এ ন্যক্কারজনক ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না- হানিফ

গত ৩ এপ্রিল শনিবার সোনারগাঁ উপজেলায় অবস্থিত রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক স্ত্রীসহ লাঞ্ছিত ও অবরুদ্ধ থাকার খবরে হেফাজত কর্মীরা তাকে উদ্ধার করে এর পর সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের  পার্টি অফিস, ও যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানবাসাবাড়ি এবং রয়েল রিসোর্টে ভাংচুর চালায়।


আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে

আজ বুধবার বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে ভাংচুর হওয়া আওয়ামী লীগের পার্টি অফিস  পরিদর্শন করেন তারা। 


এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ধর্মের নামে তাণ্ডব চালায় তাদের আর বরদাশত করা হবে না। আঘাতের পাল্টা আঘাত করা হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন হানিফ। 






হানিফ বলেন, মামুনুল হকের ঘটনাকে কেন্দ্র করে যারা আওয়ামী লীগের অফিসসহ বিভিন্ন স্থানে হামলা ভাংচুর চালিয়েছে তাদের রেহাই নাই। 


তিনি বলেন, হামলাকারীদের প্রত্যেকের তালিকা করে আইনের আওয়াত এনে উপযুক্ত শাস্তি দেয়া হবে। হামলাকারীদের তালিকা করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংসদ সদস্য একে এম শামীম ওসমান, কেন্দ্রীয় ত্রান ও সমাজকল্যাণ কমিটির সদস্য দীপক কুমার বণিক,  নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু শহীদ মো. বাদল, সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, ও যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম প্রমুখ।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget