সোনারগাঁয়ের মোগরাপাড়ায় দুর্ধর্ষ চুরি

 সোনারগাঁও টিভি 

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া কাঁচাবাজার সংলগ্ন খাঁজা প্লাজায় রবি অনুমোদিত ডিষ্ট্রিবিউটরের  মালিক আনিসুর রহমান রবিনের  বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।চোরেরা তার ডিলার পয়েন্টের লোড এবং সিম সেলের নগদ ৩১ লক্ষ ২৮হাজার চারশত টাকা নিয়ে গেছে। শুক্রবার (১৪মে ঈদ-উল ফিতর) এ ঘটনা ঘটে।


এ ঘটনায় শনিবার সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। 



আনিসুর রহমান রবিন অভিযোগে উল্লেখ করেন, ঈদ-উল ফিতরের দুদিনের লোড,সিম বিক্রির টাকা  ঈদের পর ব্যাংকে জমা দেওয়ার কথা ছিলো তাই সেই টাকা বাড়িতে নিয়ে আসি।ঈদের দিন সন্ধ্যায় ৬টার দিকে আমি এবং আমার পরিবার নিয়ে নারায়ণগঞ্জ শশুর বাড়ীতে যাই এবং রাত ১০:১৫ মিনিটে  বাড়ীর গেইট খুলে ঘরে প্রবেশ করার পর ঘরের সব কিছু এলোমেলো দেখতে পাই এবং আমার আলমারিতে থাকা সকল কাপড় চোপর এলোমেলো দেখতে পেয়ে আলমারিতে রক্ষিত নগদ ৩১ লক্ষ ২৮হাজার চারশত টাকা ঘরের সব যায়গায় খোঁজাখুঁজি করলেও কোথাও পাওয়া যায়নি।

তিনি আরো জানান,রান্নাঘরের জানালা দিয়ে শয়ন কক্ষে প্রবেশ করে অজ্ঞাত চোরেরা আলমারিতে রক্ষিত টাকা নিয়ে পালিয়ে যায়।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান জানান,চুরি ঘটনায় একটি অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget