বিএনপি-জামায়াতের ৯৬ সালের প্রহসনের নির্বাচনের প্রতিবাদে ইঞ্জি মাসুম চেয়ারম্যান এর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সোনারগাঁও টিভি২৪,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা আ'লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি-জামায়াত সরকার আয়োজিত প্রহসনের নির্বাচন ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে পিরোজপুর ইউনিয়ন আ'লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ 


কর্মসূচি পালন করে। 


সোমবার সকালে এ উপলক্ষ্যে মেঘনা এলাকায় পিরোজপুর ইউনিয়ন আ'লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়। 

এ সময় প্রতিবাদ সভায় পিরোজপুর ইউনিয়ন আ'লীগে আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া,


উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

উক্ত প্রতিবাদ সভায় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন 

বিএনপির জামায়াত শিবিরের ক্ষমতার দাপট খাটিয়ে যাঁরা এক সময়ে সোনারগাঁওয়ে  দুর্নীতি লুটপাট ও অরাজকতা সৃষ্টি করত আজ তারা আ'লীগের ও মহা জোটের লেবাস লাগিয়ে আবারও অরাজকতা দাঙ্গা-হাঙ্গামা করার চেষ্টা করছে,  


তাই প্রতিটা নেতাকর্মীকে সে দিকে খেয়াল রাখতে হবে।

যাতে করে ৪ মার্ডার মামলার আসামিরা পিরোজপুর ইউনিয়নে কোন ধরনের বিশৃঙ্খলা করবে তা কখনো হতে দিব না।   করতে দেওয়া হবে না 

প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল করেন। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে নেতাকর্মীরা ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনের প্রতিবাদে বিক্ষোভ  মিছিল নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget