জাঁকজমক ভাবে সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 সোনারগাঁ টিভি ২৪.

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে  এক আনন্দঘন পরিবেশে "সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাব'র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে "ভয়, পক্ষপাতিত্বহীন ও তথ্যনির্ভর সাংবাদিকতাই আমাদের পথ চলা" এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর ঢাকার প্রবেশদ্বার ঢাকা- চট্টগ্রাম মোগরাপাড়া চৌরাস্তার আল-মদিনা শপিং মলের ষষ্ঠ তলায় অবস্থিত সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মূখর পরিবেশে উক্ত শপিং মলের অষ্টম তলার স্কাইলার্ক রুফটপ চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।




সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ'র সভাপতিত্বে ও সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের প্রচার ও  প্রকাশনা সম্পাদক সামির সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। 



 উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার।

সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সাধারণ সম্পাদক শওকত ওসমান সরকার রিপন এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ , ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি'র কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ চন্দ দেব মন্টু, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) এর সভাপতি নাসিমা সোমা, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) এর সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাবেক ছাত্রনেতা ও তরুণ আওয়ামী লীগ নেতা এ এইচ এম মাসুদ দুলাল, সোনারগাঁও থানার ওসি (তদন্ত) খন্দকার তবিদ রহমান, কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, মোবাইল হোসেন স্মৃতি সংসদ'র চেয়ারম্যান প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের পুত্র এরফান হোসেন দ্বীপ, বাংলাদেশ যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সোনারগাঁও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ শিপন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহাদাত হোসেন লিঠু, হাজী সাকিল রানা। 

এসময় অন্যান্যের মধ্যে সোনারগাঁও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী গাজী মজিবুর রহমান, মোঃ হোসাইন, সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শ্যামলী চৌধুরী প্রমুখ। এছাড়া সোনারগাঁও জার্নালিস্ট ক্লাবের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget