জমকালো আয়োজনে পালিত হলো শম্ভুপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর জন্মদিন

সোনারগাঁও টিভি,

সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও শম্ভুপুরা  ইউনিয়নের চেয়ারম্যান পার্থী  মাহাবুব হোসেন সরকারের জন্মবার্ষিকী উপলক্ষে

আজ ৫ মে রোজ বুধবার সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত   সোনারগাঁও টিভির বার্তা কার্যালয় আনন্দঘন পরিবেশে ও কেটে  তার জন্মদিন পালন করা হয়।


এই সময় মাহবুব হোসেন সরকার এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে   তথা শম্ভুপুরা ইউনিয়ন বাসীর কাছে দোয়া চান, এলাকা বাসির সুখ দুঃখে যেন, সব সময় তাদের পাশে এসে দাঁড়াতে পারেন, এবং তাদের সেবায় নিয়োজিত থাকতে পারেন,  তিনি আরও বলেন আমি শম্ভুপুরা এলাকাবাসীর কাছ থেকে কিছু নিতে আসি নাই আমি শম্ভুপুরা এলাকাবাসীকে কিছু দিতে আসছি, দল-মত নির্বিশেষে আমি সবার কাছে দোয়া চাই,

সময় উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়নের ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, পলাশ, রনি, সজীব, এছাড়াও আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন অপেশাদার জনসাধারণ। 


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget