফতার আয়োজন করেছেন সামাজিক সেচ্ছাসেবী সংগঠন সােনারগাঁ ড্রিমস। বিনামূল্যে ইফতার পেয়ে আনন্দিত খেটে খাওয়া সাধারণ মানুষ।


এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ ড্রিমস এর চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তারেক ফয়সাল, সোনারগাঁও পৌরসভা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ রাজিব, সাদীপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা পারভেজ আহমেদ, সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হৃদয় শিকদার, পরিবেশ রক্ষ ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, মহাসচিব মিযানুর রহমান, সহ সভাপতি বোরহান খান, আমিনুল ইসলাম আমিন, গাজী আরিফুর রহমান, সোহেল রানা, মোঃ মহসিন, মোহসিন সরকার,ঋতু আমিন, জিসান আহমেদ টিপু, নাঈম ভূইয়া প্রমুখ।

সোনারগাঁও টিভি,

আন্তরিকতার সাথে করোনা মহামারী ও জনসচেতনতায় বিশেষ  অবদান রেখেছেন নিঃসন্দেহে আপনার এ অবদান কৃতিত্বপূর্ণ আপনি সমাজ ও এলাকার গৌরব এ অসামান্য কৃতিত্বের জন্য, পিরোজপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের সদস্য আ আলহাজ্ব   সেলিম রেজাকে সোনারগাঁও টিভি২৪,

এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়,

করোনা ভাইরাস মহামারি মোকাবেলায় প্রত্যক্ষভাবে যারা কাজ করছেন, তাদেরকে অনুপ্রাণিত করতে ও উৎসাহ দিতে এবং তাদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ


সোনারগাঁও টিভি২৪,পক্ষ থেকে - সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব সেলিম রেজাকে সম্মাননা স্মারক,


করোনা প্রাদুর্ভাব শুরু থেকে এখন পর্যন্ত ব্যক্তিগত ও সরকারি ভাবে, নিম্নআয়ের ও অসহায়, পরিবারের মাঝে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এবং নিজের পরিবারের মায়া ত্যাগ করে, দুস্ত মানুষের হাতে ত্রান ও খাবার সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছিয়ে দিচ্ছেন, সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের সদস্য, আওয়ামী যুবলীগের  পিরোজপুর ইউনিয়নের সাবেক সভাপতি   ও আ'লীগ নেতা


আলহাজ্ব সেলিম রেজার এ মহতি কর্মকাণ্ড সমাজ ও এলাকার  অগ্রগতি ও সমৃদ্ধির পথ উন্মোচনে অতিশয় ভূমিকা রাখবে।


সোনারগাঁও টিভি,

করোনা পাদুর্ভাব এর ২য় ডেউ মোকাবিলায় অসহায় ভিক্ষুদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থসহ  বিতরণ,


সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন এর সফল চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম নিজ উদ্যোগে এবং নিজ অর্থয়ানে। সাম্প্রতিক সময়ে সারা দেশে করোনা ভাইরাস এর সংক্রমণ এর মহামারীতে অনেকটাই কর্মহীন হয়ে পরেছেন সাধারণ পেশার মানুষ।

ও নিম্নআয়ের পরিবারের পাশাপাশি 

অসহায় ভিক্ষুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

২৩ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা নামাজের পর মেঘনা শিল্পনগরী এলাকায়, রিয়াজুল জান্নাত কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সংলগ্ন  রাস্তায় করোনা ভাইরাসের ২য় ধাপ  মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ২শত অধিক এর বেশি ভিক্ষুকদের  মাঝে চাল,ডাল,তেল,আলু,লবন, পিয়াজ ও আটাসহ নগদ অর্থ বিতরণ করেন।

এরই মধ্যে করোনা কালিন সময়ে সাধারণ মানুষের মাঝে খা্দ্য ও নগদ অর্থ সহ ত্রান সামগ্রী দিয়ে প্রসংশা কুরিয়েন ও মানবতার ফেরিওয়ালা খেতাপ পেয়েছেন, 

এসময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, গরীব দুস্থ ও অসহায় মানুষদের জন্য শুধু ত্রাণ দিলে চলবে না তাই আমি ভিক্ষুকদেরকেও ত্রান বিতরণ করছি। শুধু ভিক্ষুক নয়,অনেক মানুষ আছে যারা না খেয়ে থাকলেও কারো কাছে মুখ খুঁলে বলতে চায় না।তাই ছাত্র লীগ ও যুবলীগের নেতা কর্মীদের  মাধ্যমে অসহায় দুস্ত পরিবারকে সহযোগীতা করে যাচ্ছি। 


তিনি বলেন,এই দুর্যোগেই শুধু নয়,গত বছরও ত্রান সহয়তা করেছি, ইনশাআল্লাহ যতদিন বেচে থাকবো আল্লাহ আমাকে তৌফিক দিলে সবসময়ই চেষ্টা করবো বিপদগ্রস্ত অসহায়দের পাশে থাকতে।




এসময় উপস্থিত ছিলেন,

আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ হাজী আলম, আবু হানিফ, যুবলীগ নেতা লুৎফুর রহমানসহ,

পিরোজপুর ইউনিয়নের ত্রান কমিটির সদস্যরা

 সোনারগাঁও টিভি,

 ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি 

এবার কৃষকের সোনালী পাকা ধান কেটে দিয়ে সহযোগিতা করেছেন দেশ সেরা উদ্ভাবক খ্যাত শার্শার মিজানুর রহমান।


বৃহস্পতিবার সকালে উপজেলার চটকাপোতা গ্রামের এক কৃষকের ধান কেটে প্রথমবারের মতো নজির স্থাপন করলেন তিনি । 


এসময় উদ্ভাবক মিজান বলেন, করোনা সংক্রমনে সারাদেশে চলছে লকডাউন। বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণ সহ কৃষকের মাঝেও পড়েছে অর্থ সংকট সহ নানান সমস্যা।


এসময় বিভিন্ন সংগঠন সহ সমাজ সেবাই এগিয়ে আসা ব্যক্তিদেরকে কৃষকের স্বপ্নের সোনালী বরো ধান কেটে সহযোগিতা করার আহবান জানাচ্ছি। 


বিস্তৃর্ণ ফষলের মাঠ জুড়ে উঁকি দিচ্ছে সোনালী ধান। কঠোর  শ্রম ও দীর্ঘ প্রতিক্ষার পর বরো ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। কেউ কেউ কাটা, ঝাড়া ও মাড়াই করলেও এখনো অনেক কৃষকেরই ধান কাটা পড়েনি।


তাই এসময় গরীব কৃষকের সোনালী ফসল কেটে দিয়ে কিছুটা হলেও সহযোগিতা করার জন্য দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন উদ্ভাবক মিজান।

সোনারগাঁও টিভি,

ইকরামুল ইসলাম, যশোর  প্রতিনিধি : বিশ্বব্যাপী বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশ ও ভারতে করোনা সংক্রামন ছড়িয়ে পড়েছে। এসময়ে অক্সিজেন (গ্যাসের) চাহিদা বাড়ছে। ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি করা হচ্ছে ট্যাংক ভর্তি তরল অক্সিজেন। গত এক সপ্তাহে এসেছে ৫শ' মে. টন গ্যাস। যার প্রতিটনের আমদানি মূল্য ১৬৫ ডলার।


বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান, বশ্বিক করোনায় ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনীয়ত বাড়ছে। ফলে ভারতে অক্সিজেন স্বল্পতা থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে সোহার্দ্য সম্প্রতি ও বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশকে তরল অক্সিজেন দিচ্ছে ভারত। গত ৭দিনে এসেছে ২৯ট্যাংকারে ৪৯৮টন ৮৪০কেজি অক্সিজেন। ১৩এপ্রিল থেকে শুরু হয় আমদানি।


বেনাপোল স্থলবন্দর পরিদর্শক ট্রাফিক এ কে এম সাইফ উদ্দিন বলেন, আগ্রাধিকার ভিত্তিতে তরল অক্সিজেনের চালান লোড আনলোড করা হচ্ছে। পাঠানো হচ্ছে সংশ্লিষ্টদের কাছে। যার আমদানী কারক পিওর অক্সিজেন, ইসলাম অক্সিজেন, লিনতে বিডি, স্পেক্ট্রা অক্সিজেন। ইতোমধ্যে ৫শ' মে. টন অক্সিজেনের খালাস দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

 ভারত থেকে তরল অক্সিজেন আমদানি চলমান আছে বলে জানান এ কে এম সাইফ উদ্দিন। দিনে-রাতে খালাস প্রক্রিয়া চলছে। দেশ ও জাতির স্বার্থে বন্দর কাষ্টম, ব্যাবসায়ি ও বন্দর ব্যাবহারবারীরা আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন।  দুর্যোগ ও জাতীর দুর্দিনে জীবন বাঁচাতে গ্যাস দিয়ে সহায়তা করছে বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত। ভারতের এ উদারতাকে সাধুবাদ জানান ব্যাবসায়ি নেতারা। #

সোনারগাঁও টিভি,

সোনারগাঁ উপজেলা আ'লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম এর উদ‍্যোগে খাদ্য সামগ্রী ও স্বাস্থ‍্যসুরক্ষা মাস্ক   বিতরণ 


নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম এর সার্বিক অর্থায়নে৷ 

করোনা ভাইরাস (কোভিড ১৯.) এর ২য় ধাপ মোকাবেলায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে, অসহায় ও দুস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন।


 ২২ এপ্রিল বৃহস্পতিবার সকাল বেলা পিরোজপুর ইউনিয়নের  মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে প্রায় ৩ শত নিম্নআয়ের মানুষের  মাঝে, চাল, ডাল,তেল,আলু,পেঁয়াজ, লবন,সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন, 


এ বিষয়ে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান,

 করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে সরকার অঘোষিত  লকডাউন দেওয়ার ফলে নিম্নআয়ের মানুষ সহ অসহায়  দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ব্যাপক সংকট দেখা দিয়েছে তাই,


আমি আমার পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করবো সে সাথে তাদের মাঝে ঈদ সামগ্রী যথাযথ সময়ে এই অসহায় দুস্ত পরিবারের মাঝে  খাদ্য গতপৌঁছে দিব ।



এ উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ও  ত্রান কমিটির, নেতৃবৃন্দ,, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ও সাংগঠনিক সম্পাদক আরিফ  মিয়া,ইউপি সদস্য হাজী সেলিম রেজা, 


শাহাবুদ্দিন প্রদান, আলম হাজী, আবু হানিফ, মাসুম বিল্লাহ, আল আমিন,শাহিন,লুৎফর রহমান, জহির চান, 

 ছাত্রলীগের সভাপতি ফয়সাল ভূইয়া মামুন প্রমুখ। 



সোনারগাঁও টিভি,

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে করোনার মহাসংকটে শার্শা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে নাভারণ বাজারে অসহায় দুঃস্থ ও পথচারীদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়েছে। 


এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহম্মেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ  ইব্রাহীম খলিল,


 শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  সোহরাব হোসেন, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম, শার্শা উপজেলা যুবলীগ সদস্য সাংবাদিক সেলিম রেজা এবং উপজেলা  ছাত্রলীগের  সভাপতি  আব্দুর  রহিম সরর্দারসহ  ছাত্রলীগ নেতাকমীরা। 


সোনারগাঁও টিভি,

ইকরামুল ইসলাম বেনাপোল  প্রতিনিধিঃ দেশে চলছে মরণব্যাধি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আর এ ভাইরাস মোকাবেলায় সরকার দেশব্যাপী প্রথম সাতদিন ও পরে আরো সাতদিন লকডাউনের ঘোষণা দেন। সরকারের এ ঘোষনায় একাত্মতা প্রকাশ করে সাধারণ মানুষ আজ ঘর বন্ধি হয়ে আছে।



আর এ ঘরবন্দী বিপর্যস্ত ছিন্নমূল মানুষের জন্য মাসব্যাপী ইফতার বিতরণের উদ্যোগ গ্রহন করে কেন্দ্রীয় যুবলীগ।


মাসব্যাপী এ কর্মসূচির আজ ৮ম দিনে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আলাদা ভাবে রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগ সদস্যরা।


এ সময় বিভিন্ন পথচারী,ছিন্নমূল,গরীব অসহায়,মানুষের মাঝে এ সব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


 কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান জানান,যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে মাসব্যাপী ইফতার সমগ্রী বিতরণের আজ ৮ম দিনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পথ শিশু ও ছিন্নমুল মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এবং এ কর্মসুচী সারা রোজার মাসব্যাপী চলবে বলে তিনি জানান।


এ সময় যুবলীগ কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

 সোনারগাঁও টিভি,


 ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: "করোনায় ভয় নয়, সচেতনতাই হবে জয়" এই প্রতিপাদ্যে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ টিকা নিলেন ৮৫ যশোর-১ (শার্শা)'র মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।



মঙ্গলবার বেলা ১১টার সময়  শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাকালীন সময়ের একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন তিনি।


শার্শার উন্নয়নের রুপকার, দেশরত্নের আস্থাভাজন, করোনাকালীন সময়ে যে মানুষটি নিজের ও পরিবারের মায়াত্যাগ করে শার্শার জনগণের পাশে ছিলেন ছাঁয়ার মত। 


জানের ও প্রাণের নন্দিত জননেতা, দেশবরেণ্য শিল্পপতি শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়ের করোনার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করাই ব্যাপক আস্থা ফিরেছে জনগণের মাঝে। 


এসময় করোনা ভ্যাকসিন নিয়ে সৃষ্ট গুজবে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন তিনি পাশাপাশি সবাইকে করোনা ভ্যাকসিন নিতে আহবান জানান তিনি। 


পরিশেষে সফল রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শার্শার এই প্রিয় নেতা।


এসময় আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ অনেকে।

সোনারগাঁও টিভি,

জিকে বিল্ডার্সের চেয়ারম্যান, জি কে শামীমের বড় ভাই এম এম গোলাম কিবরিয়া নাসিম এক বার্তায় দেশবাসির কাছে দোয়া চেয়েছেন, তার  ছোট ভাই জিকে শামীম করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন।


তিনি আরও জানান, শামীম অনেক বছর ধরেই হার্ট ও নিউরো সমস্যাতে ভুগছেন।

আমরা পরিবারের সবাই  দেশবাসীর  কাছে দোয়া চাই। সবাই আমার ভাই এর জন্য  দোয়া করবেন যেন সে দ্রুত সুস্থ হয়ে যান।


সোনারগাঁ উপজেলায় হেফাজত ইসলামের নেতা মাওলানাঃ মামুনুল ইস্যুকে কেন্দ্র করে হেফাজতের সহিংসতায় ভাংচুর অগ্নিসংযােগের ঘটনায় মামলার আসামি সোনারগাঁও  উপজেলার শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রবকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা  পুলিশ।



সােমবার ( ১৮ ই এপ্রিল ) রাত সাড়ে ১১ টায় শম্ভুপুরা ইউপি কার্যালয়ের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে সোনারগাঁ থানা পুলিশ গ্রেফতার করে।


সােনারগাঁ থানার সেকেন্ড অফিসার ইয়ায়ুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান , নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল – খ ) শেখ বিল্লাল হােসেনের নেতৃত্বে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাথরুমে লুকালে সেখান থেকেই হেফাজতের সহিংসতার মামলার আসামী সােনারগাঁ উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রবকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


এসময় পুলিশি অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল – খ ) শেখ বিল্লাল হােসেনের সাথে উপস্থিত ছিলেন, সােনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, সেকেন্ড অফিসার ইয়াউর রহমান সহ সােনারগাঁ থানা পুলিশের একটি টিম।


উল্লেখ্য, গত ৩ রা এপ্রিল নারায়ণগঞ্জের সােনারগাঁয়ে রয়েল রিসাের্টপ হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক তার কথিত দ্বিতীয় স্ত্রীসহ আবরুদ্ধ হয় । এ ঘটনায় তার অনরসারীরা রয়েল রিসাের্ট , উপজেলা আওয়ামীলীগ অফিস ও যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর সাংবাদিকের উপর হামলা ও মহাসড়কে অগ্নিসংযােগ করে নাশকতা চলায়। পরবর্তীতে এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২ টি ও ক্ষতিগ্রস্তরা বাদি হয়ে ৫ টি মামলা দায়ের করেন । মামলা ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮০০ জনকে আসামী করা হয় । এ পর্যন্ত ৭ মামলায় পুলিশ ৬৪ জনকে গ্রেফতার করেছেন বলে জানা যায়।

সোনারগাঁও টিভি 

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি   যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৮৮ কেজি গঁজাসহ ছহির উদ্দীন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।



শুক্রবার (১৬ এপ্রিল) দুপুর ৩ টায় বেনাপোল সীমান্তে পৃথক ৩টি অভিযান চালিয়ে এ মাদক দ্রবের চালানসহ ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।


আটক মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্টথানাধীন ঘিবা গ্রামের ছাত্তার আলীর ছেলে।


বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে মাদকের চালান দেশে মধ্যে প্রবেশ করছে। এসময় বিজিবি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এক পর্যায়ে চোরাচালানী মাদক নিয়ে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে ছহির উদ্দীন। আটককৃত গাঁজার সিজার মূল্য ৩ লাখ ৮ হাজার) টাকা


যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল সেলিম রেজা জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোনারগাঁও টিভি,

সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের কমিউনিটি হাসপাতালের রাস্তার সংস্কার কাজ শুরু।


আজ শুক্রবার ১৬ এপ্রিল সকালে সংস্কার কাজের রাস্তার উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর  রহমান মাসুম, 

জানাযায়, পিরোজপুর


ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর  রহমান মাসুমের ব্যক্তিগত অর্থায়নে ও রাসেল ভূঁইয়া রাজের এবং আবুল হোসনে এর তত্ত্বাবধানে  দুধঘাটা কমিউনিটি হাসপাতাল হইতে মঙ্গলেরগাঁও কান্দারপাড়া হানিফ প্রধান এর বাড়ি পর্যন্ত গিয়ে শেষ হবে,এ  রাস্তার সংস্কার করার ফলে প্রায় ৩ হাজার মানুষের যাতায়াত বা  যোগাযোগের ব্যবস্থা করায় উক্ত এলাকা বাসির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যান কে৷ ধন্যবাদ ও কৃতজ্ঞতা  প্রকাশ করেন।

সোনারগাঁও টিভি,

সোনারগাঁ উপজেলার শিল্প নগরীর পিরােজপুর ইউনিয়নের গঙ্গানগরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সােনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরােজপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।


বৃহস্পতিবার ( ১৫ এপ্রিল ) সকালে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি প্রত্যক পরিবারকে ৫০ হাজার টাকা করে সহযােগিতা করেন।


এসময় উপস্থিত ছিলেন , পিরােজপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাজী সেলিম রেজা , যুবলীগ নেতা মাসুম বিল্লাহ , আবু হানিফসহ সােনারগাঁ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য সদস্যরা।


জানা গেছে,গতকাল ১৪ এপ্রিল পিরােজপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের ফরিদ উদ্দিনের বাড়িতে দুপুর ২ টার দিকে বাড়ির লােকজন রােযার ইফতারের প্রস্তুতিতে নিচ্ছিলাে। এসময় রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে । আগুন লাগার পর বাড়ির লােকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে । কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের জাহিদুল ও রাজা মিয়া ৪ টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলােতে থাকা লােকজন দ্রুত বের হয়ে আসায় কোলাে হতাহতের ঘটনা ঘটেনি।


পরে স্থানীয় লােকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে সােনার ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে ।

সোনারগাঁও টিভি,


ইকরামুল ইসলাম বেনাপোল  প্রতিনিধি : ঋতুচক্রের আবর্তনে কৃষ্ণচূড়া তার মোহনীয় সৌন্দর্য্য নিয়ে আবারো হাজির হয়েছে প্রকৃতিতে। চোখ ধাঁধানো সৌন্দর্য্য যেন হার মানায় ঋতুরাজকেও। তাইতো কৃষ্ণচূড়া গ্রীষ্মকে দিয়েছে অন্য এক সৌন্দর্য। 



সারা দেশের মতো যশোরের শার্শায় প্রকৃতিতে এখন কৃষ্ণচূড়ার বর্ণিল হাওয়া দোলা দিচ্ছে। সুবাতাস ছুঁয়ে যাচ্ছে ফুল ও প্রকৃতিপ্রেমি মানুষের হৃদয়। পাখির ডানায়, হাওয়ায়-হাওয়ায় উড়ছে তার লাবণ্য। 


এ যেন গ্রীষ্মের কাঠফাঁটা রোদ্দুরকে সহনীয় করতে কৃষ্ণচূড়ার বর্ণিল রূপে সেজে উঠেছে প্রকৃতি। দেখলেই মনে হয় কৃষ্ণচূড়ার রঙের আগুন জ্বলছে শাখায় শাখায়।


গাছে গাছে রক্তিম আভা নিয়ে জেগে থাকা কৃষ্ণচূড়া দৃষ্টি কাড়ছে সেইসব ফুলপ্রেমি মানুষদের, যারা শত ব্যস্ততার মধ্যেও ফুলের জন্য অপেক্ষা করেন। আর কৃষ্ণচূড়ার জন্য প্রহর সৌন্দর্য উপভোগ করতে প্রহর গোনেন।


এখানকার বেশ কয়েকজন ফুল ও প্রকৃতিপ্রেমি মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা ফুলপ্রেমি মানুষ, তাদের কাছে কৃষ্ণচূড়া একটি জনপ্রিয় ফুল। 


নানা বৈশিষ্ট্যে দৃষ্টিনন্দন এ ফুলের কদর রয়েছে সব মহলেই। বিশেষ করে বাংলা কাব্য, সাহিত্য, সংগীত ও বিভিন্ন উপমায় কৃষ্ণচূড়া ফুলের কথা ব্যাপকভাবে উঠে এসেছে। 


ফুলটির রং এত তীব্র যে অনেক দূর থেকেই চোখে পড়ে। হঠাৎ দূর থেকে দেখলে মনে হবে, কৃষ্ণচুড়া গাছে যেন রঙের আগুন লেগেছে।


 সরেজমিনে দেখা গেছে, এই প্রতিটি গ্রামে কিংবা শহর এলাকার কোথাও না কোথাও দেখা মিলছে কৃষ্ণচূড়ার।  এলাকার বেশ কিছু পাড়া-মহল্লায়ও ফুলটি সগর্বে জেগে রয়েছে।


সাধারণত বৈশাখ-জ্যৈষ্ঠ এ দু‌ই মাস নিয়েই গ্রীষ্মকাল। আর গ্রীষ্মের ফুলের কথা বলতেই সবার চোখের সামনে ভেসে ওঠে কৃষ্ণচূড়ার কথা। সুমিষ্ট রসাল ফলের জন্য গ্রীষ্মকাল এগিয়ে রয়েছে, তবে ফুলের দিক থেকেও অন্যসব ঋতুর তুলনায় এগিয়ে রয়েছে  গ্রীষ্মকাল। 


তাই ফুল উৎসবের ঋতু বলা যায় গ্রীষ্মকালকেই। এ মৌসুমে কৃষ্ণচূড়ার লাল রঙের যে উম্মাদনা, তা এতই আবেদনময়ী যে চোখ ফেরানো অসম্ভব। 


 গ্রীষ্মের শুরু থেকেই কৃষ্ণচূড়া ফুলটি প্রকৃতিতে নেমে আসতে শুরু করে। দূর থেকে কৃষ্ণচূড়া দেখলে শুধু মানুষের নয়, পাখিদেরও যেন মন ভরে ওঠে। 


তাই নানা জাতের পাখির আনাগোনাও থাকে গাছটিকে ঘিরে। বিশেষ করে জাতীয় পাখি দোয়েল, টুনটুনি, চড়ুই, বুলবুল পাখির সরব উপস্থিতি থাকে সারা বেলা। শরীরে রক্তিম আভা মেখে কৃষ্ণচূড়া যেন সারাক্ষণ সবুজ বনভূমি, তৃণভূমিকে আলোকিত করে রেখেছে।


 রঙে, রূপে, উজ্জ্বলতা ও কমনীয়তায় কোনো  কিছুই যেন কৃষ্ণচূড়ার সমকক্ষ নয়। কৃষ্ণচূড়ার সৌন্দর্যে একবারের জন্য হলেও দৃষ্টি আটকে যায় না কিংবা থমকে দাঁড়ায় না- 


কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম "ডেলোনিখ রেজিয়া"। এটি ফাবাসিয়ি পরিবারের অন্তর্গত একটি বৃক্ষ যার গুলমোহর নামেও পরিচিতি রয়েছে। 


বসন্তের শেষ দিকে সাধারণত কৃষ্ণচূড়ার পাতা ঝরে পড়তে শুরু করে। ধীরে ধীরে পত্রহীন বাকানো ডালগুলোতে দেখা যায় কলির আভাস।  


অন্যান্য ফুল গাছে যখন নতুন পাতা আসে কিন্তু ফুল আসে না, ঠিক তখনই কৃষ্ণচূড়ার সব পাতা ঝরে গিয়ে ফুলের কলি দেখা দেয়। আর গ্রীষ্মের শুরুতেই দেখা যায় লালের আভাস। তারপর লালে লালে উজ্জ্বল হয়ে প্রতৃতিতে যেন আগুন লাগিয়ে দেয় কৃষ্ণচুড়া।


ফুল প্রেমিরা জানান, যখন কৃষ্ণচূড়া ফৌটে তখন গাছে গাছে লাল-সবুজ রঙে যেন ভরে উঠে। আর এ সময়টা খুবই ভালো লাগে। সেটা এক  অন্যরকম ভালবাসা।

সোনারগাঁও টিভি:

রাস্ট্র বিরোধী  এবং সন্তাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ও হেফাজতের ভাংচুর কান্ডে ও পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম (বিডিআর) এর ছেলে শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ গতকাল রাতে তাকে তার পিরোজপুর বাসা গ্রেফতার করা হয়েছে।


সোনারগাঁ থানার ওসি (তদন্ত) তবিদ রহমান জানান, রাস্ট্র বিরোধী কর্মকান্ড ও সরকারের উন্নয়নে বাঁধা সৃষ্টি ও ফেসবুকে সরকারের বিরুদ্ধে অপ্রচার চালানোর অভিযোগে গতকাল সোমবার রাতে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়িতে তল্লাসী চালানো হয়। এ সময় সাবেক চেয়ারম্যান বিডি আর রফিকুল ইসলামকে না পেয়ে তার ছেলে শাহাদাত হোসেনকে সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ড পরিচালনা, প্রকাশ্যে ও ফেসবুকের মাধ্যম্যে সরকার বিরোধী বিভিন্ন স্ট্যাটাস দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত ও হেফাজত ইস্যুতে মহাসড়কে বিএনপি-জামায়াতের নেতাকর্মিদের নিয়ে যানবাহন ভাংচুর ও অগ্রিসংযোগসহ বিভিন্ন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শাহাদাতকে হেফাজতের মামলায় আসামি করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 স্থানীয়রা জানান, ২০১৩ সালের শেষের দিকে রফিককুল ইসলাম বাড়িতে তার ২য় স্ত্রী, তার শ্যালক ও ২ গৃহকর্মীকে গলা কেটে হত্যা করা হয়। সে হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে শাহাদাতকে পুলিশ গ্রেফতার করে। সে মামলায় সে দীর্ঘদিন হাজত বাস করে। এছাড়া সম্প্রতি শাহাদাত হোসেন জাতীয়পার্টিতে যোগদান করে এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও জোড়পূর্বক বিভিন্ন কোম্পানীতে বালু ভরাট ঠিকাদারী কাজ পরিচালনার করার সাথে সাথে সে সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িয়ে পড়ে। সে প্রকাশ্যে ও ফেসবুকে সরকার বিরোধী বিভিন্ন স্ট্যাটাস দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

সোনারগাঁও টিভি, 



নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় ৮ বছরের এক শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে আব্দুল আলিম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়ীয়ার ঘোপ গ্রামের ওই শিশু কন্যাকে গত ১০ এপ্রিল সকাল সাড়ে ৮ টার সময় ওই ব্যক্তি ধর্ষণ চেষ্টা করে।  শিশুটির চিৎকারে ধর্ষণ চেষ্টকারী আলিম পালিয়ে যায়। শিশুটি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


 অভিযুক্ত আব্দুল আলিম শার্শার চান্দুড়িয়ার ঘোপ গ্রামের রমজান আলীর ছেলে।


শিশুটির মা জানান, মেয়েকে রেখে সে মাঠে জমিতে কাজ করতে গিয়েছিল। তার বাবা শার্শায় একটি জুট  মিলে কাজ করতে যায়। এই সুযোগে আলিম ঘরের মধ্যে প্রবেশ করে শিশুটিকে মুখ চেপে ধর্ষণ চেষ্টা চালাই। 

এরপর শিশুটি মুখ থেকে আলিমের হাত সরিয়ে  চিৎকার করলে আলিম পালিয়ে যায়।

তিনি আরো বলেন, এ ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালীরা একই গ্রামের আবু তালেবের ছেলে আলিমুর রহমান ও লিটন হোসেন বিচার করে ৪০ হাজার টাকা নিয়েছে ওই আলিমের নিকট থেকে। আপনি টাকা পেয়েছেন কিনা জানতে চাইলে বলেন, না আমাকে কোন টাকা পয়সা দেয়নি। 


ওই গ্রামের জাহের আলী, মিতা, ও মনির উদ্দিন বলেন, আলিম মেয়েটিকে ধর্ষনের চেষ্টা করে। তাদের বাড়ি মাঠের মধ্যে ফাঁকা জায়গায়। ওই সুযোগে সে এই ধরনের অপকর্ম করতে সুযোগ পায়। স্থানীয়রা এর বিচার করে ৮০ হাজার টাকা আলিমকে জরিমানা করেছে বলে শুনেছি। 


তবে মেয়েটির চাচা জাহের বলেন, তারা একা একা কি ভাবে বিচার করল। আমাদের ডাকেনি। এমনকি বিচারের টাকা মেয়েটির চিকিৎসার জন্যও দেওয়া হয়নি।


বিচারককারী আলিমুলের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা আলিমকে ডেকে মেয়েটির চিকিৎসা খরচ দিতে বলেছি। টাকা নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন।


স্থানীয় চেয়ারম্যান আবুল কালামের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন  আমার কাছে এরকম কোন ঘটনার অভিযোগ আসে নাই। আমি শুনেছি এরকম একটা কিছু হয়েছে। আর বিচার যারা করেছে তারাও টাকা নিয়েছে কিনা আমি জানি না। আমার নিকট আসলে আমি বিষয়টি দেখতাম।


শার্শা থানা ওসি বদরুল আলম বলেন, আমি খবর পেয়ে অভিযুক্ত আলিমকে আটক করেছি। এটা ধর্ষন চেষ্টা বলে তার মা রাবেয়া বেগম অবহিত করেছে। মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোনারগাঁও টিভি,

হেফাজত কাণ্ডে সোনারগাঁও রয়েল রিসোর্টে হামলা, ভাঙচুর ও মহাসড়কে নাশকতা মামলার প্রধান আসামি মাওলানা ইকবাল হোসেনসহ (৫২) চার হেফাজত নেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  



আটক অন্য তিনজন হলেন-হেফাজত নেতা শাজাহান শিবলী (৪৩), হাফেজ মোয়াজ্জেম হোসেন (৫২), হাফেজ মাওলানা মহিউদ্দিন খান (৫২)।  রাজধানীর জুরাইন থেকে তাদের আটক করা হয়েছে বলে সোমবার (১২ এপ্রিল) সকালে জানিয়েছেন র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ অবরুদ্ধ থাকার পর সহিংসতায় জড়িতের অভিযোগে তাদের আটক করা হয়।  


এর আগে রবিবার (১১ এপ্রিল) হেফাজতকর্মী হাসান মিয়া ও শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়।

সোনারগাঁও টিভি,

সোনারগাঁও জার্নালিস্ট ক্লাব ও সোনারগাঁও উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ কে হেফাজত কর্মীরা সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে হত্যার হুমকি প্রদানে সোনারগাঁও থানার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।


রবিবার বিকালে শেখ এনামুল হক বিদ্যুৎ থানায় উপস্থিত হয়ে এই ডায়েরি করেন, ডায়েরি নাম্বার ৪৬৭।

এনামূল হক বিদ্যুৎ জানান গত ৩ এপ্রিল হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের দাবীকৃত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারগাঁও রয়েল রিসোর্টে অবকাশ যাপন করতে আসেন। মামুনুল হকের সঙ্গে আসা নারী তার স্ত্রী নয় এমন কথা ছড়িয়ে পড়লে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী ও এলাকাবাসীর তাদের অবরুদ্ধ করে জিজ্ঞাসাবাদ করেন। সে সময় তিনি সংবাদ প্রকাশের জন্য তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে

উপস্থিত হয়।


এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ এলাকাবাসী হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক কে অবরুদ্ধ করে জিজ্ঞাসাবাদ করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ দেয়। ওই ফেসবুক লাইভে শেখ এনামূল হক বিদ্যুৎকেও দেখা যায়।


পরে তথ্য সংগ্রহের জের ধরে হেফাজত কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডিতে শেখ এনামূল হক বিদ্যুৎ এর ছবিতে চিহ্নিত করে তাকে হত্যার হুমকি দিয়ে স্ট্যাটাস পোস্ট করে। 

 সোনারগাঁও টিভি,

নারায়ণগঞ্জের সোনারগাঁও হেফাজত নেতাকর্মীদের তান্ডবের ঘটনার মামলায় আরোও হেফাজত কর্মীকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। 



রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে

সোনারগা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের নেতৃত্তে  সেকেন্ড অফিসার  ইয়াউর রহমান, এস আই রাকিব, এ এস আই নাসির, এ এস আই অনিক, এ এস আই আনিস সংীয় ফোর্স সহ রয়েল রিসোর্ট ও চৌরাস্তায় ভাংচুরে সরাসরি জড়িত আসামী মোঃ শহিদুল ইসলাম ও মোঃ হাসান কে ইশা খা মার্কেট থেকে গ্রেফতার করা হয় ।

বাগেরহাট জেলা ও থানার মান্দ্রা গ্রামের রজ্জব আলীর ছেলে শহিদুল ইসলাম (৩১), নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের কাটাখালী গ্রামের আবু জাহেরের ছেলে মোঃ হাসান (৩৫) সহ  দশ হেফাজত কর্মীকে গ্রেফতার করে। 


সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান হেফাজত তান্ডবের ঘটনায় সাত মামলায় এ পর্যন্ত মোট ৫১ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনারগাঁ উপজেলার পৌরসভায় অবস্থিত বহুল আলোচিত  রয়্যাল রিসোর্টে গত ৩ এপ্রিল  শনিবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধকে কেন্দ্র করে।


 আ' লীগের উপজেলা দলীয় কার্যালয় ও যুবলীগ নেতা, ছাত্রলীগের নেতার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের করার ঘটনায় আজ শুক্রবার সোনারগাঁ থানায় আরো তিনটি মামলা হয়েছে।

একটি মামলায় মামনুল হককে প্রধান আসামি করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ভাংচুর ও অগ্নি সংযোগ করার ঘটনায় উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন বাদী হয়ে স্থানীয় হেফাজতে ইসলাম ও বিএনপির নেতাকর্মী ১১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে। এবং উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘর ভাংচুরের ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে হেফাজতে ইসলাম ও বিএনপির ১১৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

এছাড়া অপর মামলাটি দায়ের করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ রনির বাবা শাহ জামাল তোতা। এ মামলায় বিএনপি ও হেফাজতে ইসলামের ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

এদিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ শুক্রবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেফাজতে ইসলামের কর্মী খালেদ সাইফুল্লাহ (৩৪), কাজী সমির (৩২), অহিদুল ইসলাম (৩৬), আব্দুল আউয়াল (৩৯) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে কারাগারে পাঠানো হয়েছে।


অপর দিকে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের শান্তিনগর দারুন নাজাত নুরানি মাদ্রাসায় সরকার বিরোধী গোপন বৈঠক করার অভিযোগে পুলিশের হাত গ্রেফতার হওয়া ৭ জন হেফাজতে ইসলামের কর্মীকে বৃহস্পতিবার সন্ধ্যায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সে সাথে আগামী রোববার রিমান্ডের উপর শুনানি হবে বলে জানা যায়। 

সোনারগাঁও টিভি,


করোনা সচেতনতায় মাঠে নেমেছে নারায়ণগঞ্জ জেলা আ'লীগের সদস্য সোনারগাঁও উপজেলার আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। গত



কয়েকদিন ধরে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের  গুরুত্বপূর্ন স্থানে মাক্স বিতরনের পাশাপাশি জনগনকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসাবে আজ শুক্রবার জুম্মার নামাজের পর   চেয়ারম্যান মাসুমের  পক্ষ থেকে পিরোজপুর ইউনিয়নের গুরুত্বপূর্ন এলাকায় মাক্স বিতরণ করা হয়।


পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন  এলাকার মানুষের মাঝে করোনা সচেতনতামূলক লিফলেট ও মাক্স বিতরণ করা হয়। এসময় অন্যান্যের 


পিরোজপুর ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, 

ইঞ্জিনিয়ার মাসুম  বলেন, করোনার প্রকোপ বাড়তে থাকায় সরকারে

র পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ উদ্যোগের অংশ হিসাবে জনগনকে সচেতনতায় মাইকিং, লিফলেট ও মাক্স বিতরন করা হচ্ছে।

সোনারগাঁও টিভি,

কভিড-১৯, করেনা প্রাদুর্ভাবে দ্বিতীয় ধাপ মোকাবেলায় সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে জনসচেতনামূলক ও মাক্স বিতরণ।

উপজেলা ছাত্র লীগের সাবেক সহসভাপতি এবং

শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাহাবুব হোসেন সরকার, এর ব্যক্তিগত অর্থায়নে 




শুক্রবার  (০৯ এপ্রিল  ) বিকেলে শম্ভুপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায়  এবং যুবলীগ নেতা রাজু সরকারে উদ্যোগে


ও সাংবাদিক সামির সরকারের সার্বিক সহযোগিতা হোসেনপুর এতিমখানায় ও হোসেন পুর বাজারে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয় সে সাথে ও স্যানিটাইজার

 দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়নের আ'লীগ ও  যুবলীগের নেতৃবৃন্দ। 



MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget