দ্বিতীয় সন্তানের পিতা হলেন জনপ্রিয় শাটলার দম্পত্তি এনায়েত-এলিনা

সোনারগাঁও টিভি,

দ্বিতীয়বারের মতো সন্তানের গর্বিত পিতা-মাতা হলেন দেশের জনপ্রিয় শাটলার দম্পত্তি এনায়েত উল্লাহ খান-এলিনা সুলতানা খান। রাজধানীর বনশ্রীর ফরাজী হসপিটালে আজ বিকেল ৫টায় ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন দেশের এক নম্বর নারী ব্যাডমিন্টন খেলোয়াড় এলিনা খান। মা এবং ছেলে উভয়ই সুস্থ আছেন বলে জানিয়েছেন এলিনার হাসবেন্ড দেশসেরা কোচ (বাংলাদেশ জাতীয় দল ও পুলিশ দলের কোচ), সাবেক তারকা খেলোয়াড় এনায়েত উল্লাহ। এই দম্পত্তির আরশি খান নামে ৮ বছরের এক কন্যা সন্তানও রয়েছে

হসপিটালে সন্তান জন্মদান বিষয়ে ভীষণ রকমের চিন্তিত ছিলেন এনায়েত উল্লাহ। করোনার মধ্যে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে এক প্রকার ভয়ই পেয়েছিলেন। তবে ফরাজী হসপিটালের ব্যবস্থা এই দম্পত্তির মনে ধরে। বিশেষ করে হসপিটালের মালিক ইমন ফরাজী তাদের সব ধরনের সহযোগিতা করেন। এ কারণে হসপিটালে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এনায়েত উল্লাহ-এলিনা দম্পত্তি।


পুত্র সন্তানের পিতা হওয়া প্রসঙ্গে এনায়েত উল্লাহ খান জানান, পিতা হওয়ার আনন্দ আসলে ভাষায় প্রকাশের নয়। ৮ বছর আগেই আল্লাহ পাক আমাকে সেই সুখ দিয়েছেন। ৮ বছর আগে কন্যা সন্তানের পিতা হয়েছি; আজ পুত্র সন্তান পেলাম। আল্লাহর কাছে অশেষ শোকরিয়া। মা-ছেলে উভয়ই ভালো আছেন। ডাক্তারদের বিশেষ ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে ফরাজী হসপিটালের মালিক ইমন ভাইকে। ওনি আমাকে অনেক সহযোগিতা করেছেন।


এনায়েত উল্লাহ খান আরো যোগ করেন, ‘আমি এবং এলিনা অনেকদিন ধরে ব্যাডমিন্টনের সঙ্গে আছি। জানি এই অঙ্গনে আমাদের শুভাকাঙ্খির অভাব নেই। আমি সবার কাছে অনুরোধ করব সবাই আমার স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget