সোনারগাঁয়ে করোনার টিকা গ্রহীতাদের লাইনে হৈচৈ ধাক্কাধাক্কি

সোনারগাঁও টিভি:

সোনারগাঁয়ে গতকাল শনিবার সকালে কোভিড-১৯, করোনার টিকা গ্রহীতাদের হৈচৈ ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) গোলাম মোস্তফা মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন।


এলাকাবাসী ও হাসপাতাল সূত্র জানায়, কোভিড-১৯, করোনার টিকা দেয়ার শুরু হওয়ার পর থেকে সোনারগাঁয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে সাধারণ মানুষকে টিকা নিতে দেখাগেছে।

গতকাল শনিবার সকাল থেকে টিকা গ্রহীতা নারী, পুরুষের ভিড় বাড়তে থাকে। সকাল ১০টার পর ভিড় ব্যাপক আকার ধারণ করে। এদিকে টিকা দেয়ার চতুর্থ দিনে সোনারগাঁ হাসপাতালের সামনে প্রখর রোদের পাতে দাড়িয়ে থাকা টিকা গ্রহীতাদের দীর্ঘ লাইনে হৈচৈ ধাক্কাধাক্কি শুরু হয়। ভিড় সামলাতে হাসপালের কর্মীর বেশামাল হয়ে পরে। হৈচৈ, চিৎকার, চেচামেচির ও ধাক্কাধাক্কির খবর পেয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ কুমার সাহা ছুটে এলে উশৃংখল টিকা গ্রহীতারা তাকেও ধাক্কা মারে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মী বলেন, খবর শুনে টিএইচও স্যার আসলে তারা স্যারকেও ধাক্কা মেরে ফেলে দেয়। খবর পেয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) গোলম মোস্তফা মুন্না ছুটে আসেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সোনারগাঁ হাসপাতালের ইপিআই ইনচার্জ রেদোয়ান আহম্মেদ জানান, প্রতিদিন প্রায় দুই হাজারের মতো মানুষ করোনার টিকার জন্য রেজিষ্ট্রেশন করছে। তাদের মধ্যে প্রায় এক হাজরেরও বেশী মানুষকে টিকা দেয়া হচ্ছে। এব্যাপারে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ কুমার সাহা জানান, মানুষ সুশৃংখল ভাবে দাড়ায়নি। এবিষয়টি নিয়ে তাদের মধ্যে ভুল বুজাবুিজ হয়েছে। পরে ম্যাজিষ্ট্রেট ও পুলিশ এসে সব ঠিক করে দিয়ে গেছে। তবে আমাদের কেউ আহত হয়নি।



Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget