সোনারগাঁ যাদুঘরের ভিতরে আধুনিক মসজিদ নির্মাণের আকুল আবেদন

 


সোনারগাঁও টিভি২৪,

ইতিহাস ঐতিহ্যের সূতিকাগার প্রাচীন বাংলার রাজধানী ও বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রনালয়ের অন্যতম পর্যটন কেন্দ্র বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ যাদুঘর) এর ভিতরে কোন মসজিদ নাই। এটা অত্যান্ত দুঃখ ও পরিতাপের বিষয় হয় বটে। এ নিয়ে  হাজারো পর্যটকদের অভিযোগের ভিত্তিতে বহুবার পত্রিকায় নিউজ করেও মসজিদ নির্মানের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কোন পদক্ষেপ দেখা যায়নি। সোনারগাঁও যাদুঘরে বেড়াতে আসা দর্শনাথীরা প্রবেশ ফি প্রদানের মাধ্যমে বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের ভিতর থেকে বাহিরে বেড়িয়ে নামাজ পরার সুযোগ পায় না। এমতাবস্থায় মুসলিম নরনারীরা নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা থেকে বঞ্চিত হচ্ছে।
যা মোটেই কাম্য নয়।

জনগুরুত্ব পূর্ণ বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন  (সোনারগাঁ যাদুঘর) এর ভিতরে একটি মসজিদ নির্মানের জোরালো আবেদন। জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর একটি লিখিত আবেদন করা হয়। 


ড,আহম্মেদ উল্লাহ।
বাংশিল্পলাদেশ লোক ও কারু  ফাউন্ডেশন।

জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী, সাংবাদিক সামির সরকার সবুজ, দৈনিক ভোরের সময় সোনারগাঁ প্রতিনিধি, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

অতএব, জনাবের নিকট জোর আবেদন, দ্রুততম সময়ের মধ্যে জনগুরুত্ব পূর্ণ এই বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ যাদুঘর) এর ভিতরে একটি মসজিদ নির্মানের  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মহোদয়ের সূ-মর্জি হয়।

বিনীত নিবেদক

(সামির সরকার সবুজ)
দৈনিক রুপালি বাংলাদেশ,
সোনারগাঁ প্রতিনিধি।
সোনারগাঁও টিভি24
প্রকাশনা সম্পাদক,
সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
মোবাইলঃ ০১৬১১-৫৫৪৪০৯, ০১৯১১-৮৬২০৮৪
অনুলিপিঃ

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget