শার্শায় উপজেলা ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ।

সোনারগাঁও টিভি,


ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি 

৮৫ যশোর ১(শার্শা)র মাননীয় সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন এমপি মহদয়ের নির্দেশক্রমে যশোর জেলা ছাত্রলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলা ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে ২নং লক্ষনপুর ইউনিয়নের অসহায় ও দুস্থদের  মাঝে ইফতার বিতরণ করেন ৷



 ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি  রাশেদ খান মেনন৷ এ সময় আরও  উপস্থিত ছিলেন ঢাকা কলেজস্ত যশোর ছাত্র কল্যাণ ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক তামহীদ ঈশাদ দীপ্ত, ছাত্রনেতা মামুন শিকদার,  হাসানুরুজ্জামান, ইমরান,  জনি, শরিফুল ইসলাম, আশিকুর রহমান, আসাদুজ্জামান আরমান, আশরাফুল ইসলাম ,হৃদয় হোসেন প্রমূখ।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget