সোনারগাঁও টিভি ২৪.
নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
রাজধানীর স্কয়ার হাসপাতালে সাতদিন চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আজ শনিবার বাসায় ফিরেছেন বলে তার পারিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের এই নেতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তাদের মূল্যবান সময় নষ্ট করে হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন এবং রোগমুক্তি কামনা করে যারা দোয়া-মিলাদ মাহফিল করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
গত শনিবার (২৩ জানুয়ারি) সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে স্বজনরা চিকিৎসার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করেন।
Post a Comment