ভবনের ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে পড়ে গিয়ে আসাদুল নামে শিশু নিহত,

সোনারগাঁও টিভি


নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বাড়িচিনিশ এলাকায়  নির্মাণাধীন একটি ভবনের চারতলার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে আসাদুল(১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 


শুক্রবার সকালে ১১টার দিকে  বাড়িচিনিশ  কাট্টপট্টি মহল্লায় মাহাবুব ও সৈকত এর নির্মাণকাজ চলা বিল্ডিং এ ঘটনা ঘটে।


 নিহত শিশু আসাদুল ওই মহল্লার রঙ মিস্ত্রী ইকবাল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি কম্পানির কাজ করতেন। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সদর, থানা: সিরাজগঞ্জ, তারা আলিনুর এর বাসায় ভাড়া থাকতেন।



সহ্ পাটি আল আমিন জানান, আমি অন্য একটা ছাদে গুড়ি উড়াতেছিলাম  আসাদুল অন্য ছাদে পরে দেখি সে আর গুড়ি  উড়াচ্ছে না।

পরে আমি অন্য একটা ছাদ থেকে নেমে   আসাদুল এর কাছে আসি পরে।

এসে দেখি আহত হয়েছে।  এ সময় সবাইকে খবর দেই। 


প্রথমে গঠনাস্থল পরিদর্শন করেন।  এস, আই, বোরহান দর্জি ও পরে পরিদর্শন করেন, ওসি তদন্ত  তবিদ রহমান,


এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোনারগাঁ থানার ওসি, রফিকুল ইসলাম জানান,  শিশুটি সবার অগোচরে ওই নির্মাণাধীন ভবনের চারতলা খোলা ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে অসাবধানবশত পা পিছলে লিফট্ লাইন দিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।


পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সোনারগাঁয়ে সেবা হাসপাতালে নেয়ার পথেই শিশুটি মারা যায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget