বেনাপোল পৌর গেটে স্বাস্থ্যবিধির বালাই নেই

 সোনারগাঁও টিভি,

নিজস্ব প্রতিবেদক

 যশোরের শার্শার বেনাপোল পৌর গেটে  

 গিজগিজ করছে মানুষ একজন আরেকজনের 

গা ঘেঁষে দাঁড়িয়ে আছে কেউ  চা খাচ্ছে আবার কেউ খোশগল্প মেতে আছে কেউ আবার  মোবাইলে সেলফি তোলার জন্য ব্যস্ত



অধিকাংশ লোকের মুখে মাস্ক নেই, কারও কারও মাস্ক থাকলেও তা নামানো থুতনিতে। সামাজিক দূরত্বের নির্দেশনার তোয়াক্কা না করে ঝুঁকি নিয়ে বেনাপোল পৌর গেটে আড্ডা দিচ্ছে। 


শুক্রবার (১৪ মে) দুপুরে বেনাপোল পৌর গেটে এ দৃশ্য দেখা গেছে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গ্রামের এসেছে বিভিন্ন শ্রেণীর মানুষ পরিবার পরিজনের সাথে পবিত্র   ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর আনন্দ উদযাপন করতে


আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যত দ্রুত সম্ভব বেনাপোল পৌর গেটে  থাকা দর্শনার্থীরা যেনো বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মানে তার জন্য ব্যবস্থা নিতে। এখনও পর্যন্ত প্রশাসনের কোন পদক্ষেপ আমার লক্ষ্যে করছি না। আমরা মনে করছি বর্তমান করোনা পরিস্থিতিতে করোনা ভাইরাসের ভয়াল থাবা পড়বে বেনাপোল পৌর গেটে আমি শার্শা উপজেলার সকল প্রশাসনের কাছে অনুরোধ স্বাস্থ্যবিধি মানানোর জন্য দ্রুত ব্যবস্থা গ্রহন করুন


 আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের  বিকাল বেলা সরেজমিনে দেখা গেছে, বেনাপোল পৌর গেট প্রায় সব ধরনের চায়ের দোকানে যথেষ্ট ভিড়। পৌর গেটে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে অনেকেই খোশগল্প করছেন। তাঁদের অনেকের মুখে মাস্ক নেই

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget