সোনারগাঁয়ে মানা হচ্ছে না কঠোর লকডাউন

সোনারগাঁও টিভি,

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় চলমান লকডাউন এখন শুধুই কাগজে-কলমে। বাস্তবে এর কোন কার্যকরিতা নেই। হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, মার্কেট সর্বত্র লোকে লোকারন্য। আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের ঘোষনায় শেষ সময়ে বাড়তি কেনাকাটাসহ প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন করতে রাস্তায় প্রচুর মানুষের ভিড় দেখা গেছে।



এর মধ্যেও লকডাউনসহ স্বাস্থ্য বিধি রক্ষায় সোনারগাঁয়ের বিভিন্ন জায়গায়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান,ও সহকারী ভূমি কমিশনার গোলাম মোস্তফা মুন্না। বিভিন্ন প্রতিষ্ঠান এবং দোকানদার দেরকে আর্থিক দন্ড দেয়া হয়।


সরকার ঘোষিত ১৪ জুলাই লকডাউনের ১২ দিনে সোমবার। আজও সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় ফলপট্টি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হাজারো মানুষের ভিড় দেখা গেছে। কঠোর লকডাউন আতংকে বেশী বেশী পন্য কেনেন অনেকে।

মানুষের ভিড়ের কারনে হাব্বিব পুর  রোডে দফায় দফায় সৃষ্টি হয় জানজটের। ব্যাংক-বীমায়ও ভিড় ছিলো চোখে পড়ার মতো। কিছু মানুষ মাস্ক পড়লেও এখনও মাস্ক বিহীন ঘোরাফেরা করছেন অনেকে।


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget