সোনারগাঁও টিভি,
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনে কর্মহীন অসহায় হাজার হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর সরকারি প্রাথমিক মাঠে ও ইসলামপুর , গঙ্গানগর, এসব উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান,
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ১০০০ হাজার, অসহায় ও কর্মহীন মানুষের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যান জানান, জনসমাগম এড়াতে প্রতিটা এলাকায় ৫ হাজার ঈদ সামগ্রীর প্যাকেট অসহায় ও কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়েছে। ঈদের আগে সেমাই, চিনি, দুধ, পোলাওয়ের চাল, তেল, ও সাবান, পেয়াজ আলু সহ নিত্যপ্রয়োজনীয় , একসঙ্গে পেয়ে উচ্ছ্বসিত অসহায় ও কর্মহীন মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন,
আ'লীগ নেতা মাসুম বিল্লাহ,তাজুল ইসলাম, হাজী আলম চান, ইউপি সদস্য হাজী সেলিম রেজা, ও মহিলা ইউপি সদস্য মমতাজ, জহির,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ও আরিফ মিয়া, আবু হানিফ, লুৎফুর রহমান, সারজা, কামাল,ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
Post a Comment