সোনারগাঁয়ের থানা পুলিশের উদ্যোগে জনসাধারণের মাঝে মাস্ক বিতরন

সোনারগাঁও টিভি24,

সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে,মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ -এ শ্লোগানকে সামনে রেখে তৃতীয় ধাপের চলমান করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে,


ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তায়  র‌্যালি এবং মাস্ক বিতরণ করা হয়, 

সব শ্রেণী এবং সর্বপেসার মানুষকে মাস্ক পরিধানে  উৎসাহিত ও সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।


রবিবার (২১মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সারাদেশের ন্যায় সোনারগাঁও থানা পুলিশের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা ও কাঁচাবাজারে মাস্ক বিতরন কার্যক্রম চালু করা হয়। 

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মাস্ক বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।


এসময় ওসি রফিকুলইসলাম বলেন, কোভিড-১৯ মোকাবিলায় সম্মূখ সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই নিরলসভাবে কাজ করছেন পুলিশ সদস্যরা। সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা। করোনার তৃতীয় ধাপের প্রকোপ মোকাবিলায় সোনারগাঁও থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছি । এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ ও করোনার তৃতীয় ধাপ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করে যাচ্ছি পাশাপাশি মাস্ক বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে। 


এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানার ওসি (অপারেশন) সাইদুজ্জামান, সেকেন্ড অফিসার এস আই ইয়াউর, এস আই রাকিবুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget